বিশ্বকাপ দল থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন অন্য ওপেনারদের সুযোগ করে দিতে। চোটে পড়ে অনেক দিন টি-টোয়েন্টি না খেলায় এমন সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ওপেনার। ফাঁকা সময়টা তাই বসে না থেকে খেলতে গেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন গা গরমের অনুশীলন করেছেন তামিম। কাল ভোরে নেপালের উদ্দেশে রওনা দেন। এবারই প্রথম দেশটিতে খেলতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। হিমালয়কন্যার দেশটিতে পৌঁছে তামিম জানিয়েছেন নিজের অনুভূতির কথা, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো নেপালে আসা হয়নি। খুবই সুন্দর দেশ।’
বিশ্বকাপের পর ব্যস্ত সূচি আছে বাংলাদেশের। চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টুর্নামেন্টটি তামিমের জন্য দারুণ সুযোগ। কদিন আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা জানিয়েছেন। ইপিএল খেলতে তামিমের নিজেরও তর সইছে না। বলেছেন, ‘এখন ইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এটা দারুণ টুর্নামেন্ট হবে। আমার দলের পক্ষে ভালো কিছু করতেই এখানে এসেছি। নতুন চ্যালেঞ্জটা নিতে চাই। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
নেপালের ক্রিকেট নিয়ে খুব বেশি জানাশোনা নেই তামিমের। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই তাদের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল তাঁর। নেপালি ক্রিকেট নিয়ে ধারণা কেমন এমন প্রশ্নে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘সত্যি বলতে, এখানকার ক্রিকেট নিয়ে ভালো ধারণা নেই। নেপালের বিপক্ষেও মাত্র একটা ম্যাচই খেলেছি। লামিচান (নেপালের জাতীয় দলের লেগ স্পিনার) বিপিএলে খেলেছে, তাকে আমি চিনি। তাছাড়া কিছু খেলোয়াড়কে চিনি, তবে খুব বেশি নয়।’
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথমবার মাঠে নামবেন তামিম। নিজের সেরাটা দিতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘আমি শেষ দু-তিন মাস চোটে ছিলাম। গত দু-তিন সপ্তাহ ধরে অবশ্য ভালো বোধ করছি। দেশে কিছুটা অনুশীলনও করেছি। আশা করি এখানে শুরুটা ভালোই হবে। ম্যাচ শুরুর আগে অবশ্য কিছু বলা যাচ্ছে না। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বিশ্বকাপ দল থেকে তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছেন অন্য ওপেনারদের সুযোগ করে দিতে। চোটে পড়ে অনেক দিন টি-টোয়েন্টি না খেলায় এমন সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ ওপেনার। ফাঁকা সময়টা তাই বসে না থেকে খেলতে গেছেন নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল)।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কদিন গা গরমের অনুশীলন করেছেন তামিম। কাল ভোরে নেপালের উদ্দেশে রওনা দেন। এবারই প্রথম দেশটিতে খেলতে গেছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। হিমালয়কন্যার দেশটিতে পৌঁছে তামিম জানিয়েছেন নিজের অনুভূতির কথা, ‘আমি দারুণ রোমাঞ্চিত। আগে কখনো নেপালে আসা হয়নি। খুবই সুন্দর দেশ।’
বিশ্বকাপের পর ব্যস্ত সূচি আছে বাংলাদেশের। চোটের পর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে টুর্নামেন্টটি তামিমের জন্য দারুণ সুযোগ। কদিন আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীও একই কথা জানিয়েছেন। ইপিএল খেলতে তামিমের নিজেরও তর সইছে না। বলেছেন, ‘এখন ইপিএল খেলার জন্য উন্মুখ হয়ে আছি। আশা করি, এটা দারুণ টুর্নামেন্ট হবে। আমার দলের পক্ষে ভালো কিছু করতেই এখানে এসেছি। নতুন চ্যালেঞ্জটা নিতে চাই। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
নেপালের ক্রিকেট নিয়ে খুব বেশি জানাশোনা নেই তামিমের। এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারই তাদের বিপক্ষে খেলার সুযোগ হয়েছিল তাঁর। নেপালি ক্রিকেট নিয়ে ধারণা কেমন এমন প্রশ্নে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘সত্যি বলতে, এখানকার ক্রিকেট নিয়ে ভালো ধারণা নেই। নেপালের বিপক্ষেও মাত্র একটা ম্যাচই খেলেছি। লামিচান (নেপালের জাতীয় দলের লেগ স্পিনার) বিপিএলে খেলেছে, তাকে আমি চিনি। তাছাড়া কিছু খেলোয়াড়কে চিনি, তবে খুব বেশি নয়।’
জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর প্রথমবার মাঠে নামবেন তামিম। নিজের সেরাটা দিতে চান বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক, ‘আমি শেষ দু-তিন মাস চোটে ছিলাম। গত দু-তিন সপ্তাহ ধরে অবশ্য ভালো বোধ করছি। দেশে কিছুটা অনুশীলনও করেছি। আশা করি এখানে শুরুটা ভালোই হবে। ম্যাচ শুরুর আগে অবশ্য কিছু বলা যাচ্ছে না। আমি শুধু আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫