নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপের দলে যুক্ত হলেন মোহাম্মদ নাঈম। আগে ঘোষিত ১৭ সদস্যের ওপেনার ছিল দুজন। কোনো বিকল্প ওপেনার না থাকায় তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁহাতি ওপেনার নাঈম। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের দলে রাখা হলেও যাওয়া হচ্ছে না হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহানের। দলীয় অনুশীলনে গোড়ালিতে চোট পান তরুণ পেসার হাসান। তাঁকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে আঙুলের চোটে পড়েছিলেন সোহান। এখনো সেটা থেকে সেরে ওঠেননি এই উইকেটকিপার-ব্যাটার।
এশিয়া কাপ খেলতে আগামীকাল দুবাইয়ের উদ্দেশ্য রওনা দেবে বাংলাদেশ। নতুন করে নাঈমের যুক্ত হওয়ায় আর হাসান-সোহানের বাদ পড়ায় বাংলাদেশ দল এখন ১৬জনের।
নাঈম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন না তিনি। মূলত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে এশিয়া কাপের দলে জায়গা করে নিলেন এই বাঁহাতি ওপেনার।
প্রথম একদিনের ম্যাচে সিরিজের শূন্য রানে আউট হন নাঈম। তবে দ্বিতীয় ম্যাচে ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ১১৬ বলে করেন ১০৩ রান। বাউন্ডারি থেকে নেন ৬২ রান। ১৪ আর ১ ছক্কায় ইনিংসটি সাজান নাঈম। যদিও শেষ ম্যাচে আবার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খান এই ওপেনার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে আউট হয়ে ফেরেন নাঈম।
টি-টোয়েন্টিতে মোটামুটি ধারাবাহিকই ছিলেন নাঈম। এখন পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টিতে ৮০৯ রান করেছেন। ২৪ গড় থাকলেও স্ট্রাইক রেট মাত্র ১০৩.৭১। স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নাঈম।
এশিয়া কাপের দলে যুক্ত হলেন মোহাম্মদ নাঈম। আগে ঘোষিত ১৭ সদস্যের ওপেনার ছিল দুজন। কোনো বিকল্প ওপেনার না থাকায় তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁহাতি ওপেনার নাঈম। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপের দলে রাখা হলেও যাওয়া হচ্ছে না হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহানের। দলীয় অনুশীলনে গোড়ালিতে চোট পান তরুণ পেসার হাসান। তাঁকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে আঙুলের চোটে পড়েছিলেন সোহান। এখনো সেটা থেকে সেরে ওঠেননি এই উইকেটকিপার-ব্যাটার।
এশিয়া কাপ খেলতে আগামীকাল দুবাইয়ের উদ্দেশ্য রওনা দেবে বাংলাদেশ। নতুন করে নাঈমের যুক্ত হওয়ায় আর হাসান-সোহানের বাদ পড়ায় বাংলাদেশ দল এখন ১৬জনের।
নাঈম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন না তিনি। মূলত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে এশিয়া কাপের দলে জায়গা করে নিলেন এই বাঁহাতি ওপেনার।
প্রথম একদিনের ম্যাচে সিরিজের শূন্য রানে আউট হন নাঈম। তবে দ্বিতীয় ম্যাচে ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ১১৬ বলে করেন ১০৩ রান। বাউন্ডারি থেকে নেন ৬২ রান। ১৪ আর ১ ছক্কায় ইনিংসটি সাজান নাঈম। যদিও শেষ ম্যাচে আবার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খান এই ওপেনার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে আউট হয়ে ফেরেন নাঈম।
টি-টোয়েন্টিতে মোটামুটি ধারাবাহিকই ছিলেন নাঈম। এখন পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টিতে ৮০৯ রান করেছেন। ২৪ গড় থাকলেও স্ট্রাইক রেট মাত্র ১০৩.৭১। স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নাঈম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫