ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন রিশাদ হোসেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। নতুন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ৬২৩। ডাম্বুলায় এ সপ্তাহের রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮৩ রানের জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি। ৩.২ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পেয়েছেন ৪ উইকেট। তাঁর সতীর্থ শরীফুল ইসলামও বড় লাফ দিয়েছেন সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে এখন ৫৭ নম্বরে শরীফুল।
উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং আশানুরূপ না হলেও বোলিংটা দারুণ হচ্ছে তাঁর। এখন পর্যন্ত দুই টি-টোয়েন্টি ৭.১৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। সমান ৯২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের সঙ্গে যৌথভাবে ৩৮ নম্বরে আফগানিস্তানের গুলবাদিন নাইব। এদিকে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী এই তালিকায় আগের মতোই দুই ও তিনে। স্টয়নিস ও ঐরির রেটিং পয়েন্ট ২১০ ও ২০৯।
রিশাদ-মিরাজদের উন্নতি হলেও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবরা পিছিয়েছেন আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়ে এখন ২৮ নম্বরে তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব র্যাঙ্কিংয়ের ৪৬ নম্বর বোলার। তিনি পিছিয়েছেন ১৮ ধাপ। তাসকিন, তানজিম সাকিব—বাংলাদেশের এই দুই বোলার ১০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই খেলেছেন। হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৬ নম্বরে। এদিকে শ্রীলঙ্কার নুয়ান তুষারা বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জ্যাকব ডাফি। দুই ও তিনে থাকা আদিল রশিদ ও বরুণ চক্রবর্তীর রেটিং পয়েন্ট ৭১০ ও ৭০৬।
লর্ডসে পরশু রেশ হওয়া ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্টের পর টেস্টে র্যাঙ্কিংয়ে অদলবদল হয়েছে। ২ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৮। ১ ধাপ এগিয়ে কেইন উইলিয়ামসন এখন টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ব্যাটার। কিউই এই তারকা ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৬৭। রুট, উইলিয়ামসন এগোনোয় শীর্ষস্থান খুইয়েছেন হ্যারি ব্রুক। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে এখন ব্রুক অবস্থান করছেন তিন নম্বরে। তিনি পিছিয়েছেন ২ ধাপ।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৬ নম্বরে স্কট বোল্যান্ড। জ্যামাইকায় পরশু রাতে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে হ্যাটট্রিক করেছেন বোল্যান্ড। জসপ্রীত বুমরা ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে। লর্ডস টেস্টে তিনি পেয়েছেন ৭ উইকেট। ৮৫১ ও ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে জায়গাটা ধরে রেখেছেন কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।
বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলম্বোর প্রেমাদাসায় শুরু হবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেয়েছেন রিশাদ হোসেন।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। নতুন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। তাঁর রেটিং পয়েন্ট ৬২৩। ডাম্বুলায় এ সপ্তাহের রোববার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৮৩ রানের জয়ে দারুণ অবদান রেখেছেন তিনি। ৩.২ ওভার বোলিং করে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দুই টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত পেয়েছেন ৪ উইকেট। তাঁর সতীর্থ শরীফুল ইসলামও বড় লাফ দিয়েছেন সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ২০ ধাপ এগিয়ে এখন ৫৭ নম্বরে শরীফুল।
উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে উঠে এসেছেন মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং আশানুরূপ না হলেও বোলিংটা দারুণ হচ্ছে তাঁর। এখন পর্যন্ত দুই টি-টোয়েন্টি ৭.১৪ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। সমান ৯২ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে মিরাজের সঙ্গে যৌথভাবে ৩৮ নম্বরে আফগানিস্তানের গুলবাদিন নাইব। এদিকে ২৫২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস ও নেপালের দীপেন্দ্র সিং ঐরী এই তালিকায় আগের মতোই দুই ও তিনে। স্টয়নিস ও ঐরির রেটিং পয়েন্ট ২১০ ও ২০৯।
রিশাদ-মিরাজদের উন্নতি হলেও তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিবরা পিছিয়েছেন আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে ৪ ধাপ পিছিয়ে এখন ২৮ নম্বরে তাসকিন আহমেদ। তানজিম হাসান সাকিব র্যাঙ্কিংয়ের ৪৬ নম্বর বোলার। তিনি পিছিয়েছেন ১৮ ধাপ। তাসকিন, তানজিম সাকিব—বাংলাদেশের এই দুই বোলার ১০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিটাই খেলেছেন। হাসান মাহমুদ ২ ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ৩৬ নম্বরে। এদিকে শ্রীলঙ্কার নুয়ান তুষারা বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। ৭২৩ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জ্যাকব ডাফি। দুই ও তিনে থাকা আদিল রশিদ ও বরুণ চক্রবর্তীর রেটিং পয়েন্ট ৭১০ ও ৭০৬।
লর্ডসে পরশু রেশ হওয়া ইংল্যান্ড-ভারত তৃতীয় টেস্টের পর টেস্টে র্যাঙ্কিংয়ে অদলবদল হয়েছে। ২ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৮৮৮। ১ ধাপ এগিয়ে কেইন উইলিয়ামসন এখন টেস্ট র্যাঙ্কিংয়ের দ্বিতীয় ব্যাটার। কিউই এই তারকা ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৬৭। রুট, উইলিয়ামসন এগোনোয় শীর্ষস্থান খুইয়েছেন হ্যারি ব্রুক। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে এখন ব্রুক অবস্থান করছেন তিন নম্বরে। তিনি পিছিয়েছেন ২ ধাপ।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ৬ নম্বরে স্কট বোল্যান্ড। জ্যামাইকায় পরশু রাতে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে হ্যাটট্রিক করেছেন বোল্যান্ড। জসপ্রীত বুমরা ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে। লর্ডস টেস্টে তিনি পেয়েছেন ৭ উইকেট। ৮৫১ ও ৮৩৮ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ও তিনে জায়গাটা ধরে রেখেছেন কাগিসো রাবাদা ও প্যাট কামিন্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে