নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার অন্যতম কারণ হিসেবে নাসুম আহমেদকে চড় মারার কথা উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছনা ও চড় মারার অভিযোগ উঠেছিল হাথুরুর বিরুদ্ধে। সদ্য সাবেক হওয়া কোচের এমন কাণ্ড নিয়ে আজ সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি এ ব্যাপারে আসলে জানিই না। সত্যিই বললাম আমি জানি না।’ ভবিষ্যতে নাসুম–কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘ঘটবে না ইনশা আল্লাহ।’
হাথুরু বরখাস্ত হওয়ার পরই ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল মিরপুরে যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে, তাতেই কোচ হিসেবে পথচলা শুরু হবে সিমন্সের। নতুন কোচ সিমন্স প্রসঙ্গে হাথুরু বলেন, ‘এই কোচ যখন এলেন, খুব বেশি পরিকল্পনা দেননি। তিনি মাত্রই এলেন। আমরা যেহেতু এই মাঠে (মিরপুর) অনেক ম্যাচ খেলেছি। নিজেদের অভিজ্ঞতা থেকেই সবকিছু করার চেষ্টা করছি।’
দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ পেয়েছিলেন হাথুরুসিংহে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তাঁর আগেই ছাঁটাই করা হয় হাথুরুকে। এই সময় হাথুরুর অধীনে বাংলাদেশ তিন সংস্করণ মিলে ৮০ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৭ ম্যাচ, হেরেছে ৩৯ ম্যাচ ও ৪ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশে নিজের দ্বিতীয় পর্ব শেষ করে ঢাকা ছাড়ার আগে হাথুরু পরশু এক চিঠিতে বিসিবির চিঠির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানও পরিষ্কার করে গেছেন। হাথুরুর দাবি, বিসিবি তাঁকে পূর্বপরিকল্পিত উপায়ে ছাঁটাই করেছে। এমনকি ঢাকা ছাড়ার সময় হাথুরু এও জানালেন, বাংলাদেশে যাঁদের তিনি চেনেন, বেশির ভাগ মানুষের প্রতিই তিনি কৃতজ্ঞ।
আরও পড়ুন:
চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার অন্যতম কারণ হিসেবে নাসুম আহমেদকে চড় মারার কথা উল্লেখ করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় নাসুমকে শারীরিকভাবে লাঞ্ছনা ও চড় মারার অভিযোগ উঠেছিল হাথুরুর বিরুদ্ধে। সদ্য সাবেক হওয়া কোচের এমন কাণ্ড নিয়ে আজ সংবাদ সম্মেলনে জিজ্ঞেস করা হয় শান্তকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমি এ ব্যাপারে আসলে জানিই না। সত্যিই বললাম আমি জানি না।’ ভবিষ্যতে নাসুম–কাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি হবে কি না, এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘ঘটবে না ইনশা আল্লাহ।’
হাথুরু বরখাস্ত হওয়ার পরই ফিল সিমন্সকে পাঁচ মাসের চুক্তিতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল মিরপুরে যে টেস্ট সিরিজ শুরু হচ্ছে, তাতেই কোচ হিসেবে পথচলা শুরু হবে সিমন্সের। নতুন কোচ সিমন্স প্রসঙ্গে হাথুরু বলেন, ‘এই কোচ যখন এলেন, খুব বেশি পরিকল্পনা দেননি। তিনি মাত্রই এলেন। আমরা যেহেতু এই মাঠে (মিরপুর) অনেক ম্যাচ খেলেছি। নিজেদের অভিজ্ঞতা থেকেই সবকিছু করার চেষ্টা করছি।’
দ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারি মাসে নিয়োগ পেয়েছিলেন হাথুরুসিংহে। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও তাঁর আগেই ছাঁটাই করা হয় হাথুরুকে। এই সময় হাথুরুর অধীনে বাংলাদেশ তিন সংস্করণ মিলে ৮০ ম্যাচ খেলেছে। জিতেছে ৩৭ ম্যাচ, হেরেছে ৩৯ ম্যাচ ও ৪ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশে নিজের দ্বিতীয় পর্ব শেষ করে ঢাকা ছাড়ার আগে হাথুরু পরশু এক চিঠিতে বিসিবির চিঠির পরিপ্রেক্ষিতে নিজের অবস্থানও পরিষ্কার করে গেছেন। হাথুরুর দাবি, বিসিবি তাঁকে পূর্বপরিকল্পিত উপায়ে ছাঁটাই করেছে। এমনকি ঢাকা ছাড়ার সময় হাথুরু এও জানালেন, বাংলাদেশে যাঁদের তিনি চেনেন, বেশির ভাগ মানুষের প্রতিই তিনি কৃতজ্ঞ।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে