নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফের আলোচনায় এসেছে ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ। মিরপুরে গতকাল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরের স্ট্যাম্পড হওয়ার ধরন দেখে অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ। মুহূর্তেই সেই আউটের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (আকসু)। আজ দুপুরে মিরপুরের একাডেমি মাঠে আকসুর প্রধান মেজর (অব.) মো. রায়ান আজাদ উপস্থিত থেকে অভিনব কায়দায় শুরু করেন মাঠ পর্যায়ের তদন্ত। শাইনপুকুরের দুই বিতর্কিত ক্রিকেটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরকে ডেকে আনা হয় মাঝ উইকেটে।
সেখানে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়— একপ্রকার অভিনয়ের মাধ্যমে পুনঃমঞ্চায়ন করা হয় গতকালের বিতর্কিত আউট দুটি। আকসু কর্মকর্তারা ব্যাটারদের একইভাবে অবস্থান নিতে বলেন। এরপর বল থ্রো করেন এবং বিশ্লেষণ করেন গতকালের পুরো ঘটনাটি। তদন্ত কর্মকর্তারা এই অনুশীলনের ভিডিও ধারণ করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই ছায়া তদন্ত। এরপর দুই ক্রিকেটারের সঙ্গে পৃথক আলাপ শেষে তাঁদের নিয়ে যাওয়া হয় বিসিবি কার্যালয়ে। প্রাথমিক অনুসন্ধানের পর পরবর্তী পদক্ষেপ নেবে আকসু।
মিরপুরে গতকাল শাইনপুকুরের দুই ব্যাটারের আউটের ধরন ছিল ব্যাখ্যাতীত। বল পিচ করার আগেই ব্যাটারদের উইকেটের বাইরে দাঁড়ানো এবং এরপর স্ট্যাম্পিংয়ের শিকার হওয়াকে ‘অস্বাভাবিক’ বলে মনে করেছেন অনেকেই। এমন আউটকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল আলোচনা ও সমালোচনা। ম্যাচটিতে ‘ফেয়ার প্লে’র চেতনা লঙ্ঘিত হয়েছে বলে অনেকে সন্দেহ করেছেন। এমনকি ম্যাচ ছেড়ে দেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।
বিসিবি এই ঘটনাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না। এক বিবৃতিতে জানিয়েছে, বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৪–২৫-এর উল্লিখিত ম্যাচটি নিয়ে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে তারা অবগত এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছে। বোর্ড বলেছে, ‘ক্রিকেটে ন্যায্যতা ও নৈতিকতার প্রশ্নে বোর্ড আপসহীন। যেকোনো ধরনের দুর্নীতি বা খেলার নৈতিকতা লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের আওতাধীন সব ক্রিকেট কার্যক্রমে নিয়ম ও শৃঙ্খলা বজায় থাকবে। যেকোনো অভিযোগের প্রেক্ষিতে যথাযথ তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের পাশাপাশি লিগের কারিগরি কমিটিও ম্যাচটি ঘিরে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। তবে মাঠে নেমে এভাবে ভিডিও পুনর্গঠনের মাধ্যমে কাজ চালানো বিসিবির ইতিহাসে হয়তো এবারই প্রথম। এই ঘটনার তদন্ত কী মোড় নেয়, শাস্তির মুখে পড়েন কি না সংশ্লিষ্ট ক্রিকেটার বা দল-সেটা সময়ই বলে দেবে।
বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচ, কর্মকর্তা এবং সাবেক ক্রিকেটাররাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীসও প্রকাশ্যে নিজের হতাশা জানান। ইমরুল কায়েস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে গত রাতে লিখেছেন, ‘ক্রিকেট এত তুচ্ছভাবে যেন কেউ না দেখে, এত নিচে যেন না নামায়।’
আরও পড়ুন:
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফের আলোচনায় এসেছে ম্যাচ ফিক্সিং প্রসঙ্গ। মিরপুরে গতকাল গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দুই ব্যাটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরের স্ট্যাম্পড হওয়ার ধরন দেখে অনেকেই বিস্মিত ও ক্ষুব্ধ। মুহূর্তেই সেই আউটের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (আকসু)। আজ দুপুরে মিরপুরের একাডেমি মাঠে আকসুর প্রধান মেজর (অব.) মো. রায়ান আজাদ উপস্থিত থেকে অভিনব কায়দায় শুরু করেন মাঠ পর্যায়ের তদন্ত। শাইনপুকুরের দুই বিতর্কিত ক্রিকেটার রহিম আহমেদ ও মিনহাজুল আবেদীন সাব্বিরকে ডেকে আনা হয় মাঝ উইকেটে।
সেখানে একটি ব্যতিক্রমী দৃশ্য দেখা যায়— একপ্রকার অভিনয়ের মাধ্যমে পুনঃমঞ্চায়ন করা হয় গতকালের বিতর্কিত আউট দুটি। আকসু কর্মকর্তারা ব্যাটারদের একইভাবে অবস্থান নিতে বলেন। এরপর বল থ্রো করেন এবং বিশ্লেষণ করেন গতকালের পুরো ঘটনাটি। তদন্ত কর্মকর্তারা এই অনুশীলনের ভিডিও ধারণ করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই ছায়া তদন্ত। এরপর দুই ক্রিকেটারের সঙ্গে পৃথক আলাপ শেষে তাঁদের নিয়ে যাওয়া হয় বিসিবি কার্যালয়ে। প্রাথমিক অনুসন্ধানের পর পরবর্তী পদক্ষেপ নেবে আকসু।
মিরপুরে গতকাল শাইনপুকুরের দুই ব্যাটারের আউটের ধরন ছিল ব্যাখ্যাতীত। বল পিচ করার আগেই ব্যাটারদের উইকেটের বাইরে দাঁড়ানো এবং এরপর স্ট্যাম্পিংয়ের শিকার হওয়াকে ‘অস্বাভাবিক’ বলে মনে করেছেন অনেকেই। এমন আউটকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে শুরু হয় প্রবল আলোচনা ও সমালোচনা। ম্যাচটিতে ‘ফেয়ার প্লে’র চেতনা লঙ্ঘিত হয়েছে বলে অনেকে সন্দেহ করেছেন। এমনকি ম্যাচ ছেড়ে দেওয়ার ইঙ্গিতও পাওয়া গেছে।
বিসিবি এই ঘটনাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না। এক বিবৃতিতে জানিয়েছে, বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২৪–২৫-এর উল্লিখিত ম্যাচটি নিয়ে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে তারা অবগত এবং সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি পর্যবেক্ষণ করছে। বোর্ড বলেছে, ‘ক্রিকেটে ন্যায্যতা ও নৈতিকতার প্রশ্নে বোর্ড আপসহীন। যেকোনো ধরনের দুর্নীতি বা খেলার নৈতিকতা লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের আওতাধীন সব ক্রিকেট কার্যক্রমে নিয়ম ও শৃঙ্খলা বজায় থাকবে। যেকোনো অভিযোগের প্রেক্ষিতে যথাযথ তদন্ত এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের পাশাপাশি লিগের কারিগরি কমিটিও ম্যাচটি ঘিরে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। তবে মাঠে নেমে এভাবে ভিডিও পুনর্গঠনের মাধ্যমে কাজ চালানো বিসিবির ইতিহাসে হয়তো এবারই প্রথম। এই ঘটনার তদন্ত কী মোড় নেয়, শাস্তির মুখে পড়েন কি না সংশ্লিষ্ট ক্রিকেটার বা দল-সেটা সময়ই বলে দেবে।
বিসিবির বিভিন্ন পর্যায়ের কোচ, কর্মকর্তা এবং সাবেক ক্রিকেটাররাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীসও প্রকাশ্যে নিজের হতাশা জানান। ইমরুল কায়েস নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করে গত রাতে লিখেছেন, ‘ক্রিকেট এত তুচ্ছভাবে যেন কেউ না দেখে, এত নিচে যেন না নামায়।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫