এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এমন কোনো রাজনৈতিক বৈরিতা নেই যে সে দেশে খেলতে যেতে পারবে না। আজ ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রুপ পর্বের দুটি ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে।
পাকিস্তানে ম্যাচ খেলবে বাংলাদেশের গ্রুপ সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কাও। সেখানে একটি ম্যাচ আছে নেপালেরও। গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই গ্রুপের সব ম্যাচই হবে পাকিস্তানে। ‘এ’ গ্রুপ থেকে একটি ম্যাচ হবে পাকিস্তানে। ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। এই ৪ ম্যাচের বাইরে আর কোনো ম্যাচ রাখেনি এসিসি। টুর্নামেন্টের বাকি ৯ ম্যাচ আগের ঘোষণা অনুযায়ী শ্রীলঙ্কাতেই হবে।
আগে থেকেই ভারত বলে আসছে পাকিস্তানে খেলতে যাবে না তারা। সেটিই আজ আরেকবার নিশ্চিত করলেন, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে ডারবানে আসা পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে বিসিসিআইয়ের সচিব এবং এসিসির সভাপতি জয় শাহর সাক্ষাতের পর বিষয়টি নিশ্চিত করেছেন ধুমাল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ধুমাল বলেছেন, ‘পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে আগের আলোচনা অনুযায়ী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছেন আমাদের সচিব। পাকিস্তানে গ্রুপ পর্বের চারটি ম্যাচ হবে। ভারত-পাকিস্তানের ম্যাচ দুটিসহ শ্রীলঙ্কায় ৯ ম্যাচ হবে। এমনকি ফাইনালে উঠলে তৃতীয় ম্যাচটাও হবে সেখানে।’
দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এবারের এশিয়া কাপ হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। সেই অনুযায়ী টুর্নামেন্টে শুরুর সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩১ আগস্ট শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।
এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, তাদের সব ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এমন কোনো রাজনৈতিক বৈরিতা নেই যে সে দেশে খেলতে যেতে পারবে না। আজ ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গ্রুপ পর্বের দুটি ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে।
পাকিস্তানে ম্যাচ খেলবে বাংলাদেশের গ্রুপ সঙ্গী আফগানিস্তান ও শ্রীলঙ্কাও। সেখানে একটি ম্যাচ আছে নেপালেরও। গতবারের মতো এবারও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট হবে ছয় দলের। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এই গ্রুপের সব ম্যাচই হবে পাকিস্তানে। ‘এ’ গ্রুপ থেকে একটি ম্যাচ হবে পাকিস্তানে। ম্যাচটিতে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল। এই ৪ ম্যাচের বাইরে আর কোনো ম্যাচ রাখেনি এসিসি। টুর্নামেন্টের বাকি ৯ ম্যাচ আগের ঘোষণা অনুযায়ী শ্রীলঙ্কাতেই হবে।
আগে থেকেই ভারত বলে আসছে পাকিস্তানে খেলতে যাবে না তারা। সেটিই আজ আরেকবার নিশ্চিত করলেন, আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিতে ডারবানে আসা পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে বিসিসিআইয়ের সচিব এবং এসিসির সভাপতি জয় শাহর সাক্ষাতের পর বিষয়টি নিশ্চিত করেছেন ধুমাল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে ধুমাল বলেছেন, ‘পিসিবির প্রধান জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করে আগের আলোচনা অনুযায়ী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছেন আমাদের সচিব। পাকিস্তানে গ্রুপ পর্বের চারটি ম্যাচ হবে। ভারত-পাকিস্তানের ম্যাচ দুটিসহ শ্রীলঙ্কায় ৯ ম্যাচ হবে। এমনকি ফাইনালে উঠলে তৃতীয় ম্যাচটাও হবে সেখানে।’
দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এবারের এশিয়া কাপ হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। সেই অনুযায়ী টুর্নামেন্টে শুরুর সম্ভাব্য তারিখও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ৩১ আগস্ট শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ১৭ সেপ্টেম্বর। তবে এখনো পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫