নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর এনে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ১৯৩ রানের স্বল্প পুঁজিতে নির্ভর করে লড়াইটা করেছিলেন বোলাররাই। কিন্তু নির্জীব উইকেটে লড়াই করলেও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা।
আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ড্রেসিংরুমে ফিরেছিলেন দ্রুতই। তখনই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম শতরানের জুটি গড়লেও স্কোরটা ১৯৩ তেই থামল।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানালেন, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো উচিত হয়নি তাঁদের। বললেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং আমরা কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’
মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরেকটু বড় না হওয়ার আক্ষেপও করলেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, আমরা ভেবেছিলাম, আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরেরটিতে (পরবর্তী ম্যাচে) যেতে হবে।’
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও স্পষ্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাবর আজমদের। তাই বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা এক নম্বর দল এবং এরই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিকভাবে থাকতে হবে।’
এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। লাহোরের ব্যাটিং সহায়ক উইকেটে বড় স্কোর এনে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। ১৯৩ রানের স্বল্প পুঁজিতে নির্ভর করে লড়াইটা করেছিলেন বোলাররাই। কিন্তু নির্জীব উইকেটে লড়াই করলেও ম্যাচের ফল নিজেদের পক্ষে নিয়ে আসতে পারেননি শরীফুল ইসলাম-তাসকিন আহমেদরা।
আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ৪৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ড্রেসিংরুমে ফিরেছিলেন দ্রুতই। তখনই পাকিস্তানকে বড় লক্ষ্য ছুড়ে দেওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম শতরানের জুটি গড়লেও স্কোরটা ১৯৩ তেই থামল।
ম্যাচ শেষে অধিনায়ক সাকিবও জানালেন, পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো উচিত হয়নি তাঁদের। বললেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং আমরা কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’
মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরেকটু বড় না হওয়ার আক্ষেপও করলেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, আমরা ভেবেছিলাম, আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরেরটিতে (পরবর্তী ম্যাচে) যেতে হবে।’
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের পার্থক্যও স্পষ্ট। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বাবর আজমদের। তাই বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘তারা এক নম্বর দল এবং এরই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিকভাবে থাকতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫