নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে চোটে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তাঁর। প্রায় ৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তবে চোটের দুনিয়ায় ঠিক কত দিন দলে স্থায়ী থাকতে পারবেন, সেটা জানেন না এই পেস অলরাউন্ডার।
ক্রিকেটারদের সঙ্গে চোট ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যেকোনো সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে চোটে পড়ে ছিটকে পড়েন তারা। চোটের জন্য লম্বা সময় খেলার বাইরে থাকতে হয় তাদের। সাইফউদ্দিনকেও চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে থাকতে হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সংস্করণের দল দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি।
গত কয়েক দিন ধরে মিরপুরে অনুশীলন করেছেন সাইফউদ্দিন। আগামী ২২ তারিখ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে উইন্ডিজে যাওয়ার কথা তাঁর। আজ মিরপুরে জিম সেশনের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যারা অনেক ভাগ্যবান, তারা চোট ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশির ভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও চোটের ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’
লম্বা সময় পর ফেরার চ্যালেঞ্জটা কেমন হবে, জানতে চাইলে এই পেসার বলেন, ‘কোনো চ্যালেঞ্জ নেই। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। কোনো লক্ষ্য নির্ধারণ করিনি। দলের জয়ে ১০ রানও গুরুত্বপূর্ণ হলে সেটা আমার জন্যও গুরুত্বপূর্ণ। দলের জন্য উইকেট কাজে লাগলে এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝ পথে চোটে পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। এরপর বেশ কয়েকটি সিরিজে খেলা হয়নি তাঁর। প্রায় ৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন তিনি। তবে চোটের দুনিয়ায় ঠিক কত দিন দলে স্থায়ী থাকতে পারবেন, সেটা জানেন না এই পেস অলরাউন্ডার।
ক্রিকেটারদের সঙ্গে চোট ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যেকোনো সিরিজ শুরুর আগে কিংবা মাঝপথে চোটে পড়ে ছিটকে পড়েন তারা। চোটের জন্য লম্বা সময় খেলার বাইরে থাকতে হয় তাদের। সাইফউদ্দিনকেও চোটের কারণে জাতীয় দল থেকে বাইরে থাকতে হয়েছিল। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা বলের সংস্করণের দল দিয়ে জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তিনি।
গত কয়েক দিন ধরে মিরপুরে অনুশীলন করেছেন সাইফউদ্দিন। আগামী ২২ তারিখ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের সঙ্গে উইন্ডিজে যাওয়ার কথা তাঁর। আজ মিরপুরে জিম সেশনের পর সাংবাদিকদের তিনি বলেছেন, ‘যারা অনেক ভাগ্যবান, তারা চোট ছাড়া অনেক দিন খেলে যেতে পারে। বেশির ভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও চোটের ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই।’
লম্বা সময় পর ফেরার চ্যালেঞ্জটা কেমন হবে, জানতে চাইলে এই পেসার বলেন, ‘কোনো চ্যালেঞ্জ নেই। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব। কোনো লক্ষ্য নির্ধারণ করিনি। দলের জয়ে ১০ রানও গুরুত্বপূর্ণ হলে সেটা আমার জন্যও গুরুত্বপূর্ণ। দলের জন্য উইকেট কাজে লাগলে এটাই আমার জন্য গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে