নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ডিসেম্বরে ভারত সিরিজ শেষের কদিন পরই শুরু বিপিএলের ৯ম পর্ব। টুর্নামেন্টের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম দিকের অনুশীলনে ছিলেন না লিটন দাস। ভারত সিরিজের পর দেশের বাইরে স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি শেষে টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দলের সঙ্গে যোগ দেন লিটন।
শুধু ভারত সিরিজই নয়, মোটামুটি প্রতিটা সিরিজ কিংবা টুর্নামেন্টের পর লিটনের ক্ষেত্রে এ ব্যাপারটা এখন নিয়মিতই। এই বিশ্রামই যে তাঁর ক্ষুধা বাড়িয়ে দেয়, সেটিই আজ কুমিল্লার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিটন। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার। বিপিএলের কুমিল্লার হয়ে প্রথম চার ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। আজ নিজেদের ৫ম ম্যাচে খেলেন ৪২ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। টানা তিন হারের পর দলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।
একটা সময় ইনিংস বড় করতে না পারায় সমালোচনা সইতে হয়েছে। সেই লিটনকে এখন ধারাবাহিকতার প্রতীক বলা যায়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নিয়মিত ভালো করার রহস্যে বললেন লিটন, 'ধরুন, একটা যদি সিরিজ যায়, যেকোনো ফরম্যাট। যেমন বিপিএল খেলবেন, এত ম্যাচ খেললে মানসিকতার দিক দিয়ে বলেন বা যেকোনো দিক থেকে...ব্রেনে এর প্রভাব পড়ে। আমি সবসময় যেকোনো সিরিজের পর এক থেকে দেড় সপ্তাহের একটা বিরতিতে যাই। বলতে পারেন, ফ্যামিলি টাইম বা যেকোনো কিছু...ক্রিকেটের বাইরে রাখার চেষ্টা করি। এরপর যখন ফিরে আসি, ওই ক্ষুধাটা বেড়ে যায়।'
ভালো খেলার অনুপ্রেরণা নিয়ে লিটন বললেন, 'আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, চিন্তা থাকে- আজ যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো দেখে পরিসংখ্যান..., ওটা যখন খারাপ থাকে, নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে যে ভালো খেলতে হবে।'
ডিসেম্বরে ভারত সিরিজ শেষের কদিন পরই শুরু বিপিএলের ৯ম পর্ব। টুর্নামেন্টের আগে কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রথম দিকের অনুশীলনে ছিলেন না লিটন দাস। ভারত সিরিজের পর দেশের বাইরে স্ত্রীকে নিয়ে ঘোরাঘুরি শেষে টুর্নামেন্ট শুরুর এক দিন আগে দলের সঙ্গে যোগ দেন লিটন।
শুধু ভারত সিরিজই নয়, মোটামুটি প্রতিটা সিরিজ কিংবা টুর্নামেন্টের পর লিটনের ক্ষেত্রে এ ব্যাপারটা এখন নিয়মিতই। এই বিশ্রামই যে তাঁর ক্ষুধা বাড়িয়ে দেয়, সেটিই আজ কুমিল্লার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন লিটন। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের অন্যতম সেরা ব্যাটার। বিপিএলের কুমিল্লার হয়ে প্রথম চার ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। আজ নিজেদের ৫ম ম্যাচে খেলেন ৪২ বলে ৭০ রানের দুর্দান্ত এক ইনিংস। টানা তিন হারের পর দলও পেয়েছে টানা দ্বিতীয় জয়।
একটা সময় ইনিংস বড় করতে না পারায় সমালোচনা সইতে হয়েছে। সেই লিটনকে এখন ধারাবাহিকতার প্রতীক বলা যায়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে নিয়মিত ভালো করার রহস্যে বললেন লিটন, 'ধরুন, একটা যদি সিরিজ যায়, যেকোনো ফরম্যাট। যেমন বিপিএল খেলবেন, এত ম্যাচ খেললে মানসিকতার দিক দিয়ে বলেন বা যেকোনো দিক থেকে...ব্রেনে এর প্রভাব পড়ে। আমি সবসময় যেকোনো সিরিজের পর এক থেকে দেড় সপ্তাহের একটা বিরতিতে যাই। বলতে পারেন, ফ্যামিলি টাইম বা যেকোনো কিছু...ক্রিকেটের বাইরে রাখার চেষ্টা করি। এরপর যখন ফিরে আসি, ওই ক্ষুধাটা বেড়ে যায়।'
ভালো খেলার অনুপ্রেরণা নিয়ে লিটন বললেন, 'আপনি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, চিন্তা থাকে- আজ যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো দেখে পরিসংখ্যান..., ওটা যখন খারাপ থাকে, নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে যে ভালো খেলতে হবে।'
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫