ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের ব্যাটারদের ভরাডুবি চোখে পড়ার মতো। ব্যর্থ ব্যাটিং লাইনআপে শুধু মুমিনুল হকের সেঞ্চুরিটাই—যা একটু প্রাপ্তি। এই সেঞ্চুরিতে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে গতকাল। পাঁচ দিন পর্যন্ত খেলা গড়িয়েছে ঠিকই, তবে কার্যত দুই দিনও লাগেনি ম্যাচ শেষ হতে। ৭ উইকেটে বাংলাদেশের পরাজয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। র্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মুমিনুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৫১। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৪ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন তিনি। এটা তাঁর টেস্টে ১৩তম সেঞ্চুরি।
মুমিনুল যেমন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন, বোলিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৫৫১। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে তাঁর স্পিন ভেলকি দেখা গেছে। কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানে নিয়েছেন ৪ উইকেট। শুবমান গিল, ঋষভ পন্ত, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন—স্বাগতিকদের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন সাকিব। বিশেষ করে কোহলিকে বোল্ড করে সাকিবের উদ্যাপন ছিল দেখার মতো। কানপুরের মাঠেই বাংলাদেশের জার্সিতে খুব সম্ভবত শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব।
ভারতের বিপক্ষে টেস্টে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন মিরাজ। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৬৪০। কানপুরে প্রথম ইনিংসে সাকিবের সঙ্গে তাল মিলিয়ে মিরাজ নিয়েছেন ৪ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জসপ্রীত বুমরা। রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলার এখন বুমরা। এক ধাপ এগোনো বুমরার রেটিং পয়েন্ট ৮৭০। দুইয়ে থাকা অশ্বিনের রেটিং ৮৬৯। ১১ উইকেট নিয়ে বুমরা, অশ্বিন দুজনেই বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি, যেখানে অলরাউন্ড পারফরম্যান্সে অশ্বিন হয়েছেন সিরিজসেরা।
নিউজিল্যান্ডকে কদিন আগে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ৩০৯ রান করে সাড়া ফেলে দিয়েছেন কামিন্দু মেন্ডিস। এতে করে টেস্টে ৮ ম্যাচে ১৩ ইনিংসে তাঁর রান ১০০৪ রান। লঙ্কান এই তরুণ ক্রিকেটারের গড় ৯১.২৭। স্যার ডন ব্র্যাডম্যানের গড়কে (৯৯.৯৪) চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন কামিন্দু। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে বর্তমানে ১১ নম্বরে অবস্থান করা কামিন্দুর রেটিং পয়েন্ট ৭১৬। আগের মতোই র্যাঙ্কিংয়ের ১ ও ২ নম্বর ব্যাটারের স্থান ধরে রেখেছেন জো রুট ও কেইন উইলিয়ামসন। রুট ও উইলিয়ামসনের রেটিং ৮৯৯ ও ৮২৯।
আরও পড়ুন:
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে রীতিমতো বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশের ব্যাটারদের ভরাডুবি চোখে পড়ার মতো। ব্যর্থ ব্যাটিং লাইনআপে শুধু মুমিনুল হকের সেঞ্চুরিটাই—যা একটু প্রাপ্তি। এই সেঞ্চুরিতে আইসিসি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন মুমিনুল।
কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে গতকাল। পাঁচ দিন পর্যন্ত খেলা গড়িয়েছে ঠিকই, তবে কার্যত দুই দিনও লাগেনি ম্যাচ শেষ হতে। ৭ উইকেটে বাংলাদেশের পরাজয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। র্যাঙ্কিংয়ে দেখা যায়, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন মুমিনুল। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৫৫১। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৯৪ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন তিনি। এটা তাঁর টেস্টে ১৩তম সেঞ্চুরি।
মুমিনুল যেমন ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন, বোলিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে এসেছেন সাকিব। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৫৫১। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে তাঁর স্পিন ভেলকি দেখা গেছে। কানপুরের গ্রিন পার্কে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৮ রানে নিয়েছেন ৪ উইকেট। শুবমান গিল, ঋষভ পন্ত, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন—স্বাগতিকদের এই চার ব্যাটারকে ফিরিয়েছেন সাকিব। বিশেষ করে কোহলিকে বোল্ড করে সাকিবের উদ্যাপন ছিল দেখার মতো। কানপুরের মাঠেই বাংলাদেশের জার্সিতে খুব সম্ভবত শেষ টেস্ট খেলে ফেলেছেন সাকিব।
ভারতের বিপক্ষে টেস্টে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন মিরাজ। টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ৬৪০। কানপুরে প্রথম ইনিংসে সাকিবের সঙ্গে তাল মিলিয়ে মিরাজ নিয়েছেন ৪ উইকেট। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জসপ্রীত বুমরা। রবিচন্দ্রন অশ্বিনকে হটিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বর বোলার এখন বুমরা। এক ধাপ এগোনো বুমরার রেটিং পয়েন্ট ৮৭০। দুইয়ে থাকা অশ্বিনের রেটিং ৮৬৯। ১১ উইকেট নিয়ে বুমরা, অশ্বিন দুজনেই বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি, যেখানে অলরাউন্ড পারফরম্যান্সে অশ্বিন হয়েছেন সিরিজসেরা।
নিউজিল্যান্ডকে কদিন আগে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ ৩০৯ রান করে সাড়া ফেলে দিয়েছেন কামিন্দু মেন্ডিস। এতে করে টেস্টে ৮ ম্যাচে ১৩ ইনিংসে তাঁর রান ১০০৪ রান। লঙ্কান এই তরুণ ক্রিকেটারের গড় ৯১.২৭। স্যার ডন ব্র্যাডম্যানের গড়কে (৯৯.৯৪) চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন কামিন্দু। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে বর্তমানে ১১ নম্বরে অবস্থান করা কামিন্দুর রেটিং পয়েন্ট ৭১৬। আগের মতোই র্যাঙ্কিংয়ের ১ ও ২ নম্বর ব্যাটারের স্থান ধরে রেখেছেন জো রুট ও কেইন উইলিয়ামসন। রুট ও উইলিয়ামসনের রেটিং ৮৯৯ ও ৮২৯।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫