নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোমরের ব্যথায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তামিম ইকবালের। ছিটকে পড়ার আগে অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তামিম। আগামী পরশু আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও পর্যবেক্ষণে আছেন তামিম।
আজ চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিমের অবস্থার কথা জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেছেন, ‘আমি কারও মেডিকেল ইতিহাস নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনে তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পরশু চট্টগ্রামে গেছে বাংলাদেশ দলে। সেদিনই সন্ধ্যায় ঐচ্ছিক অনুশীলন করেছেন লিটন দাসরা। বাংলাদেশ দল অনুশীলন করেছে গতকালও। গতকালের অনুশীলন অবশ্য সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। দলকে ‘ক্লোজ ডোর’ অনুশীলন করিয়েছেন হাথুরুসিংহে। আজকের মতো গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম। এক দিন পরেই যেহেতু সিরিজ শুরু হচ্ছে, স্বাভাবিকভাবে আলোচনায় তাঁর সেরে ওঠা।
তামিম যেহেতু দলের অধিনায়ক, তিনি খেলতে পারলে অধিনায়কের ব্যাপারেও ভাবতে হবে। হাথুরুসিংহে অবশ্য তাঁর দলে বিকল্প অধিনায়কের ছড়াছড়ি দেখছেন, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন।’
কোমরের ব্যথায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হয়নি তামিম ইকবালের। ছিটকে পড়ার আগে অবশ্য বিসিবির মেডিকেল বিভাগের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তামিম। আগামী পরশু আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও পর্যবেক্ষণে আছেন তামিম।
আজ চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে তামিমের অবস্থার কথা জানিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ দলের প্রধান কোচ বলেছেন, ‘আমি কারও মেডিকেল ইতিহাস নিয়ে এখানে আলোচনা করতে যাচ্ছি না। সে (তামিম ইকবাল) দুই দিন অনুশীলন করেছে। এখন পর্যন্ত ভালো। রিকভার করছে কি না অনুশীলনে তার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পরশু চট্টগ্রামে গেছে বাংলাদেশ দলে। সেদিনই সন্ধ্যায় ঐচ্ছিক অনুশীলন করেছেন লিটন দাসরা। বাংলাদেশ দল অনুশীলন করেছে গতকালও। গতকালের অনুশীলন অবশ্য সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। দলকে ‘ক্লোজ ডোর’ অনুশীলন করিয়েছেন হাথুরুসিংহে। আজকের মতো গত দুই দিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম। এক দিন পরেই যেহেতু সিরিজ শুরু হচ্ছে, স্বাভাবিকভাবে আলোচনায় তাঁর সেরে ওঠা।
তামিম যেহেতু দলের অধিনায়ক, তিনি খেলতে পারলে অধিনায়কের ব্যাপারেও ভাবতে হবে। হাথুরুসিংহে অবশ্য তাঁর দলে বিকল্প অধিনায়কের ছড়াছড়ি দেখছেন, ‘নির্বাচকদের জন্য এটি দারুণ প্রশ্ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু হলে নির্বাচকেরা সিদ্ধান্ত নেবেন।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫