নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের প্রথম চার দিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনের ৪ উইকেটের সঙ্গে আজ খালেদ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের এই পেসারের ৬ উইকেট পাওয়ার পর ঝোড়ো ব্যাটিংয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন সোহান। তবে সোহানের সেঞ্চুরির দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান বাংলাদেশ ‘এ’ দল করার পরই দেখা দেয় আলোকস্বল্পতা। এখানেই থেমে যায় বাংলাদেশের খেলা। স্বাগতিকেরা এখনো ৭ রানে পিছিয়ে।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। ক্লার্ক, হে-এর উইকেট দুটি নিয়ে খালেদের বোলিং বিশ্লেষণ করলে দেখা যায় ২১.২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে। ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৩৫ রান। নবম ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক। বিজয় ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ২৪ রান।
বিজয়ের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ৮১ রানে পরিণত হয় স্বাগতিকেরা। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সোহান বেধড়ক পেটাতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। ৭৪ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ১৩৮ রানের জুটি গড়েছেন। ৪৬তম ওভারের তৃতীয় বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ ক্লার্কসন।
অঙ্কন ৭৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন। বাংলাদেশের ইনিংসে এরপর ধস নামা শুরু করে। ৫ উইকেটে ২১৩ রান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ২৪৩ রান হয়ে যায় স্বাগতিকদের। ইনিংস সর্বোচ্চ ১০৭ রান করেছেন সোহান। ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কা মেরেছেন। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৬০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করেছে বাংলাদেশ। হাসান মুরাদ ১৩ রানে ব্যাটিং করছেন। মুরাদের সঙ্গী ইবাদত হোসেন চৌধুরীর রান ১।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের প্রথম চার দিনের ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথম দিনের ৪ উইকেটের সঙ্গে আজ খালেদ ২ উইকেট নিয়েছেন। বাংলাদেশের এই পেসারের ৬ উইকেট পাওয়ার পর ঝোড়ো ব্যাটিংয়ে দলকে দারুণভাবে এগিয়ে নিতে থাকেন সোহান। তবে সোহানের সেঞ্চুরির দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান বাংলাদেশ ‘এ’ দল করার পরই দেখা দেয় আলোকস্বল্পতা। এখানেই থেমে যায় বাংলাদেশের খেলা। স্বাগতিকেরা এখনো ৭ রানে পিছিয়ে।
প্রথম ইনিংসে ৬৪ ওভারে ৮ উইকেটে ২২৪ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দিনের খেলা শুরুর পর সাবলীলভাবে খেলতে থাকেন মিচ হে। মনে হচ্ছিল প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটা তিনি পেয়ে যাবেন। কিন্তু খালেদ সেটা হতে দেননি। ৭৬তম ওভারের দ্বিতীয় বলে খালেদের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন হে। ১৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় হে ৮১ রান করে ফিরলে ৭৫.২ ওভারে ২৫৬ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।
শেষ ব্যাটার হিসেবে হে আউট হওয়ার আগে নবম উইকেটে ক্রিস্টিয়ান ক্লার্কের সঙ্গে ৪৪ রানের জুটি গড়তে অবদান রাখেন। ক্লার্ক, হে-এর উইকেট দুটি নিয়ে খালেদের বোলিং বিশ্লেষণ করলে দেখা যায় ২১.২ ওভারে ৫৯ রানে ৬ উইকেট। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকে। ৮.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ৩৫ রান। নবম ওভারের তৃতীয় বলে এনামুল হক বিজয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ক্লার্ক। বিজয় ৩৭ বলে ২ চার ও ১ ছক্কায় করেছেন ২৪ রান।
বিজয়ের ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮.৫ ওভারে ৪ উইকেটে ৮১ রানে পরিণত হয় স্বাগতিকেরা। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে সোহান বেধড়ক পেটাতে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটারদের। ৭৪ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। পঞ্চম উইকেটে সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন গড়েন ১৩৮ রানের জুটি গড়েছেন। ৪৬তম ওভারের তৃতীয় বলে অঙ্কনকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ ক্লার্কসন।
অঙ্কন ৭৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৫ রান করেন। বাংলাদেশের ইনিংসে এরপর ধস নামা শুরু করে। ৫ উইকেটে ২১৩ রান থেকে মুহূর্তেই ৮ উইকেটে ২৪৩ রান হয়ে যায় স্বাগতিকদের। ইনিংস সর্বোচ্চ ১০৭ রান করেছেন সোহান। ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কা মেরেছেন। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে ৬০ ওভারে ৮ উইকেটে ২৪৯ রান করেছে বাংলাদেশ। হাসান মুরাদ ১৩ রানে ব্যাটিং করছেন। মুরাদের সঙ্গী ইবাদত হোসেন চৌধুরীর রান ১।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে