বৃষ্টির আশঙ্কা যে ২০২৩ বিশ্বকাপে ছিল না, তা কিন্তু নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হানাও দিয়েছে, কিন্তু পরিত্যক্ত হয়নি কোনো ম্যাচ। তবে বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ঠিকমতো হয় কি না, তা নিয়ে রয়েছে অনেক শঙ্কা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে বাংলাদেশ সময় আজ বেলা আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার সময় প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাংলাদেশ সময় বেলা ২টায় বজ্রপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। ৬৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তুমুল বৃষ্টি হতে পারে। রাত ৮টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলঙ্কার হবে ৫ পয়েন্ট ও আর নিউজিল্যান্ডের হবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। পুনেতে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগবে পাকিস্তানের। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে পাকিস্তান। ১৬, ১২ ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড প্রত্যেকেরই সমান ৪ পয়েন্ট।
তা ছাড়া এ সপ্তাহের সোমবার থেকে বেঙ্গালুরুতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণত দিনে গড়ে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়। এর আগে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড এ দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। ধর্মশালায় ৪৩ ওভারে হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে জিতে চমকে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে দুবার বৃষ্টি হানা দিয়েছিল পাকিস্তানের ইনিংসে। বৃষ্টি আইনে ২১ রানে পাকিস্তান জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছিল কিউইরা। আর পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান করার পরই খেলা থেমে যায় বৃষ্টিতে।
বৃষ্টির আশঙ্কা যে ২০২৩ বিশ্বকাপে ছিল না, তা কিন্তু নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হানাও দিয়েছে, কিন্তু পরিত্যক্ত হয়নি কোনো ম্যাচ। তবে বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ঠিকমতো হয় কি না, তা নিয়ে রয়েছে অনেক শঙ্কা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে বাংলাদেশ সময় আজ বেলা আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার সময় প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাংলাদেশ সময় বেলা ২টায় বজ্রপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। ৬৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তুমুল বৃষ্টি হতে পারে। রাত ৮টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলঙ্কার হবে ৫ পয়েন্ট ও আর নিউজিল্যান্ডের হবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। পুনেতে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগবে পাকিস্তানের। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে পাকিস্তান। ১৬, ১২ ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড প্রত্যেকেরই সমান ৪ পয়েন্ট।
তা ছাড়া এ সপ্তাহের সোমবার থেকে বেঙ্গালুরুতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণত দিনে গড়ে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়। এর আগে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড এ দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। ধর্মশালায় ৪৩ ওভারে হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে জিতে চমকে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে দুবার বৃষ্টি হানা দিয়েছিল পাকিস্তানের ইনিংসে। বৃষ্টি আইনে ২১ রানে পাকিস্তান জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছিল কিউইরা। আর পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান করার পরই খেলা থেমে যায় বৃষ্টিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫