নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাওয়ালপিন্ডি টেস্ট জিতে বাংলাদেশ দল যেন সুখী পরিবার। কাল দলের সময় কেটেছে হোটেলেই, ছুটির মেজাজে। একটা দিন বিশ্রামে থাকার পর দ্বিতীয় টেস্ট সামনে রেখে শান্তরা আজ অনুশীলন করবেন ইসলামাবাদ ক্লাব মাঠে। কালকের অনুশীলন যথারীতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। দুর্দান্ত এক জয়ের পর ছুটির দিনেও ঘুরেফিরে এসেছেন সাকিব আল হাসানের প্রসঙ্গ।
দলের সেরা ক্রিকেটারকে এভাবে হত্যা মামলায় জড়ানো ভালোভাবে নিতে পারেননি সাকিবের সতীর্থরা। তাঁরা নানাভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন, পাশে থাকছেন সাকিবের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুদিন আগে জানিয়েছিলেন, প্রথম টেস্টের পর তাঁরা সিদ্ধান্ত নেবেন তারকা অলরাউন্ডারের ব্যাপারে। সূত্র জানিয়েছে, ক্রিকেটার সাকিবকে হারাতে চায় না বিসিবিও। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবকে নিয়েই নামবে বাংলাদেশ।
পরশু টেস্ট জেতার পর মুমিনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন সাকিবকে নিয়ে। কাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেসবুকে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে নতুন আলো আসবে।’
১৯১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিমও দাঁড়াচ্ছেন তাঁর বন্ধু সাকিবের পাশে, ‘সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। একজন সতীর্থ ও ভাই হিসেবে সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী। তার বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগ সমর্থন করি না। জানি, সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সব সময় তোমার পাশে আছি, বন্ধু।’ সাকিবকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন লিটন দাসও।
খানিকটা দেরি হলেও ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াব দাঁড়িয়েছে সাকিবের পাশে। কাল কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কথা বলেন বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে। তিনি কথা বলেছেন বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গেও। ক্রিকেটার থেকে শুরু করে বিসিবির নীতিনির্ধারক—সবাই ক্রিকেটার সাকিবকে মাঠে দেখতে চান। ক্রিকেটারদের সামনে আইনি সহায়তা দিতে একজন আইন উপদেষ্টা রাখার চিন্তা কোয়াবের।
বিসিবির পরিচালক হিসেবে পথচলা শুরুর পর আনুষ্ঠানিকভাবে গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি অবশ্য বিসিবির কোনো পরিচালক হিসেবে সাকিবকে নিয়ে কিছু বলতে চাইলেন না। ফাহিম বলেছেন শুধুই বাঁহাতি অলরাউন্ডারের গুরু হিসেবে, ‘বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কী করলে ভালো হবে, এসব নিয়ে কথা বলেছি।’ তিনি আরও যোগ করেছেন, ‘সাকিব উঁচু মানের একজন খেলোয়াড়। সিরিজের মধ্যে সাকিব এসব নিয়ে ভাবে না। সাকিব দলকে কতভাবে সেরাটা দিতে পারে, সেই চেষ্টাই করে। দ্বিতীয় টেস্টে সাকিবের কাছে আরও ভালো কিছু চাইছি।’
সারা দিন সাকিববিষয়ক আলোচনার মধ্যে সন্ধ্যায় আইসিসি দিল আরেক খবর। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে (ইনিংসের ৩৩তম ওভারে) ব্যাটিং প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ানকে বোলিংয়ের সময় বল ছুড়ে মারেন বাংলাদেশ অলরাউন্ডার। এই অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ কাটা যাচ্ছে, তাঁর নামের পাশে যোগ হচ্ছে ১টি ডিমেরিট পয়েন্ট।
সাকিব-ইস্যু সরিয়ে রাখলে পাকিস্তানে এখন ফুরফুরে সময় কাটাচ্ছে বাংলাদেশ। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক লিপু বললেন, ‘এমন জয় মাঠে বসে দেখার তৃপ্তিই আলাদা। ভালো লেগেছে মাঠে ক্রিকেটারদের শরীরী ভাষা।’ দলের সমন্বয় নিয়ে নতুন করে কিছু না বললেও আগে থেকে জানা গিয়েছিল, সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরছেন পেসার তাসকিন আহমেদ।
আরও পড়ুন–
রাওয়ালপিন্ডি টেস্ট জিতে বাংলাদেশ দল যেন সুখী পরিবার। কাল দলের সময় কেটেছে হোটেলেই, ছুটির মেজাজে। একটা দিন বিশ্রামে থাকার পর দ্বিতীয় টেস্ট সামনে রেখে শান্তরা আজ অনুশীলন করবেন ইসলামাবাদ ক্লাব মাঠে। কালকের অনুশীলন যথারীতি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। দুর্দান্ত এক জয়ের পর ছুটির দিনেও ঘুরেফিরে এসেছেন সাকিব আল হাসানের প্রসঙ্গ।
দলের সেরা ক্রিকেটারকে এভাবে হত্যা মামলায় জড়ানো ভালোভাবে নিতে পারেননি সাকিবের সতীর্থরা। তাঁরা নানাভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করছেন, পাশে থাকছেন সাকিবের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুদিন আগে জানিয়েছিলেন, প্রথম টেস্টের পর তাঁরা সিদ্ধান্ত নেবেন তারকা অলরাউন্ডারের ব্যাপারে। সূত্র জানিয়েছে, ক্রিকেটার সাকিবকে হারাতে চায় না বিসিবিও। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাকিবকে নিয়েই নামবে বাংলাদেশ।
পরশু টেস্ট জেতার পর মুমিনুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন সাকিবকে নিয়ে। কাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেসবুকে লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে নতুন আলো আসবে।’
১৯১ রানের মহাকাব্যিক ইনিংস খেলে রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের নায়ক মুশফিকুর রহিমও দাঁড়াচ্ছেন তাঁর বন্ধু সাকিবের পাশে, ‘সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। একজন সতীর্থ ও ভাই হিসেবে সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী। তার বিরুদ্ধে ওঠা মিথ্যা অভিযোগ সমর্থন করি না। জানি, সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সব সময় তোমার পাশে আছি, বন্ধু।’ সাকিবকে সমর্থন জানিয়ে পোস্ট করেছেন লিটন দাসও।
খানিকটা দেরি হলেও ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াব দাঁড়িয়েছে সাকিবের পাশে। কাল কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল কথা বলেন বাংলাদেশ টেস্ট দলের কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে। তিনি কথা বলেছেন বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গেও। ক্রিকেটার থেকে শুরু করে বিসিবির নীতিনির্ধারক—সবাই ক্রিকেটার সাকিবকে মাঠে দেখতে চান। ক্রিকেটারদের সামনে আইনি সহায়তা দিতে একজন আইন উপদেষ্টা রাখার চিন্তা কোয়াবের।
বিসিবির পরিচালক হিসেবে পথচলা শুরুর পর আনুষ্ঠানিকভাবে গতকাল সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন নাজমুল আবেদীন ফাহিম। তিনি অবশ্য বিসিবির কোনো পরিচালক হিসেবে সাকিবকে নিয়ে কিছু বলতে চাইলেন না। ফাহিম বলেছেন শুধুই বাঁহাতি অলরাউন্ডারের গুরু হিসেবে, ‘বোর্ডের পক্ষ থেকে নয়, আমি সাকিবের সঙ্গে কথা বলেছি গুরু হিসেবে। ওর পারফরম্যান্স নিয়ে, কীভাবে কী করলে ভালো হবে, এসব নিয়ে কথা বলেছি।’ তিনি আরও যোগ করেছেন, ‘সাকিব উঁচু মানের একজন খেলোয়াড়। সিরিজের মধ্যে সাকিব এসব নিয়ে ভাবে না। সাকিব দলকে কতভাবে সেরাটা দিতে পারে, সেই চেষ্টাই করে। দ্বিতীয় টেস্টে সাকিবের কাছে আরও ভালো কিছু চাইছি।’
সারা দিন সাকিববিষয়ক আলোচনার মধ্যে সন্ধ্যায় আইসিসি দিল আরেক খবর। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে (ইনিংসের ৩৩তম ওভারে) ব্যাটিং প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ানকে বোলিংয়ের সময় বল ছুড়ে মারেন বাংলাদেশ অলরাউন্ডার। এই অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ কাটা যাচ্ছে, তাঁর নামের পাশে যোগ হচ্ছে ১টি ডিমেরিট পয়েন্ট।
সাকিব-ইস্যু সরিয়ে রাখলে পাকিস্তানে এখন ফুরফুরে সময় কাটাচ্ছে বাংলাদেশ। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক লিপু বললেন, ‘এমন জয় মাঠে বসে দেখার তৃপ্তিই আলাদা। ভালো লেগেছে মাঠে ক্রিকেটারদের শরীরী ভাষা।’ দলের সমন্বয় নিয়ে নতুন করে কিছু না বললেও আগে থেকে জানা গিয়েছিল, সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরছেন পেসার তাসকিন আহমেদ।
আরও পড়ুন–
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫