Ajker Patrika

লিটনই কি তাহলে অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২৩, ০৯: ৫১
লিটনই কি তাহলে অধিনায়ক

নির্বাচকদের গতকাল বৈঠকে বসতে দেখে গুঞ্জন ছড়ায় ১৪ জুন আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট সামনে রেখে দ্রুত দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য গতকাল দল ঘোষণার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।

নান্নুর পাল্টা প্রশ্ন, ‘এত আগে কেন দল ঘোষণা হবে? ক্যাম্প শুরু হওয়ার আগে দেব।’ প্রধান নির্বাচক জানালেন, তামিমদের অনুশীলন শুরু ২৯ মে। দল ঘোষণা হতে পারে ২৮ মে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ সূত্রে জানা গেল, টেস্ট সামনে রেখে লাল বলের ক্যাম্প হলেও দলে থাকা সাদা বলের ক্রিকেটাররাও যোগ দেবেন অনুশীলনে। তবে তাঁরা অনুশীলন করবেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী নিজেদের মতো। 

গতকাল সভায় শুধু জাতীয় দলই নয়; নির্বাচকেরা আলোচনা করেছেন জুনের ইমার্জিং কাপ, সেপ্টেম্বরের এশিয়ান গেমস ও বাংলাদেশ ‘এ’ দল নিয়েও।

সাকিব আল হাসান চোটে পড়ায় প্রশ্ন উঠেছে আফগানদের বিপক্ষে টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কে? নান্নু বলছেন, ‘আমরা জানি, সহ-অধিনায়কই হবে অধিনায়ক। এ ছাড়া অন্য খবর জানা নেই।’ নান্নুর কথায় পরিষ্কার, সব ঠিক থাকলে আফগানদের বিপক্ষে টেস্টে সাকিবের জায়গায় সহ-অধিনায়ক লিটন দাসই অধিনায়কত্ব করবেন ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত