নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে সর্বশেষ বিপিএলে ভালোই বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সময়ে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ চলায় বিসিবি ডিআরএস ব্যবস্থা করতে ব্যর্থ হয়।
যদিও ডিআরএস ব্যবস্থা করার বিষয়টি প্রোডাকশন টিমের দায়িত্ব বলে জানিয়েছিল বিসিবি। তবে এখন থেকে আর প্রোডাকশন নয়, ডিআরএস ব্যবস্থা করার দায়িত্ব নিজেরাই নিচ্ছে বিসিবি। ঝামেলা থেকে মুক্তি পেতে ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যাচ্ছে বোর্ড। অন্তত ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি হতে পারে। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আজ মূলত ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার কথা ছিল। যদিও টাইটেল স্পনসর হতে যাওয়া মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কেউ না আসায় সংবাদ সম্মেলন আগামীকাল হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজে থাকছে ডিআরএস।
একই সঙ্গে ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তি নিয়ে নিজাম উদ্দিন আরও বলেছেন, ‘ডিআরএস আমাদের প্রোডাকশন টিমের হাতে দায়িত্ব ছিল। এখন জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ সময়ের জন্য চুক্তিতে চলে যাচ্ছি, সরাসরি ডিআরএস যারা পরিচালনা করে তাদের সঙ্গে। অন্তত আগামী ২০২৭ পর্যন্ত।’ বাংলাদেশে হওয়া আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের জন্য এই চুক্তি করবে বিসিবি।
ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নিয়ে সর্বশেষ বিপিএলে ভালোই বিপাকে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সময়ে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ও দ্বিপক্ষীয় সিরিজ চলায় বিসিবি ডিআরএস ব্যবস্থা করতে ব্যর্থ হয়।
যদিও ডিআরএস ব্যবস্থা করার বিষয়টি প্রোডাকশন টিমের দায়িত্ব বলে জানিয়েছিল বিসিবি। তবে এখন থেকে আর প্রোডাকশন নয়, ডিআরএস ব্যবস্থা করার দায়িত্ব নিজেরাই নিচ্ছে বিসিবি। ঝামেলা থেকে মুক্তি পেতে ডিআরএস কোম্পানির সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যাচ্ছে বোর্ড। অন্তত ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি হতে পারে। আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আজ মূলত ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার কথা ছিল। যদিও টাইটেল স্পনসর হতে যাওয়া মিস্টার হোয়াইটের পক্ষ থেকে কেউ না আসায় সংবাদ সম্মেলন আগামীকাল হবে বলে জানিয়েছেন নিজাম উদ্দিন। তিনি জানিয়েছেন, ইংল্যান্ড সিরিজে থাকছে ডিআরএস।
একই সঙ্গে ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তি নিয়ে নিজাম উদ্দিন আরও বলেছেন, ‘ডিআরএস আমাদের প্রোডাকশন টিমের হাতে দায়িত্ব ছিল। এখন জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা দীর্ঘ সময়ের জন্য চুক্তিতে চলে যাচ্ছি, সরাসরি ডিআরএস যারা পরিচালনা করে তাদের সঙ্গে। অন্তত আগামী ২০২৭ পর্যন্ত।’ বাংলাদেশে হওয়া আন্তর্জাতিক সিরিজ ও ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের জন্য এই চুক্তি করবে বিসিবি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫