রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে গতকাল সিলেটে শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। পেন্ডুলামের মতো দুলতে থাকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ ওভারে। আফগানিস্তানের হ্যাটট্রিক ছাপিয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
শেষ ওভারে বাংলাদেশের জিততে দরকার ছিল ৬ রান। করিম জানাতের করা ওভারের প্রথম বলে চার মারেন মেহেদী হাসান মিরাজ। ৫ বলে যখন ২ রান দরকার, তখন থেকেই নাটকীয়তার শুরু। দ্বিতীয় বলে মিরাজকে ফেরান জানাত। এরপর তৃতীয় ও চতুর্থ বলে আফগান পেসার ফিরিয়েছেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে। হ্যাটট্রিক করে বাংলাদেশকে যেন ২০১৬-এর বেঙ্গালুরুর স্মৃতি মনে করিয়ে দিচ্ছিলেন জানাত। তবে পঞ্চম বলে শরীফুল ইসলাম ৪ মেরে বাংলাদেশকে এনে দেন ২ উইকেটের এক শ্বাসরুদ্ধকর জয়। ভেস্তে গেল জানাতের দুর্দান্ত হ্যাটট্রিক।
হ্যাটট্রিক করে জানাতই যে শুধু পরাজিত দলে, তা নয়। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এই নিয়ে ঘটেছে তিনবার। তিনটির দুটি বাংলাদেশে, অপরটি বিদেশের মাঠে।
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা); ভেন্যু: কলম্বো; ২০১৭
কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। বাংলাদেশ ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিমকে বোল্ড করেন লাসিথ মালিঙ্গা। পরের বলে বোল্ড করেন মাশরাফি বিন মর্তুজাকে। পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লু করে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন মালিঙ্গা। লঙ্কান এই পেসার হ্যাটট্রিক করেওছিলেন পরাজিত দলে। ৪৫ রানে জিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।
নাথান এলিস (অস্ট্রেলিয়া); ভেন্যু: মিরপুর; ২০২১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাথান এলিসের অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। অভিষেক ম্যাচেই করে ফেলেন হ্যাটট্রিক। বাংলাদেশের ইনিংসের শেষ ওভার বোলিংয়ে আসেন এলিস। ওভারের চতুর্থ বলে মাহমুদুল্লাহ রিয়াদকে বোল্ড করে এলিস পেয়েছেন প্রথম উইকেট। এরপর শেষ দুই বলে অস্ট্রেলিয়ান এই পেসার নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও শেখ মাহেদী হাসানের উইকেট। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি ছিল সিরিজে সমতায় ফেরার। তবে ১০ রানের জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতে যায় বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত হয়েছে পাঁচটি হ্যাটট্রিক। প্রথমটি হয়েছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। কেপটাউনে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম হ্যাটট্রিক। আর গতকাল জানাতের হ্যাটট্রিক আন্তর্জাতিক টি-টোয়েন্টির পঞ্চাশ তম হ্যাটট্রিক।
রোমাঞ্চকর এক ম্যাচ দিয়ে গতকাল সিলেটে শুরু হলো বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। পেন্ডুলামের মতো দুলতে থাকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ ওভারে। আফগানিস্তানের হ্যাটট্রিক ছাপিয়ে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
শেষ ওভারে বাংলাদেশের জিততে দরকার ছিল ৬ রান। করিম জানাতের করা ওভারের প্রথম বলে চার মারেন মেহেদী হাসান মিরাজ। ৫ বলে যখন ২ রান দরকার, তখন থেকেই নাটকীয়তার শুরু। দ্বিতীয় বলে মিরাজকে ফেরান জানাত। এরপর তৃতীয় ও চতুর্থ বলে আফগান পেসার ফিরিয়েছেন তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে। হ্যাটট্রিক করে বাংলাদেশকে যেন ২০১৬-এর বেঙ্গালুরুর স্মৃতি মনে করিয়ে দিচ্ছিলেন জানাত। তবে পঞ্চম বলে শরীফুল ইসলাম ৪ মেরে বাংলাদেশকে এনে দেন ২ উইকেটের এক শ্বাসরুদ্ধকর জয়। ভেস্তে গেল জানাতের দুর্দান্ত হ্যাটট্রিক।
হ্যাটট্রিক করে জানাতই যে শুধু পরাজিত দলে, তা নয়। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনা এই নিয়ে ঘটেছে তিনবার। তিনটির দুটি বাংলাদেশে, অপরটি বিদেশের মাঠে।
লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা); ভেন্যু: কলম্বো; ২০১৭
কলম্বোর প্রেমাদাসায় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। বাংলাদেশ ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে মুশফিকুর রহিমকে বোল্ড করেন লাসিথ মালিঙ্গা। পরের বলে বোল্ড করেন মাশরাফি বিন মর্তুজাকে। পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজকে এলবিডব্লু করে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক তুলে নেন মালিঙ্গা। লঙ্কান এই পেসার হ্যাটট্রিক করেওছিলেন পরাজিত দলে। ৪৫ রানে জিতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ।
নাথান এলিস (অস্ট্রেলিয়া); ভেন্যু: মিরপুর; ২০২১
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাথান এলিসের অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে। অভিষেক ম্যাচেই করে ফেলেন হ্যাটট্রিক। বাংলাদেশের ইনিংসের শেষ ওভার বোলিংয়ে আসেন এলিস। ওভারের চতুর্থ বলে মাহমুদুল্লাহ রিয়াদকে বোল্ড করে এলিস পেয়েছেন প্রথম উইকেট। এরপর শেষ দুই বলে অস্ট্রেলিয়ান এই পেসার নিয়েছেন মোস্তাফিজুর রহমান ও শেখ মাহেদী হাসানের উইকেট। অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি ছিল সিরিজে সমতায় ফেরার। তবে ১০ রানের জয়ে দুই ম্যাচ আগেই সিরিজ জিতে যায় বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত হয়েছে পাঁচটি হ্যাটট্রিক। প্রথমটি হয়েছিল ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে। কেপটাউনে হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার পেসার ব্রেট লি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম হ্যাটট্রিক। আর গতকাল জানাতের হ্যাটট্রিক আন্তর্জাতিক টি-টোয়েন্টির পঞ্চাশ তম হ্যাটট্রিক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫