নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটল বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে এই সেশনে ৮৭ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রান ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কা। এখন তারা এগিয়ে ৪ রানে। বৃষ্টির বাগড়ায় গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬ চারের সঙ্গে তাঁর ইনিংসে রয়েছে ২টি ছক্কার মার।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমালও ফিফটি ছাড়িয়ে গেছেন। ৯৫ বলে ৫৮ রানে অপরাজিত আছেন চান্ডিমাল। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি। তখন তাঁর রান ছিল ৪৩।
বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ আর ইবাদত হোসেন আজ সেই অর্থে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। বিশেষ করে খালেদ। এক প্রান্ত থেকে সাকিব রান আটকে রাখলেও অন্য প্রান্তে সেটার সুবিধা নিতে পারেননি কেউই। আঁটসাঁট বোলিংয়ের কারণে সাকিবকে বেশ দেখেশুনে খেলেছেন ম্যাথুস-চান্ডিমাল। এই টেস্টে মূলত বোলিংয়ের কারণে নেওয়া অফ স্পিনার মোসাদ্দেক হোসেনকে আজ এক ওভারের বেশি করানোর সাহস পাননি মুমিনুল। ওই ওভারে তিন রান দেন মোসাদ্দেক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটল বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে শ্রীলঙ্কার কোনো উইকেট ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। সাকিব আল হাসান-তাইজুল ইসলামদের হতাশা বাড়িয়ে এই সেশনে ৮৭ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রান ছাড়িয়ে গেছে শ্রীলঙ্কা। এখন তারা এগিয়ে ৪ রানে। বৃষ্টির বাগড়ায় গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৯৩ রানে অপরাজিত থেকে লাঞ্চে গেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ৬ চারের সঙ্গে তাঁর ইনিংসে রয়েছে ২টি ছক্কার মার।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমালও ফিফটি ছাড়িয়ে গেছেন। ৯৫ বলে ৫৮ রানে অপরাজিত আছেন চান্ডিমাল। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি। তখন তাঁর রান ছিল ৪৩।
বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ আর ইবাদত হোসেন আজ সেই অর্থে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। বিশেষ করে খালেদ। এক প্রান্ত থেকে সাকিব রান আটকে রাখলেও অন্য প্রান্তে সেটার সুবিধা নিতে পারেননি কেউই। আঁটসাঁট বোলিংয়ের কারণে সাকিবকে বেশ দেখেশুনে খেলেছেন ম্যাথুস-চান্ডিমাল। এই টেস্টে মূলত বোলিংয়ের কারণে নেওয়া অফ স্পিনার মোসাদ্দেক হোসেনকে আজ এক ওভারের বেশি করানোর সাহস পাননি মুমিনুল। ওই ওভারে তিন রান দেন মোসাদ্দেক।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫