‘লঙ্কার ঝাঁজ’ কেমন হয়, তা যেন ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে গতকাল এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে রেকর্ড গড়ল লঙ্কানরাও।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে একটু দেরীতেই। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কার মতো তারকা বোলাররা। তুলনামূলক দুর্বল বোলিং আপ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা গতকাল ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। এ বছরের জুনে আফগানিস্তানকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করে শুরু। এরপর লঙ্কানরা বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে দিয়েছে, যার মধ্যে নেদারল্যান্ডসকে করেছে দুবার। দ্বিতীয় সর্বোচ্চ টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৯-১০ সালে এই কীর্তি গড়েছে অজিরা।
শুধু তাই নয়, গতকাল শ্রীলঙ্কা ভেঙেছে নিজেদের রেকর্ডও। ৬ হারে এ বছর ওয়ানডে শুরু করা লঙ্কানরা জিতেছে টানা ১১ ম্যাচ। এর আগে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড ছিল লঙ্কানদের দুই বার। ২০০৪ ও ২০১৩—এই দুবার এমন কীর্তি গড়েছিল লঙ্কানরা।
ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা কয়েক ম্যাচ অলআউট করার রেকর্ড:
১১: শ্রীলঙ্কা (২০২৩)
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০)
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪)
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০)
৯: পাকিস্তান (১৯৯৬)
ওয়ানডেতে শ্রীলঙ্কার টানা ম্যাচ জয়:
১১ (জুন ২০২৩ থেকে চলছে)
১০ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে জুলাই ২০০৪)
১০ (ডিসেম্বর ২০১৩ থেকে মে ২০১৪)
‘লঙ্কার ঝাঁজ’ কেমন হয়, তা যেন ভালোমতোই টের পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্যান্ডিতে গতকাল এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে বিধ্বস্ত করার দিনে রেকর্ড গড়ল লঙ্কানরাও।
এবারের এশিয়া কাপে শ্রীলঙ্কা দল ঘোষণা করেছে একটু দেরীতেই। চোটে পড়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্কার মতো তারকা বোলাররা। তুলনামূলক দুর্বল বোলিং আপ নিয়ে এশিয়া কাপ খেলতে আসা শ্রীলঙ্কা গতকাল ধসিয়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথমে ব্যাটিং করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে টানা সর্বোচ্চ ১১ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড গড়েছে লঙ্কানরা। এ বছরের জুনে আফগানিস্তানকে টানা দুই ম্যাচে বিধ্বস্ত করে শুরু। এরপর লঙ্কানরা বিশ্বকাপ বাছাইয়ে ৮ ম্যাচে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে দিয়েছে, যার মধ্যে নেদারল্যান্ডসকে করেছে দুবার। দ্বিতীয় সর্বোচ্চ টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার কীর্তি রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৯-১০ সালে এই কীর্তি গড়েছে অজিরা।
শুধু তাই নয়, গতকাল শ্রীলঙ্কা ভেঙেছে নিজেদের রেকর্ডও। ৬ হারে এ বছর ওয়ানডে শুরু করা লঙ্কানরা জিতেছে টানা ১১ ম্যাচ। এর আগে টানা ১০ ওয়ানডে জয়ের রেকর্ড ছিল লঙ্কানদের দুই বার। ২০০৪ ও ২০১৩—এই দুবার এমন কীর্তি গড়েছিল লঙ্কানরা।
ওয়ানডেতে প্রতিপক্ষকে টানা কয়েক ম্যাচ অলআউট করার রেকর্ড:
১১: শ্রীলঙ্কা (২০২৩)
১০: অস্ট্রেলিয়া (২০০৯-১০)
১০: দক্ষিণ আফ্রিকা (২০১৩-১৪)
৯: পাকিস্তান (১৯৯৯-২০০০)
৯: পাকিস্তান (১৯৯৬)
ওয়ানডেতে শ্রীলঙ্কার টানা ম্যাচ জয়:
১১ (জুন ২০২৩ থেকে চলছে)
১০ (ফেব্রুয়ারি ২০০৪ থেকে জুলাই ২০০৪)
১০ (ডিসেম্বর ২০১৩ থেকে মে ২০১৪)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫