নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন শেষে বেশি সময়ক্ষেপণ করলেন না সাকিব আল হাসান। আঙুলের চোট কাটিয়ে নেমে পড়েছেন ক্রিকেট ফেরার লড়াইয়ে। চোটে পড়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শেষ কয়েকটি ম্যাচও খেলেননি সাকিব। ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই ফিরতে যাচ্ছেন মাঠে।
সাকিবের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেছেন, ‘অবস্থা এখন ভালো। কদিন পর আবার দেখলাম। মাঝে দুবার দেখেছিলাম নির্বাচনের সময়। আজ (গতকাল) থেকে ব্যাটিং শুরু করেছে। হালকা নরম বলে বোলিংও করেছে। আশা করি, বিপিএল দিয়ে শুরু করতে পারবে।’
প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে আজ অফিসিয়াল প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। কোচ সোহেল ইসলামের অধীনে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছেন সাকিবরা। গুঞ্জনও আছে রংপুর ফ্র্যাঞ্চাইজিকে এবার নেতৃত্ব দেবেন সাকিবই। যদিও অনুশীলনের পর সেটি নিশ্চিত করতে পারেননি তিনি নিজেই, ‘এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত জানাবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর তো নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি সব সময় নিজেদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তারা কাকে চায়, কীভাবে চায় এবং সেভাবে পরিকল্পনা করে।’
তবে এরপরই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ আসে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তিনি আর অধিনায়কত্ব করতে চান না। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কয়েক দিন আগে জানিয়েছেন, তাঁরা সাকিবকে লম্বা সময়ের জন্যই অধিনায়কত্ব দিয়েছেন। সাকিব কোনো সিদ্ধান্ত জানিয়েছেন কি না?
এ প্রসঙ্গে সাকিব সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না, এগুলো নিয়ে এখনো কথা হয়নি। কিন্তু বোর্ডের সঙ্গে কথা হবে। যখন কথা হবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার হওয়ার পর সবাই মিলে যেটা ভালো সিদ্ধান্ত মনে করবে, সেটাই নেবে আসলে।’
নির্বাচন শেষে বেশি সময়ক্ষেপণ করলেন না সাকিব আল হাসান। আঙুলের চোট কাটিয়ে নেমে পড়েছেন ক্রিকেট ফেরার লড়াইয়ে। চোটে পড়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শেষ কয়েকটি ম্যাচও খেলেননি সাকিব। ছিলেন না নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজেও। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই ফিরতে যাচ্ছেন মাঠে।
সাকিবের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেছেন, ‘অবস্থা এখন ভালো। কদিন পর আবার দেখলাম। মাঝে দুবার দেখেছিলাম নির্বাচনের সময়। আজ (গতকাল) থেকে ব্যাটিং শুরু করেছে। হালকা নরম বলে বোলিংও করেছে। আশা করি, বিপিএল দিয়ে শুরু করতে পারবে।’
প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিপিএলে আজ অফিসিয়াল প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। কোচ সোহেল ইসলামের অধীনে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলন করছেন সাকিবরা। গুঞ্জনও আছে রংপুর ফ্র্যাঞ্চাইজিকে এবার নেতৃত্ব দেবেন সাকিবই। যদিও অনুশীলনের পর সেটি নিশ্চিত করতে পারেননি তিনি নিজেই, ‘এটা তো রংপুর রাইডার্স সিদ্ধান্ত জানাবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর তো নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি সব সময় নিজেদের সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তারা কাকে চায়, কীভাবে চায় এবং সেভাবে পরিকল্পনা করে।’
তবে এরপরই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গ আসে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব জানিয়েছিলেন, বিশ্বকাপের পর তিনি আর অধিনায়কত্ব করতে চান না। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস কয়েক দিন আগে জানিয়েছেন, তাঁরা সাকিবকে লম্বা সময়ের জন্যই অধিনায়কত্ব দিয়েছেন। সাকিব কোনো সিদ্ধান্ত জানিয়েছেন কি না?
এ প্রসঙ্গে সাকিব সংবাদমাধ্যমকে বলেছেন, ‘না, এগুলো নিয়ে এখনো কথা হয়নি। কিন্তু বোর্ডের সঙ্গে কথা হবে। যখন কথা হবে তখন এগুলো নিয়ে আলোচনা হবে। আলোচনার হওয়ার পর সবাই মিলে যেটা ভালো সিদ্ধান্ত মনে করবে, সেটাই নেবে আসলে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫