এবারের বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডার ধসে যাওয়া ছিল নিয়মিত চিত্র। সেখানে আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা গেছে এক ‘ব্যতিক্রমী চিত্র’। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস দারুণ শুরু এনে দিয়েছেন। ওপেনারদের তৈরি করা ভিত্তির ওপর দাঁড়িয়েই বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে দারুণভাবে এগোচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। তবে শান্তর বিদায়ে আবার ভেঙে যায় দারুণ এক জুটি।
টস হেরে আজ প্রথমে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটন শুরুটা করেছিলেন রয়েসয়ে। প্রথম ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৩৫ রান। এরপর থেকেই দলের রানের গতি বাড়তে থাকে। ইনিংসের অষ্টম ওভার বোলিংয়ে আসা শন অ্যাবটকে ৩টি চার মেরেছেন লিটন দাস। লিটনের মতো তামিমও রান তুলতে থাকেন সাবলীলভাবে। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৬২ রান। তবে পাওয়ারপ্লের পর তাড়াতাড়ি ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১২তম ওভারের দ্বিতীয় বলে অ্যাবটের বাউন্সারে হতবুদ্ধি হয়ে পড়েন তামিম। টপ এজ হওয়া বল সহজেই লুফে নিয়ে কট অ্যান্ড বোল্ড করেছেন অ্যাবট। ৩৪ বলে ৬ চারে ৩৬ রান করেন তামিম। উদ্বোধনী জুটিতে লিটন-তামিম যোগ করেন ৬৯ বলে ৭৬ রান।
তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। ওপেনার লিটনকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীলভাবেই এগোচ্ছিলেন শান্ত। তবে লিটনের ভুলেই এই জুটি বেশি বড় হয়নি। ১৭তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম জাম্পাকে তুলে মারতে যান লিটন। লং অনে সহজ ক্যাচ ধরেন মারনাস লাবুশেন। ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশের ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে লিটন-শান্ত যোগ করেন ৩২ বলে ৩০ রান।
লিটন, তামিম দুই ওপেনারের বিদায়ের পর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন তাওহীদ হৃদয়। শান্ত, হৃদয় এগোচ্ছিলেন দারুণভাবেই। বাউন্ডারির পাশাপাশি স্ট্রাইক রোটেট করে এগোচ্ছিলেন এ দুই ব্যাটার। তৃতীয় উইকেটে শান্ত-হৃদয় গড়েন ৬৬ বলে ৬৩ রানের জুটি। শান্ত রানআউটের ফাঁদে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি। ২৮তম ওভারের পঞ্চম বলে অ্যাবটকে স্কয়ার লেগে ঠেলে প্রথমে ১ রান নেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এরপর ২ রান নিতে গিয়ে রানআউটেই শেষ হয়ে যায় শান্তর ইনিংস। ৫৭ বলে ৬ চারে ৪৫ রান করেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ করেছে ৩২ ওভারে ৩ উইকেটে ২০১ রান। হৃদয় ৪৩ বলে ৪১ রানে ব্যাটিং করছেন। আর মাহমুদউল্লাহ ১৫ বলে ৩ ছক্কায় ২৪ রান করে অপরাজিত আছেন।
চোটে পড়ায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। সাকিব আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে দুই পেসার—তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডার ধসে যাওয়া ছিল নিয়মিত চিত্র। সেখানে আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখা গেছে এক ‘ব্যতিক্রমী চিত্র’। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস দারুণ শুরু এনে দিয়েছেন। ওপেনারদের তৈরি করা ভিত্তির ওপর দাঁড়িয়েই বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে দারুণভাবে এগোচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। তবে শান্তর বিদায়ে আবার ভেঙে যায় দারুণ এক জুটি।
টস হেরে আজ প্রথমে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ও লিটন শুরুটা করেছিলেন রয়েসয়ে। প্রথম ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৩৫ রান। এরপর থেকেই দলের রানের গতি বাড়তে থাকে। ইনিংসের অষ্টম ওভার বোলিংয়ে আসা শন অ্যাবটকে ৩টি চার মেরেছেন লিটন দাস। লিটনের মতো তামিমও রান তুলতে থাকেন সাবলীলভাবে। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করে ৬২ রান। তবে পাওয়ারপ্লের পর তাড়াতাড়ি ভেঙে যায় বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১২তম ওভারের দ্বিতীয় বলে অ্যাবটের বাউন্সারে হতবুদ্ধি হয়ে পড়েন তামিম। টপ এজ হওয়া বল সহজেই লুফে নিয়ে কট অ্যান্ড বোল্ড করেছেন অ্যাবট। ৩৪ বলে ৬ চারে ৩৬ রান করেন তামিম। উদ্বোধনী জুটিতে লিটন-তামিম যোগ করেন ৬৯ বলে ৭৬ রান।
তামিমের বিদায়ের পর উইকেটে আসেন শান্ত। ওপেনার লিটনকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীলভাবেই এগোচ্ছিলেন শান্ত। তবে লিটনের ভুলেই এই জুটি বেশি বড় হয়নি। ১৭তম ওভারের চতুর্থ বলে অ্যাডাম জাম্পাকে তুলে মারতে যান লিটন। লং অনে সহজ ক্যাচ ধরেন মারনাস লাবুশেন। ৪৫ বলে ৫ চারে ৩৬ রান করে বিদায় নেন বাংলাদেশের ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতে লিটন-শান্ত যোগ করেন ৩২ বলে ৩০ রান।
লিটন, তামিম দুই ওপেনারের বিদায়ের পর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন তাওহীদ হৃদয়। শান্ত, হৃদয় এগোচ্ছিলেন দারুণভাবেই। বাউন্ডারির পাশাপাশি স্ট্রাইক রোটেট করে এগোচ্ছিলেন এ দুই ব্যাটার। তৃতীয় উইকেটে শান্ত-হৃদয় গড়েন ৬৬ বলে ৬৩ রানের জুটি। শান্ত রানআউটের ফাঁদে কাটা পড়লে ভেঙে যায় এই জুটি। ২৮তম ওভারের পঞ্চম বলে অ্যাবটকে স্কয়ার লেগে ঠেলে প্রথমে ১ রান নেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এরপর ২ রান নিতে গিয়ে রানআউটেই শেষ হয়ে যায় শান্তর ইনিংস। ৫৭ বলে ৬ চারে ৪৫ রান করেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ করেছে ৩২ ওভারে ৩ উইকেটে ২০১ রান। হৃদয় ৪৩ বলে ৪১ রানে ব্যাটিং করছেন। আর মাহমুদউল্লাহ ১৫ বলে ৩ ছক্কায় ২৪ রান করে অপরাজিত আছেন।
চোটে পড়ায় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ হয়ে গেছে আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন শান্ত। বাংলাদেশের একাদশে এসেছে তিন পরিবর্তন। সাকিব আগেই ছিটকে গেছেন। একই সঙ্গে দুই পেসার—তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম বাদ পড়েছেন গত ম্যাচের একাদশ থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একাদশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫