ক্রীড়া ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
আইসিসি আজ হালনাগাদ করেছে মেয়েদের ক্রিকেটের সাপ্তাহিক র্যাঙ্কিং। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পেছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন জ্যোতি। বাংলাদেশ নারী দলের অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৬৪। তার পরেই আছেন আরেক বাংলাদেশি সুপ্তা। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা বাংলাদেশি এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৫৫৫। তিনি পিছিয়েছেন এক ধাপ। আর ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে বাংলাদেশের লেগস্পিনার রাবেয়া খান। আর বোলারদের র্যাঙ্কিংয়ে দশ নম্বর স্থানেই আছেন নাহিদা আক্তার। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৬১৮।
৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট। তাঁর রেটিং পয়েন্ট ৭২৫। তাতে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন ভারতের স্মৃতি মান্ধানা। ভারতীয় বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭১৭। চার নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুজের রেটিং পয়েন্ট ৬৮৭। পাঁচ থেকে আটে আছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার এলিস পেরি, অ্যালিসা হিলি, বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার। যাঁদের মধ্যে মুনি, গার্ডনার দুজনেই দুই ধাপ করে এগিয়েছেন।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৩ পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। দুই ও তিনে থাকা অ্যাশলে গার্ডনার ও মেগান শুটের রেটিং পয়েন্ট ৭২৪ ও ৬৯৬। উইন্ডিজ অধিনায়ক বোলারদের র্যাঙ্কিংয়ে আছেন ৯ নম্বরে। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার নারী ক্রিকেটারদের উন্নতি হয়েছে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে লঙ্কান ক্রিকেটার হারশিত সামারাবিক্রমা উঠে এসেছেন ১৮ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৮৩। আরেক লঙ্কান নিলাক্ষী সিলভা ১৮ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে।
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে চলমান ত্রিদেশীয় সিরিজে। ভারতের বিপক্ষে পরশু কলম্বোর প্রেমাদাসায় ২৭৬ রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ৭ উইকেটে করেছে ২৭৮ রান। সেই ম্যাচে ৩৩ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান নিলাক্ষী। সিরিজের অপর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৬ রান তাড়া করে লঙ্কানরা জেতে এই সিরিজেই। শ্রীলঙ্কার ওয়ানডে ইতিহাসে এটা পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি। ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে এরই মধ্যে দুই ফিফটি করেছেন সামারাবিক্রমা।
৯ থেকে ১৯ এপ্রিল লাহোরের দুই স্টেডিয়ামে হয়েছে ৬ দলের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। এই ৬ দলের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। ২৬৬ ও ২৪১ রান করে বাছাইপর্বের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন জ্যোতি ও সুপ্তা। আর রাবেয়া, নাহিদা দুই বোলারই ছয়টি করে উইকেট নেন। রাবেয়া ও নাহিদার ইকোনমি ছিল ৩.৭২ ও ৪.২৩।
আরও পড়ুন:
নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
আইসিসি আজ হালনাগাদ করেছে মেয়েদের ক্রিকেটের সাপ্তাহিক র্যাঙ্কিং। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ পেছিয়ে ২১ নম্বরে নেমে গেছেন জ্যোতি। বাংলাদেশ নারী দলের অধিনায়কের রেটিং পয়েন্ট ৫৬৪। তার পরেই আছেন আরেক বাংলাদেশি সুপ্তা। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২২ নম্বরে থাকা বাংলাদেশি এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৫৫৫। তিনি পিছিয়েছেন এক ধাপ। আর ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে বাংলাদেশের লেগস্পিনার রাবেয়া খান। আর বোলারদের র্যাঙ্কিংয়ে দশ নম্বর স্থানেই আছেন নাহিদা আক্তার। বাংলাদেশের বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৬১৮।
৭৭৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট। এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের নাটালি সাইভার ব্রান্ট। তাঁর রেটিং পয়েন্ট ৭২৫। তাতে এক ধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন ভারতের স্মৃতি মান্ধানা। ভারতীয় বাঁহাতি ব্যাটারের রেটিং পয়েন্ট ৭১৭। চার নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেইলি ম্যাথুজের রেটিং পয়েন্ট ৬৮৭। পাঁচ থেকে আটে আছেন অস্ট্রেলিয়ার চার ক্রিকেটার এলিস পেরি, অ্যালিসা হিলি, বেথ মুনি ও অ্যাশলে গার্ডনার। যাঁদের মধ্যে মুনি, গার্ডনার দুজনেই দুই ধাপ করে এগিয়েছেন।
ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১৩ পর্যন্ত স্থানের কোনো পরিবর্তন হয়নি। ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন। দুই ও তিনে থাকা অ্যাশলে গার্ডনার ও মেগান শুটের রেটিং পয়েন্ট ৭২৪ ও ৬৯৬। উইন্ডিজ অধিনায়ক বোলারদের র্যাঙ্কিংয়ে আছেন ৯ নম্বরে। সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার নারী ক্রিকেটারদের উন্নতি হয়েছে। ওয়ানডেতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে লঙ্কান ক্রিকেটার হারশিত সামারাবিক্রমা উঠে এসেছেন ১৮ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৫৮৩। আরেক লঙ্কান নিলাক্ষী সিলভা ১৮ ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৫ নম্বরে।
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল তাদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে চলমান ত্রিদেশীয় সিরিজে। ভারতের বিপক্ষে পরশু কলম্বোর প্রেমাদাসায় ২৭৬ রান তাড়া করতে নেমে ৪৯.১ ওভারে ৭ উইকেটে করেছে ২৭৮ রান। সেই ম্যাচে ৩৩ বলে ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পান নিলাক্ষী। সিরিজের অপর দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৬ রান তাড়া করে লঙ্কানরা জেতে এই সিরিজেই। শ্রীলঙ্কার ওয়ানডে ইতিহাসে এটা পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি। ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে এরই মধ্যে দুই ফিফটি করেছেন সামারাবিক্রমা।
৯ থেকে ১৯ এপ্রিল লাহোরের দুই স্টেডিয়ামে হয়েছে ৬ দলের নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব। এই ৬ দলের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। ২৬৬ ও ২৪১ রান করে বাছাইপর্বের দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন জ্যোতি ও সুপ্তা। আর রাবেয়া, নাহিদা দুই বোলারই ছয়টি করে উইকেট নেন। রাবেয়া ও নাহিদার ইকোনমি ছিল ৩.৭২ ও ৪.২৩।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে