নিউজিল্যান্ড সফরের প্রথম কয়েক দিন ভালো গেলেও এরপরে একের পর এক খারাপ সংবাদ আসতে থাকে। করোনার কারণে বাংলাদেশ দল এখন পর্যন্ত অনুশীলনে নামতে পারেননি। আছে হোটেলবন্দী হয়ে। এমন পরিস্থিতিতে সিরিজ বাতিলেরও শঙ্কা জেগেছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই।
খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে বিসিবি সভাপতি নিজেও অবগত। টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়রা বিশ্রাম পাচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দিয়ে দেশে ফিরে আসা যায় কী না। আসলে এটার কোনো সুযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’
শুধু নিউজিল্যান্ড সিরিজ নয় বাংলাদেশ দলের ব্যস্ত সূচি পুরো ২০২২ সাল জুড়েই। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকেই দম ফেলার ফুসরত পাচ্ছেন না ক্রিকেটাররা। বিসিবি সভাপতিও যেন সেই কথায় মনে করিয়ে দিলেন, ‘দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন তারা নিউজিল্যান্ড সফরে আছে। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই আবার বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।’
নিউজিল্যান্ড সফরের প্রথম কয়েক দিন ভালো গেলেও এরপরে একের পর এক খারাপ সংবাদ আসতে থাকে। করোনার কারণে বাংলাদেশ দল এখন পর্যন্ত অনুশীলনে নামতে পারেননি। আছে হোটেলবন্দী হয়ে। এমন পরিস্থিতিতে সিরিজ বাতিলেরও শঙ্কা জেগেছিল। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলছেন, সিরিজ বাতিলের কোনো সুযোগ নেই।
খেলোয়াড়দের মানসিক অবস্থা সম্পর্কে বিসিবি সভাপতি নিজেও অবগত। টানা খেলার মধ্যে থাকায় খেলোয়াড়রা বিশ্রাম পাচ্ছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ওদের কোনো বিরতি বা বিশ্রামই দিতে পারছি না। খেলোয়াড়রা সবাই মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে। কয়েকজন চেয়েছিল সিরিজটি বাদ দিয়ে দেশে ফিরে আসা যায় কী না। আসলে এটার কোনো সুযোগ নেই, আমাদের জানামতে কোনো সুযোগই নেই।’
শুধু নিউজিল্যান্ড সিরিজ নয় বাংলাদেশ দলের ব্যস্ত সূচি পুরো ২০২২ সাল জুড়েই। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফর থেকেই দম ফেলার ফুসরত পাচ্ছেন না ক্রিকেটাররা। বিসিবি সভাপতিও যেন সেই কথায় মনে করিয়ে দিলেন, ‘দেশের মাটিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে টানা খেলার মধ্যে রয়েছে ক্রিকেটাররা। এখন তারা নিউজিল্যান্ড সফরে আছে। ২ ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফেরার ৪-৫ দিনের মধ্যেই আবার বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ। এই ব্যস্ততা চলবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫