কোনো আইসিসি ইভেন্ট শুরু হলেই বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয় ভবিষ্যদ্বাণী। দল নিয়ে প্রত্যাশা কেমন—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। বাংলাদেশ দল এবার কেমন করবে, তা বলতে পারছেন না তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২ জুন শুরু হয়ে গেছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে হেরেছে ৬০ রানে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের গ্রুপে। ৮ জুন ডালাসে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ডালাসে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টুর্নামেন্টে বাংলাদেশ কেমন করবে, তা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘আসলে বলা কঠিন। প্রত্যাশা তো প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো-মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। আশা করি এগুলো আসন্ন ম্যাচগুলোয় সহায়তা করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ বছর ১১ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। বোলাররা ছন্দে থাকলেও ব্যাটাররা ধারাবাহিক হতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ব্যাটারদের ব্যর্থতায়। নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ৪০, সাকিব আল হাসানের ২৮ রান—বাংলাদেশের এ দুই ব্যাটার ছাড়া আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি। তাসকিন তবু আশা রাখছেন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘প্রতিটি ম্যাচ একটা সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের মতো ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। আমরা বোলাররা সবাই কমবেশি ছন্দে আছি। বোলিং ইউনিট নিয়ে বড় চিন্তার কিছু নাই। আশা করি, যারা খেলবে সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। যদি আমরা মোটামুটি সংগ্রহ করতে পারি, ভালো কিছু সম্ভব। উইকেট লো স্কোরিং হবে।’
আরও পড়ুন:
কোনো আইসিসি ইভেন্ট শুরু হলেই বাংলাদেশ দলকে নিয়ে শুরু হয় ভবিষ্যদ্বাণী। দল নিয়ে প্রত্যাশা কেমন—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। বাংলাদেশ দল এবার কেমন করবে, তা বলতে পারছেন না তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২ জুন শুরু হয়ে গেছে বিশ্বকাপ। বিশ্বকাপের আগে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশ সিরিজ হেরেছে। একমাত্র প্রস্তুতি ম্যাচেও ভারতের কাছে হেরেছে ৬০ রানে। বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে বাংলাদেশ পড়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের গ্রুপে। ৮ জুন ডালাসে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। ডালাসে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তাসকিন। টুর্নামেন্টে বাংলাদেশ কেমন করবে, তা নিয়ে এই তারকা পেসার বলেন, ‘আসলে বলা কঠিন। প্রত্যাশা তো প্রতিটি ম্যাচই জেতার লক্ষ্যেই খেলতে নামি। হয়তো কমবেশি হয় একেক বিভাগে। ব্যাটিং-বোলিং কোথাও না কোথাও ভালো-মন্দ হয়েছে। যেহেতু যুক্তরাষ্ট্রে সিরিজ ও প্রস্তুতি ম্যাচ খেললাম, মোটামুটি একটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। আশা করি এগুলো আসন্ন ম্যাচগুলোয় সহায়তা করবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ এ বছর ১১ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। বোলাররা ছন্দে থাকলেও ব্যাটাররা ধারাবাহিক হতে পারছেন না। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ ৪২ রানে হারিয়েছে ১০ উইকেট। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ব্যাটারদের ব্যর্থতায়। নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের ৪০, সাকিব আল হাসানের ২৮ রান—বাংলাদেশের এ দুই ব্যাটার ছাড়া আর কেউ বলার মতো পারফর্ম করতে পারেননি। তাসকিন তবু আশা রাখছেন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘প্রতিটি ম্যাচ একটা সুযোগ। বিশেষ করে বিশ্বকাপের মতো ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। আমরা বোলাররা সবাই কমবেশি ছন্দে আছি। বোলিং ইউনিট নিয়ে বড় চিন্তার কিছু নাই। আশা করি, যারা খেলবে সেরাটা দিতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট হবে। যদি আমরা মোটামুটি সংগ্রহ করতে পারি, ভালো কিছু সম্ভব। উইকেট লো স্কোরিং হবে।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে