নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বকাপ কাছে এলে বাংলাদেশ দলের আশা-প্রত্যাশা নিয়ে শুরু হয় জোর আলোচনা। গত বছর সেমিফাইনালের আশা নিয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল তাঁরা। দেড় মাস পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে নাজমুল হোসেন শান্তর দল। প্রত্যাশার জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও।
বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত অবশ্য আজ জানিয়েছেন, এবার নিজেদের লক্ষ্যটা প্রকাশ করতে চান না। সবার কাছে তাঁর আবেদন, বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়।
আজ এক বিজ্ঞাপনী অনুষ্ঠান শেষে শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য নিয়ে সংবাদমাধ্যমকে বললেন, ‘এবার আশা...প্রতিবছরই আমি দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা, এটা করব, সেটা করব—অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, বেশি প্রত্যাশা করার দরকার নেই, সবার মনের মধ্যেই থাক সেটি। আপনিও জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়েরাও জানি দলটাকে আমরা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চাই আমরা অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে যখন বেশি মাতামাতি হয়, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ ফল যখন হবে, তখন এমনিতেই দেখা যাবে।’
শান্তর মতে, খেলোয়াড়েরা প্রত্যেক ম্যাচেই জেতার জন্য খেলেন, জেতার মানসিকতা নিয়েই খেলেন। জয়ের জন্য নিজেদের ১২০ ভাগ দিতে চান তাঁরা। এবারও লক্ষ্যটা বড়। তবে সেটি প্রকাশ করতে চান না এবং মাতামাতি করতে নারাজ তিনি। বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘আমি একটা সিরিজ বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দেবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি যে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। সুতরাং অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি। প্রতিবছর, প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি, অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি সেটা করারই চেষ্টা করি। প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলব। কিন্তু আগে থেকেই অনেক আশা করছি, এবার একটু বেশি আশা করছি। একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি।’
বিশ্বকাপ কাছে এলে বাংলাদেশ দলের আশা-প্রত্যাশা নিয়ে শুরু হয় জোর আলোচনা। গত বছর সেমিফাইনালের আশা নিয়ে ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল তাঁরা। দেড় মাস পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে নাজমুল হোসেন শান্তর দল। প্রত্যাশার জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও।
বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত অবশ্য আজ জানিয়েছেন, এবার নিজেদের লক্ষ্যটা প্রকাশ করতে চান না। সবার কাছে তাঁর আবেদন, বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য নিয়ে যেন বেশি মাতামাতি না করা হয়।
আজ এক বিজ্ঞাপনী অনুষ্ঠান শেষে শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের লক্ষ্য নিয়ে সংবাদমাধ্যমকে বললেন, ‘এবার আশা...প্রতিবছরই আমি দেখি বিশ্বকাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা, এটা করব, সেটা করব—অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, বেশি প্রত্যাশা করার দরকার নেই, সবার মনের মধ্যেই থাক সেটি। আপনিও জানেন বাংলাদেশ দল কী চায়, আমরা খেলোয়াড়েরাও জানি দলটাকে আমরা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চাই আমরা অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে যখন বেশি মাতামাতি হয়, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। কারণ ফল যখন হবে, তখন এমনিতেই দেখা যাবে।’
শান্তর মতে, খেলোয়াড়েরা প্রত্যেক ম্যাচেই জেতার জন্য খেলেন, জেতার মানসিকতা নিয়েই খেলেন। জয়ের জন্য নিজেদের ১২০ ভাগ দিতে চান তাঁরা। এবারও লক্ষ্যটা বড়। তবে সেটি প্রকাশ করতে চান না এবং মাতামাতি করতে নারাজ তিনি। বাংলাদেশের অধিনায়ক বললেন, ‘আমি একটা সিরিজ বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দেবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি যে প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। সুতরাং অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি। প্রতিবছর, প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি, অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি সেটা করারই চেষ্টা করি। প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলব। কিন্তু আগে থেকেই অনেক আশা করছি, এবার একটু বেশি আশা করছি। একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫