নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবার বিপিএল খেলছেন ফাফ ডু প্লেসি। কুমিল্লা ভিক্টোরিয়ানসে হয়ে এর মধ্যে তিন ম্যাচে মাঠে নেমেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। কুমিল্লায় ডু প্লেসি সতীর্থ হিসেবে পেয়েছেন লিটন কুমার দাসকে। বিপিএলে কুমিল্লার প্রথম দুই ম্যাচে ছিলেন না লিটন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ প্রথমবার মাঠে নামেন তিনি। ডু প্লেসির সঙ্গে দারুণ এক জুটিও গড়েন লিটন।
ইনিংসের শুরুতে প্রথম উইকেট হারানোর পর লিটন-ডু প্লেসির জুটিই মূলত কুমিল্লাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুজনের জুটি থেকে আসে ৮০ রান। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে যে ফুল ফুটিয়েছিলেন, লিটন সেটা ফিরিয়ে আনলেন বিপিএলেও। ৩৪ বলে ৫ চার আর এক ছক্কায় খেলেন ৪৭ রানের ইনিংস। আগের দুই ম্যাচে রানের দেখা না পাওয়া ডু প্লেসিও অপরাজিত থেকে করেন ৮৩ রান।
মাঠের মতো মাঠের বাইরেও দুজনের রসায়ন ভালোই জমে উঠেছে। বিরতি থেকে ফিরে কুমিল্লার অনুশীলনে ডু প্লেসির সঙ্গে লিটনকে সময় কাটাতে দেখা গেছে। লাল বলের ক্রিকেটে গত দেড় বছরে দারুণ ধারাবাহিক লিটন সাদা বলে ফিরলেই যেন নিজেকে হারিয়ে খোঁজেন। ডু প্লেসির মতো একজনকে পেয়ে হয়তো নিজের ব্যাটিংয়ের ভালো-মন্দ জ্বালিয়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল লিটন লেখেন, ‘আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে ফাফ ডু প্লেসির সঙ্গে দারুণ একটা সেশন কাটালাম। সতীর্থ হিসেবে তার মতো খেলাটার একজন কিংবদন্তিকে পাওয়া দারুণ সৌভাগ্যের ব্যাপার।’
লিটনের ভালোবাসার উত্তর জানাতে ভুল করেননি ডু প্লেসি। বিপিএলের পর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশের পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া সিরিজে লিটনের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন জানিয়ে ডু প্লেসি লেখেন, ‘প্রিয় ভাই, তুমি অনেক উঁচু মানের মানুষ। তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনেক শুভকামনা। দক্ষিণ আফ্রিকা সিরিজে তোমার ওপর আমার বিশেষ নজর থাকবে।’
প্রথমবার বিপিএল খেলছেন ফাফ ডু প্লেসি। কুমিল্লা ভিক্টোরিয়ানসে হয়ে এর মধ্যে তিন ম্যাচে মাঠে নেমেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। কুমিল্লায় ডু প্লেসি সতীর্থ হিসেবে পেয়েছেন লিটন কুমার দাসকে। বিপিএলে কুমিল্লার প্রথম দুই ম্যাচে ছিলেন না লিটন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ প্রথমবার মাঠে নামেন তিনি। ডু প্লেসির সঙ্গে দারুণ এক জুটিও গড়েন লিটন।
ইনিংসের শুরুতে প্রথম উইকেট হারানোর পর লিটন-ডু প্লেসির জুটিই মূলত কুমিল্লাকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দুজনের জুটি থেকে আসে ৮০ রান। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে ব্যাটিংয়ে যে ফুল ফুটিয়েছিলেন, লিটন সেটা ফিরিয়ে আনলেন বিপিএলেও। ৩৪ বলে ৫ চার আর এক ছক্কায় খেলেন ৪৭ রানের ইনিংস। আগের দুই ম্যাচে রানের দেখা না পাওয়া ডু প্লেসিও অপরাজিত থেকে করেন ৮৩ রান।
মাঠের মতো মাঠের বাইরেও দুজনের রসায়ন ভালোই জমে উঠেছে। বিরতি থেকে ফিরে কুমিল্লার অনুশীলনে ডু প্লেসির সঙ্গে লিটনকে সময় কাটাতে দেখা গেছে। লাল বলের ক্রিকেটে গত দেড় বছরে দারুণ ধারাবাহিক লিটন সাদা বলে ফিরলেই যেন নিজেকে হারিয়ে খোঁজেন। ডু প্লেসির মতো একজনকে পেয়ে হয়তো নিজের ব্যাটিংয়ের ভালো-মন্দ জ্বালিয়ে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল লিটন লেখেন, ‘আগামীকালের (আজ) ম্যাচ নিয়ে ফাফ ডু প্লেসির সঙ্গে দারুণ একটা সেশন কাটালাম। সতীর্থ হিসেবে তার মতো খেলাটার একজন কিংবদন্তিকে পাওয়া দারুণ সৌভাগ্যের ব্যাপার।’
লিটনের ভালোবাসার উত্তর জানাতে ভুল করেননি ডু প্লেসি। বিপিএলের পর ঘরের মাঠে আফগানিস্তান সিরিজ শেষ করে বাংলাদেশের পরবর্তী গন্তব্য দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া সিরিজে লিটনের দিকে বিশেষ দৃষ্টি রাখবেন জানিয়ে ডু প্লেসি লেখেন, ‘প্রিয় ভাই, তুমি অনেক উঁচু মানের মানুষ। তোমার আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অনেক শুভকামনা। দক্ষিণ আফ্রিকা সিরিজে তোমার ওপর আমার বিশেষ নজর থাকবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫