নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ওপর রানের বোঝা চাপিয়ে দেওয়ারই যে পরিকল্পনা লঙ্কানদের। সেকারণে দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা। ব্যাটিংয়ের ব্যর্থতা আজ তৃতীয় দিনে বোলিংয়েই যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে যেন ক্যাচ মিসের পসরা সাজিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ফিল্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৭৮ রানে। ৩৫৩ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০০ রানের আগেই হারিয়েছে ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১২ রানেই ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হাসান মাহমুদকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান ডিমুথ করুণারত্নে। করুণারত্নে করেন ৫ বলে ৪ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিস (২ রান) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় ওভারের পঞ্চম বলে খালেদ আহমেদের ফুল লেংথ বল ড্রাইভ করতে যান মেন্ডিস। ইনসাইড এজ হয়ে বল লেগে যায় স্টাম্পে।
১৫ রানে ২ উইকেট পড়া শ্রীলঙ্কার স্কোর হতে পারত ৩ উইকেটে ৩৪ রান। তবে সেটা হয়নি বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায়। অষ্টম ওভারের প্রথম বলে হাসানের বল ডিফেন্স করতে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এজ হওয়া বল প্রথম স্লিপে শাহাদাত হোসেন দীপুর হাতে পৌঁছলেও সেটা তালুবন্দী করতে পারেননি। ম্যাথুসের রান তখন ৭। লঙ্কানদের তৃতীয় উইকেট পড়েছে দলীয় ৬০ রানে। ১৩তম ওভারের তৃতীয় বলে হাসানকে পয়েন্ট দিয়ে কাট করতে যান নিশান মাদুস্কা। তবে এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ। ৪৫ বলে ৫ চারে ৩৪ রান করেছেন মাদুশকা। তৃতীয় উইকেটে ৬০ বলে ৪৫ রানের জুটি গড়েন মাদুশকা ও ম্যাথুস।
একপ্রান্তে আগলে খেলতে থাকা ম্যাথুস দেখছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। বলতে গেলে হাসান একাই নাচাচ্ছেন শ্রীলঙ্কাকে। লঙ্কান ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংটাই এখানে দায়ী। ১৫তম ওভারের তৃতীয় বলে হাসানকে ফাইন লেগ দিয়ে চার মারেন দিনেশ চান্দিমাল। পরের বলে কাট করতে যান চান্দিমাল।এজ হওয়া বল এবার প্রথম স্লিপে তালুবন্দী করেন দীপু। ৭ বলে ২ চারে ৯ রান করেন চান্দিমাল। এক ওভার বিরতিতে এসে হাসান এবার ফেরান লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। ধনাঞ্জয়া খোচা দিতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন। লঙ্কান অধিনায়ক ১ রান করে আউট হলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ৫ উইকেটে ৭৮ রান।
শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেন কামিন্দু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৯ ওভারে ৫ উইকেটে ৮৯ রান। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত ম্যাথুস। মেরেছেন ৩ চার। কামিন্দু ১১ বলে ২ চারে ৯ রানে ব্যাটিং করছেন।
বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ ছিল শ্রীলঙ্কার সামনে। কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের ওপর রানের বোঝা চাপিয়ে দেওয়ারই যে পরিকল্পনা লঙ্কানদের। সেকারণে দ্বিতীয় ইনিংসে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা। ব্যাটিংয়ের ব্যর্থতা আজ তৃতীয় দিনে বোলিংয়েই যেন পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ।
চট্টগ্রাম টেস্টে যেন ক্যাচ মিসের পসরা সাজিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ফিল্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে ৫৩১ রানের পাহাড় গড়ে লঙ্কানরা। বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৭৮ রানে। ৩৫৩ রানে এগিয়ে থাকা লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০০ রানের আগেই হারিয়েছে ৫ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১২ রানেই ভেঙে যায় শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হাসান মাহমুদকে কাট করতে গিয়ে বোল্ড হয়ে যান ডিমুথ করুণারত্নে। করুণারত্নে করেন ৫ বলে ৪ রান। উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিস (২ রান) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় ওভারের পঞ্চম বলে খালেদ আহমেদের ফুল লেংথ বল ড্রাইভ করতে যান মেন্ডিস। ইনসাইড এজ হয়ে বল লেগে যায় স্টাম্পে।
১৫ রানে ২ উইকেট পড়া শ্রীলঙ্কার স্কোর হতে পারত ৩ উইকেটে ৩৪ রান। তবে সেটা হয়নি বাংলাদেশের ফিল্ডিং ব্যর্থতায়। অষ্টম ওভারের প্রথম বলে হাসানের বল ডিফেন্স করতে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। এজ হওয়া বল প্রথম স্লিপে শাহাদাত হোসেন দীপুর হাতে পৌঁছলেও সেটা তালুবন্দী করতে পারেননি। ম্যাথুসের রান তখন ৭। লঙ্কানদের তৃতীয় উইকেট পড়েছে দলীয় ৬০ রানে। ১৩তম ওভারের তৃতীয় বলে হাসানকে পয়েন্ট দিয়ে কাট করতে যান নিশান মাদুস্কা। তবে এক্সট্রা কাভারে ক্যাচ ধরেন মেহেদী হাসান মিরাজ। ৪৫ বলে ৫ চারে ৩৪ রান করেছেন মাদুশকা। তৃতীয় উইকেটে ৬০ বলে ৪৫ রানের জুটি গড়েন মাদুশকা ও ম্যাথুস।
একপ্রান্তে আগলে খেলতে থাকা ম্যাথুস দেখছেন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল। বলতে গেলে হাসান একাই নাচাচ্ছেন শ্রীলঙ্কাকে। লঙ্কান ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংটাই এখানে দায়ী। ১৫তম ওভারের তৃতীয় বলে হাসানকে ফাইন লেগ দিয়ে চার মারেন দিনেশ চান্দিমাল। পরের বলে কাট করতে যান চান্দিমাল।এজ হওয়া বল এবার প্রথম স্লিপে তালুবন্দী করেন দীপু। ৭ বলে ২ চারে ৯ রান করেন চান্দিমাল। এক ওভার বিরতিতে এসে হাসান এবার ফেরান লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাকে। ধনাঞ্জয়া খোচা দিতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের তালুবন্দী হয়েছেন। লঙ্কান অধিনায়ক ১ রান করে আউট হলে শ্রীলঙ্কার স্কোর হয়ে যায় ১৬.৩ ওভারে ৫ উইকেটে ৭৮ রান।
শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটার প্যাভিলিয়নে ফেরার পর সাত নম্বরে ব্যাটিংয়ে নামেন কামিন্দু মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে টানা তিন ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করেন কামিন্দু। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানরা ১৯ ওভারে ৫ উইকেটে ৮৯ রান। ৩৭ বলে ২৯ রানে অপরাজিত ম্যাথুস। মেরেছেন ৩ চার। কামিন্দু ১১ বলে ২ চারে ৯ রানে ব্যাটিং করছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫