নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। তবে প্রসঙ্গটা যখন টেস্টের, তখন বাংলাদেশের ভান্ডার শূন্য। ২৩ বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখনো পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশ। শরীফুল ইসলাম চান এবার পাকিস্তানে ভিন্ন গল্প লিখতে।
টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ড্র। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বীরত্বে ড্র করেছিল বাংলাদেশ। খুলনা টেস্ট ছাড়া যে ২০ টেস্ট হয়েছে, সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এমনকি পাকিস্তান সফরে বাংলাদেশ এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো জয় পায়নি। ২০০১ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে সব ম্যাচই হেরেছে বাংলাদেশ।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দেশের বর্তমান অবস্থা কেমন, শরীফুলের কথায় তা বোঝা গেছে। মিরপুরে আজ সংবাদ মাধ্যমকে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে। ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গতকাল তাসকিন আহমেদসহ অনেকেই রওনা দিয়েছেন পাকিস্তানের উদ্দেশ্যে। শরীফুল এখনো যাননি। কবে যাচ্ছেন, সেই প্রসঙ্গে বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার বলেন, ‘সব ঠিক থাকলে মনে হয় ইনশা আল্লাহ কালকে যাচ্ছি।’
ফিটনেস ধরে রাখতে লাল বলে অনুশীলন চালিয়ে যেতে চান শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন,‘আমি তো দেখতেছি সবাই অনেক দিন ধরে লাল বলে অনুশীলন করছে। সবচেয়ে দেরিতে আমি যোগ দিচ্ছি। একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব ম্যানেজ করার। কারণ এখনো অনেক দিন সময় আছে। তাই ফিটনেস ধরে রেখে বোলিং করে এগোতে চাই।’
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হয়েছে গত পরশু। সেই টুর্নামেন্টে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে খেলেন শরীফুল। ৬ ম্যাচে ৫.১৭ ইকোনমিতে নেন ৭ উইকেট। কানাডার অভিজ্ঞতা পাকিস্তানে কতটা কাজে লাগবে, সেই প্রসঙ্গে শরীফুল বলেন,‘কানাডার উইকেট আর পাকিস্তানের উইকেট ভিন্ন। খেলার সংস্করণও ছিল টি-টোয়েন্টি। আর এখানে টেস্ট। পুরোপুরি ভিন্ন আর কি।’
পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ জিতেছে ৮ ম্যাচ। তবে প্রসঙ্গটা যখন টেস্টের, তখন বাংলাদেশের ভান্ডার শূন্য। ২৩ বছরে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এখনো পর্যন্ত কোনো জয় নেই বাংলাদেশ। শরীফুল ইসলাম চান এবার পাকিস্তানে ভিন্ন গল্প লিখতে।
টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ড্র। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বীরত্বে ড্র করেছিল বাংলাদেশ। খুলনা টেস্ট ছাড়া যে ২০ টেস্ট হয়েছে, সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ। এমনকি পাকিস্তান সফরে বাংলাদেশ এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে কোনো জয় পায়নি। ২০০১ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত পাকিস্তানের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচ খেলে সব ম্যাচই হেরেছে বাংলাদেশ।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলতে যাচ্ছে বাংলাদেশ। দেশের বর্তমান অবস্থা কেমন, শরীফুলের কথায় তা বোঝা গেছে। মিরপুরে আজ সংবাদ মাধ্যমকে বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন, ‘আপনারা সবাই দেখতে পাচ্ছেন দেশের অবস্থা কেমন। আমরাও যাচ্ছি এখন পাকিস্তানে খেলতে। ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব যাতে ভালো একটা জয় ছিনিয়ে আনতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে গতকাল তাসকিন আহমেদসহ অনেকেই রওনা দিয়েছেন পাকিস্তানের উদ্দেশ্যে। শরীফুল এখনো যাননি। কবে যাচ্ছেন, সেই প্রসঙ্গে বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার বলেন, ‘সব ঠিক থাকলে মনে হয় ইনশা আল্লাহ কালকে যাচ্ছি।’
ফিটনেস ধরে রাখতে লাল বলে অনুশীলন চালিয়ে যেতে চান শরীফুল। বাংলাদেশের বাঁহাতি পেসার বলেন,‘আমি তো দেখতেছি সবাই অনেক দিন ধরে লাল বলে অনুশীলন করছে। সবচেয়ে দেরিতে আমি যোগ দিচ্ছি। একটু কষ্ট হবে। তবে চেষ্টা করব ম্যানেজ করার। কারণ এখনো অনেক দিন সময় আছে। তাই ফিটনেস ধরে রেখে বোলিং করে এগোতে চাই।’
কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ শেষ হয়েছে গত পরশু। সেই টুর্নামেন্টে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স মিসিসাউগার হয়ে খেলেন শরীফুল। ৬ ম্যাচে ৫.১৭ ইকোনমিতে নেন ৭ উইকেট। কানাডার অভিজ্ঞতা পাকিস্তানে কতটা কাজে লাগবে, সেই প্রসঙ্গে শরীফুল বলেন,‘কানাডার উইকেট আর পাকিস্তানের উইকেট ভিন্ন। খেলার সংস্করণও ছিল টি-টোয়েন্টি। আর এখানে টেস্ট। পুরোপুরি ভিন্ন আর কি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে