Ajker Patrika

সাকিবের সেঞ্চুরির পরও যুবাদের বড় হার 

আপডেট : ০৩ মে ২০২৩, ২০: ১১
সাকিবের সেঞ্চুরির পরও যুবাদের বড় হার 

পাকিস্তানের প্রথম ইনিংসের ব্যাটিংয়েই চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শারিয়ার সাকিবের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আভাসও দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ রক্ষা হলো না। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র যুব টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

৩ উইকেটে ১৬৬ রান নিয়ে আজ চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। সাকিব ৪৭ ও একান্ত শেখ ৫ রানে ছিলেন অপরাজিত। একান্ত ১০ রানে ফিরলেও একাই লড়ে গেছেন সাকিব। আলি আসফান্দের এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে খেলেছেন ২৩৫ বলে ১০৬ রানের লড়াকু এক ইনিংস। ৬ উইকেটে ২৬২ রান করা বাংলাদেশ অলআউট হয় ২৯২ রানে। ২২ রানের লক্ষ্যে নেমে দুই পাকিস্তানি ওপেনার আজান আওয়াইস-শাহজাইব খান ৬.৩ ওভারে খেলা শেষ করে দেন। শাহজাইব ১৫ ও আওয়াইস ৪ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই বাঁহাতি স্পিনার আসফান্দ ও আরাফাত মিনহাজ। ৬৬ রান দিয়ে আসফান্দ নেন ৪ উইকেট। আর ৪৯ রান দিয়ে মিনহাজ নিয়েছেন ৩ উইকেট।

এর আগে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ১৪৯ রান। এরপর পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ৪২০ রান। শাহজাইব একাই করেন ১৭৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত