নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেট হারিয়ে ১২৭ রান। এখান থেকে আফগানদের অল্প রানে বেঁধে রাখার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু কাজটা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। শেষ ২ ওভারে মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ রান তুলেছে আফগানরা। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে।
বাংলাদেশের লক্ষ্য ১৬১ রান। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে বেশ আঁটসাঁট বোলিং করে বাংলাদেশ। রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে আফগান ব্যাটারদের। দলীয় ১৯ রানে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে হজরতউল্লাহ জাজাইকে ফেরান তাসকিন আহমেদ। ১৬ বলে ১৫ রান জাজাই। দলীয় ৬২ রানে রহমতউল্লাহ গুরবাজকে আউট করেন সাকিব আল হাসান। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান গুরবাজ।
এরপর দ্রুতই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। একে একে আউট হন দারউশ রাসুলি (১২), ইব্রাহিম জাদরান (৪৬) ও নাজিবুল্লাহ জাদরান (৫)। তবে ইনিংসের শেষ দিকে আফগান অধিনায়ক নবীর ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারান বাংলাদেশের বোলাররা। ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন নবী।
৪ ওভারে ২৪ রান ২ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ফেরার ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারে নবীর কাছে বেধড়ক পিটুনি খেয়ে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন সাকিব। দুটি উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়ার পথে তাসকিনের খরচ ৩০ রান।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
১৮ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেট হারিয়ে ১২৭ রান। এখান থেকে আফগানদের অল্প রানে বেঁধে রাখার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু কাজটা করতে পারেননি বাংলাদেশের বোলাররা। শেষ ২ ওভারে মোহাম্মদ নবীর ঝোড়ো ব্যাটিংয়ে ৩৩ রান তুলেছে আফগানরা। শেষ পর্যন্ত আফগানিস্তানের ইনিংস থেমেছে ৭ উইকেট হারিয়ে ১৬০ রানে।
বাংলাদেশের লক্ষ্য ১৬১ রান। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। শুরু থেকে বেশ আঁটসাঁট বোলিং করে বাংলাদেশ। রান তুলতে বেশ সংগ্রাম করতে হয়েছে আফগান ব্যাটারদের। দলীয় ১৯ রানে মোসাদ্দেক হোসেনের ক্যাচ বানিয়ে হজরতউল্লাহ জাজাইকে ফেরান তাসকিন আহমেদ। ১৬ বলে ১৫ রান জাজাই। দলীয় ৬২ রানে রহমতউল্লাহ গুরবাজকে আউট করেন সাকিব আল হাসান। আফিফ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৭ রান গুরবাজ।
এরপর দ্রুতই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। একে একে আউট হন দারউশ রাসুলি (১২), ইব্রাহিম জাদরান (৪৬) ও নাজিবুল্লাহ জাদরান (৫)। তবে ইনিংসের শেষ দিকে আফগান অধিনায়ক নবীর ঝোড়ো ব্যাটিংয়ে খেই হারান বাংলাদেশের বোলাররা। ১৭ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন নবী।
৪ ওভারে ২৪ রান ২ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। ফেরার ম্যাচে ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিজের শেষ ওভারে নবীর কাছে বেধড়ক পিটুনি খেয়ে ৪ ওভারে ৪৬ রান খরচ করেন সাকিব। দুটি উইকেট নেন বাংলাদেশ অধিনায়ক। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়ার পথে তাসকিনের খরচ ৩০ রান।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫