নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ফিরেছেন গত বছরের জানুয়ারিতে। ১৪ মাসের এই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের নতুন অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাংলাদেশের ড্রেসিংরুমে তাক লাগিয়ে দিচ্ছেন একের পর এক নতুন জিনিস নিয়ে এসে।
‘দ্য টাইগার্স কোড’ নামের নির্দেশিকা বই, মেরুন জ্যাকেট, গোল্ডেন স্টাম্প—এসব জিনিস নতুন মেয়াদে হাথুরু কোচ হয়ে আসার পর এসেছেন ড্রেসিংরুমে। যার মধ্যে মেরুন জ্যাকেট দেওয়া হয় ম্যাচের সেরা পারফরমারকে অনুপ্রাণিত করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ তাদের ফেসবুক পেজে ‘মেরুন জ্যাকেটের গল্প’ শিরোনামে একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, মেরুন জ্যাকেট পরে মেহেদী হাসান মিরাজ নাচানাচি করছেন। শুধু তাই নয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো তারকাদেরকেও এই জ্যাকেট পরতে দেখা গেছে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা একসঙ্গে মিলে গান গাইছেন ‘আমরা করব জয়’। তখন নিচে লেখা ছিল ২০২৩ সাল।
শুধু মিরাজ-মাহমুদউল্লাহরাই নন, সদ্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে পরিচিত হওয়া জাকের আলী অনিককেও মেরুন জ্যাকেট পরতে দেখা গেছে। জাকেরকে কোচ হাথুরুসিংহে এই জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। যেখানে ৪ মার্চ জাকের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জ্যাকেটের ওপর এক কোনায় ছোট করে লেখা জাকেরের নাম। কোন দলের বিপক্ষে, কয় তারিখের ইনিংস-এসবও লেখা রয়েছে।
বিসিবি প্রকাশিত ভিডিওতে মেরুন জ্যাকেট নিয়ে কথা বলতে দেখা গেছে বিসিবি ম্যানেজার নাফিস ইকবালকে। নাফিস বলেন, ‘এই মেরুন জ্যাকেটের ধারণাটা আসলে এসেছে একটা গান থেকে। যেখানে একটা ব্যান্ডকে দেখা যায় যে একজন মেরুন জ্যাকেট পরে সেটাকে (ব্যান্ড) অনুপ্রাণিত করে। প্রথমে ব্যান্ডটা খুবই নার্ভাস থাকে। তখন তাদের প্রস্তুতি চলছিল। হঠাৎ করে তখন একজন এসে গানটা এত সুন্দর করে গায়, সবাইকে পুরো উত্তেজিত করে ফেলে। সেই ধারণাটাই এখানে নিয়ে আসা হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যে হবে শুধু তাকেই দেওয়া হবে, এমনটা নয়। ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ ওভার, একটা ছোট ইনিংস—যেটা ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে পারে, তেমন একজন পারফর্মারকে মেরুন জ্যাকেটটাকে দিয়ে থাকি।’ হাথুরুসিংহেকেও দেখা গেছে জ্যাকেট নিয়ে কথা বলতে।
চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে ফিরেছেন গত বছরের জানুয়ারিতে। ১৪ মাসের এই সময়ে বাংলাদেশের ক্রিকেটারদের নতুন অনেক কিছুর সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। বাংলাদেশের ড্রেসিংরুমে তাক লাগিয়ে দিচ্ছেন একের পর এক নতুন জিনিস নিয়ে এসে।
‘দ্য টাইগার্স কোড’ নামের নির্দেশিকা বই, মেরুন জ্যাকেট, গোল্ডেন স্টাম্প—এসব জিনিস নতুন মেয়াদে হাথুরু কোচ হয়ে আসার পর এসেছেন ড্রেসিংরুমে। যার মধ্যে মেরুন জ্যাকেট দেওয়া হয় ম্যাচের সেরা পারফরমারকে অনুপ্রাণিত করতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ তাদের ফেসবুক পেজে ‘মেরুন জ্যাকেটের গল্প’ শিরোনামে একটা ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, মেরুন জ্যাকেট পরে মেহেদী হাসান মিরাজ নাচানাচি করছেন। শুধু তাই নয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের মতো তারকাদেরকেও এই জ্যাকেট পরতে দেখা গেছে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা একসঙ্গে মিলে গান গাইছেন ‘আমরা করব জয়’। তখন নিচে লেখা ছিল ২০২৩ সাল।
শুধু মিরাজ-মাহমুদউল্লাহরাই নন, সদ্য বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে পরিচিত হওয়া জাকের আলী অনিককেও মেরুন জ্যাকেট পরতে দেখা গেছে। জাকেরকে কোচ হাথুরুসিংহে এই জ্যাকেট পরিয়ে দিচ্ছেন। যেখানে ৪ মার্চ জাকের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ বলে ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। জ্যাকেটের ওপর এক কোনায় ছোট করে লেখা জাকেরের নাম। কোন দলের বিপক্ষে, কয় তারিখের ইনিংস-এসবও লেখা রয়েছে।
বিসিবি প্রকাশিত ভিডিওতে মেরুন জ্যাকেট নিয়ে কথা বলতে দেখা গেছে বিসিবি ম্যানেজার নাফিস ইকবালকে। নাফিস বলেন, ‘এই মেরুন জ্যাকেটের ধারণাটা আসলে এসেছে একটা গান থেকে। যেখানে একটা ব্যান্ডকে দেখা যায় যে একজন মেরুন জ্যাকেট পরে সেটাকে (ব্যান্ড) অনুপ্রাণিত করে। প্রথমে ব্যান্ডটা খুবই নার্ভাস থাকে। তখন তাদের প্রস্তুতি চলছিল। হঠাৎ করে তখন একজন এসে গানটা এত সুন্দর করে গায়, সবাইকে পুরো উত্তেজিত করে ফেলে। সেই ধারণাটাই এখানে নিয়ে আসা হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যে হবে শুধু তাকেই দেওয়া হবে, এমনটা নয়। ম্যাচের কোনো গুরুত্বপূর্ণ ওভার, একটা ছোট ইনিংস—যেটা ম্যাচের মোমেন্টাম পরিবর্তন করতে পারে, তেমন একজন পারফর্মারকে মেরুন জ্যাকেটটাকে দিয়ে থাকি।’ হাথুরুসিংহেকেও দেখা গেছে জ্যাকেট নিয়ে কথা বলতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫