পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড আগেই গড়ে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের কাছে আজ ছিল পাকিস্তানের বিপক্ষে রেকর্ডকে একটু ভিন্ন মাত্রা দেওয়ার। তবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগ হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের ৩১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫ রানেই। ইনিংসের পঞ্চম বলে সুমাইয়া আক্তারকে এলবিডব্লু বরেন সাদিয়া ইকবাল। ৩ বলে ১ চারে ৪ রান করেন সুমাইয়া। প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামিমা সুলতানা ও সোবহানা ৩৪ বলে ৩৩ রানের জুটি গড়ে সামাল দিয়েছেন প্রাথমিক ধাক্কা। সোবহানাকে ফিরিয়ে জুটি ভেঙেছেন নাশরা সান্ধু। ১৯ বলে ৩ চারে ১৭ রান করেন সোবহানা।
দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসে ভাঙন ধরা শুরু হয়। একের পর এক উইকেট হারানোয় ২ উইকেটে ৩৮ থেকে স্বাগতিকেরা হয়ে যায় ৬ উইকেটে ৫৯ রান। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তার, রিতু মণি-প্রত্যেকেই ৩ রান করে আউট হয়েছেন। এরপর ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হয়েছেন শামীমা। ৩৮ বলে ২ চারে ২৬ রান করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর শেষের দিকে শরীফা খাতুন ১১ বলে ৩ চারে ১৮ রান করলেও তা শুধু বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের ৩১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন মুনিবা। ৪৯ বলের ৮ চারে ৬১ রান করেন পাকিস্তানের এই ব্যাটার। যা পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৩ রানেই হারিয়েছিল প্রথম উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে বিসমাহ মারুফ ও মুনিবা আলির ৮৮ বলে ১০৬ রানের জুটিতে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। ১টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের রেকর্ড আগেই গড়ে ফেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের কাছে আজ ছিল পাকিস্তানের বিপক্ষে রেকর্ডকে একটু ভিন্ন মাত্রা দেওয়ার। তবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে সেই সুযোগ হয়নি বাংলাদেশের। স্বাগতিকদের ৩১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল।
১৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ৫ রানেই। ইনিংসের পঞ্চম বলে সুমাইয়া আক্তারকে এলবিডব্লু বরেন সাদিয়া ইকবাল। ৩ বলে ১ চারে ৪ রান করেন সুমাইয়া। প্রথম উইকেট পড়ার পর ব্যাটিংয়ে আসেন সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে শামিমা সুলতানা ও সোবহানা ৩৪ বলে ৩৩ রানের জুটি গড়ে সামাল দিয়েছেন প্রাথমিক ধাক্কা। সোবহানাকে ফিরিয়ে জুটি ভেঙেছেন নাশরা সান্ধু। ১৯ বলে ৩ চারে ১৭ রান করেন সোবহানা।
দ্বিতীয় উইকেটের জুটি ভাঙার পরই বাংলাদেশের ইনিংসে ভাঙন ধরা শুরু হয়। একের পর এক উইকেট হারানোয় ২ উইকেটে ৩৮ থেকে স্বাগতিকেরা হয়ে যায় ৬ উইকেটে ৫৯ রান। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তার, রিতু মণি-প্রত্যেকেই ৩ রান করে আউট হয়েছেন। এরপর ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হয়েছেন শামীমা। ৩৮ বলে ২ চারে ২৬ রান করেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর শেষের দিকে শরীফা খাতুন ১১ বলে ৩ চারে ১৮ রান করলেও তা শুধু বাংলাদেশের পরাজয়ের ব্যবধানটাই কমাতে পেরেছে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস। পাকিস্তানের ৩১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন মুনিবা। ৪৯ বলের ৮ চারে ৬১ রান করেন পাকিস্তানের এই ব্যাটার। যা পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান।
এর আগে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া পাকিস্তান ৩ রানেই হারিয়েছিল প্রথম উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে বিসমাহ মারুফ ও মুনিবা আলির ৮৮ বলে ১০৬ রানের জুটিতে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৩২ রান করেছে সফরকারীরা। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। ১টি করে উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫