একই ভেন্যুতে খেলা বলেই কি না আগের ম্যাচের ঘোর থেকে বের হতে পারেনি পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাবর আজমকে দেখে তেমনটাই মনে হয়েছে। সাকিব আল হাসান বল হাত থেকে ছাড়তে না ছাড়তেই শুয়ে পড়লেন বাবর।
রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৮তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে বাবর সুইপ করার প্রস্তুতি নেন। বোলিং ছাড়ার মুহূর্তে কী মনে করে যেন থামলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার যেন বাবরের অ্যাকশন দেখেই বুঝতে পেরে এমনটা করেন। অ্যাকশনে চলে যাওয়া বাবর পিচে ব্যাট ছুঁয়ে শুয়ে পড়লেন। পাকিস্তানি এই ব্যাটার হয়তো প্রথম টেস্টে তাঁর সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করেন। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে সাকিব বল ছুড়তে যাবেন এই মুহূর্তে রিজওয়ান থেমে গিয়েছিলেন। তখন সাকিব রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছুড়ে মেরেছিলেন।
পিচে আজ শুয়ে পড়ার কিছুক্ষণ পর সাকিবের বলেই আউট হয়েছেন বাবর। ৫৪তম ওভারের দ্বিতীয় বলটা সাকিব অনেক নিচু করে ছাড়েন। ক্রস ব্যাটে ব্যাকফুটে বাবর খেলতে গেলে প্যাডে লেগে যায়। বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। নন–স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ানের মাথায় হাত উঠে গেছে। ৭৭ বলে ২ চারে ৩৭ রান করে আউট হয়েছেন বাবর।
বৃষ্টি বাগড়ায় রাওয়ালপিন্ডিতে গতকাল প্রথম দিনের খেলাই হয়নি। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৬১ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছে। রিজওয়ান ও সালমান আলী আগা ২৬ ও ৪ রানে ব্যাটিং করছেন।
একই ভেন্যুতে খেলা বলেই কি না আগের ম্যাচের ঘোর থেকে বের হতে পারেনি পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাবর আজমকে দেখে তেমনটাই মনে হয়েছে। সাকিব আল হাসান বল হাত থেকে ছাড়তে না ছাড়তেই শুয়ে পড়লেন বাবর।
রাওয়ালপিন্ডিতে আজ পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৮তম ওভারের ঘটনা। ওভারের পঞ্চম বলে বাবর সুইপ করার প্রস্তুতি নেন। বোলিং ছাড়ার মুহূর্তে কী মনে করে যেন থামলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার যেন বাবরের অ্যাকশন দেখেই বুঝতে পেরে এমনটা করেন। অ্যাকশনে চলে যাওয়া বাবর পিচে ব্যাট ছুঁয়ে শুয়ে পড়লেন। পাকিস্তানি এই ব্যাটার হয়তো প্রথম টেস্টে তাঁর সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করেন। রাওয়ালপিন্ডিতেই প্রথম টেস্টে সাকিব বল ছুড়তে যাবেন এই মুহূর্তে রিজওয়ান থেমে গিয়েছিলেন। তখন সাকিব রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছুড়ে মেরেছিলেন।
পিচে আজ শুয়ে পড়ার কিছুক্ষণ পর সাকিবের বলেই আউট হয়েছেন বাবর। ৫৪তম ওভারের দ্বিতীয় বলটা সাকিব অনেক নিচু করে ছাড়েন। ক্রস ব্যাটে ব্যাকফুটে বাবর খেলতে গেলে প্যাডে লেগে যায়। বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করলে আম্পায়ার আঙুল তুলে দেন। নন–স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ানের মাথায় হাত উঠে গেছে। ৭৭ বলে ২ চারে ৩৭ রান করে আউট হয়েছেন বাবর।
বৃষ্টি বাগড়ায় রাওয়ালপিন্ডিতে গতকাল প্রথম দিনের খেলাই হয়নি। দ্বিতীয় দিনে আজ শুরু হয়েছে ম্যাচ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৬১ ওভারে ৫ উইকেটে ১৯৫ রান করেছে। রিজওয়ান ও সালমান আলী আগা ২৬ ও ৪ রানে ব্যাটিং করছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫