দক্ষিণ আফ্রিকায় কদিন আগে হওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মারুফা আকতার। বয়সভিত্তিক বিশ্বকাপের ফর্ম মারুফা ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে শ্রীলঙ্কার ইনিংসে কাঁপন ধরিয়েছিলেন বাংলাদেশি এই পেসার।
শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে আসেন মারুফা আকতার। ওভারের তৃতীয় বলে চামারি আতাপাত্তুর উইকেট তুলে নেন মারুফা আক্তার। মারুফাকে তুলে মারতে গিয়ে মিড অনে লতা মন্ডলের তালুবন্দী হন লঙ্কান অধিনায়ক। নিজের করা প্রথম ওভার উইকেট মেডেন দেন মারুফা। দুই ওভার পর বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ভিস্মি গুনারত্নেকে কট অ্যান্ড বোল্ড করেন মারুফা। ঠিক তার পরের বলেই আনুশকা সঞ্জীবনীকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুফা। বাংলাদেশি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫ রান। আর মারুফা ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। যার মধ্যে ১ ওভার উইকেট মেডেন রয়েছে বাংলাদেশি এই পেসারের।
১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ধাক্কা ভালোভাবেই পরে সামলেছে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা ৭৯ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১০ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় লঙ্কানরা।
দক্ষিণ আফ্রিকায় কদিন আগে হওয়া নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মারুফা আকতার। বয়সভিত্তিক বিশ্বকাপের ফর্ম মারুফা ধরে রেখেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে শ্রীলঙ্কার ইনিংসে কাঁপন ধরিয়েছিলেন বাংলাদেশি এই পেসার।
শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করতে আসেন মারুফা আকতার। ওভারের তৃতীয় বলে চামারি আতাপাত্তুর উইকেট তুলে নেন মারুফা আক্তার। মারুফাকে তুলে মারতে গিয়ে মিড অনে লতা মন্ডলের তালুবন্দী হন লঙ্কান অধিনায়ক। নিজের করা প্রথম ওভার উইকেট মেডেন দেন মারুফা। দুই ওভার পর বোলিংয়ে এসে জোড়া ধাক্কা দেন। ষষ্ঠ ওভারের প্রথম বলে ভিস্মি গুনারত্নেকে কট অ্যান্ড বোল্ড করেন মারুফা। ঠিক তার পরের বলেই আনুশকা সঞ্জীবনীকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন মারুফা। বাংলাদেশি এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ২৫ রান। আর মারুফা ৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে নেন ৩ উইকেট। যার মধ্যে ১ ওভার উইকেট মেডেন রয়েছে বাংলাদেশি এই পেসারের।
১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর ধাক্কা ভালোভাবেই পরে সামলেছে শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা ৭৯ বলে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ১০ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় লঙ্কানরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫