চোখের সমস্যায় সাকিব আল হাসান ভুগছেন গত বছর থেকেই। সেই অবস্থাতেই খেলে গেছেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ। অবস্থার উন্নতি হয়নি ২০২৪ সালে এলেও। এবারের বিপিএলের আগে ও চলার সময় তাঁকে ডাক্তার দেখাতে যেতে হয়েছে লন্ডন ও সিঙ্গাপুরে। তবে জিমি নিশামের মতে, সাকিবের কাছে এটা কোনো বাধাই নয়।
ডাক্তার দেখিয়েও যে চোখের সমস্যার সমাধান হয়নি সাকিবের। রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেননি এক ম্যাচ। এমনকি দুই ম্যাচ রংপুর পেয়েছে ‘অর্ধেক’ সাকিবকে। একাদশে থাকলেও ব্যাটিংয়ে তাঁর নামা হয়নি। রংপুরের ৯ ম্যাচের মধ্যে যে ৮ ম্যাচ তিনি খেলেছেন, প্রতিটিতেই বোলিং করেছেন। ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। এখনো পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সাকিব যৌথভাবে দ্বিতীয় তাঁরই রংপুর সতীর্থ শেখ মেহেদী হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। ম্যাচের আগে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রংপুরের জিমি নিশাম। সেখানে নিশামকে প্রশ্ন করা হয়েছিল যে এক চোখে খেলা সাকিবের জন্য সহজ কি না। কিউই অলরাউন্ডার তখন বলেন, ‘সম্ভবত তাই। যদি সে অন্ধও হয় ও চোখে দেখতেও না পায়, তবু বোলিং করতে পারবে।’
এবারের বিপিএলে নিজে প্রথম তিন ম্যাচে সাকিব যে ব্যাটিং করেন, তখন সব মিলে তাঁর রান ছিল ৪। যার মধ্যে একটা গোল্ডেন ডাকও রয়েছে। এরপরই তিনি ঘুরে দাড়িয়েছেন দুর্দান্তভাবে। দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্সের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে সাকিব করেন ৩৪,২৭ ও ৬৯ রান। যার মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ৩১ বলে করেন ৬৯ রান। ৬টি করে চার ও ছক্কা মারেন। নিশাম বলেন, ‘আমার মনে হয়, এক চোখে সাকিবের পারফরম্যান্স করাটা আরও সহজ হবে। সে একচোখেও ভালো খেলবে। সে সবসময় একজন দারুণ ক্রিকেটার। আমি আসলে জানি না, ওর চোখে কী হয়েছে। তবে সে দারুণ পারফর্ম করছে।’
চোখের সমস্যায় সাকিব আল হাসান ভুগছেন গত বছর থেকেই। সেই অবস্থাতেই খেলে গেছেন অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপ। অবস্থার উন্নতি হয়নি ২০২৪ সালে এলেও। এবারের বিপিএলের আগে ও চলার সময় তাঁকে ডাক্তার দেখাতে যেতে হয়েছে লন্ডন ও সিঙ্গাপুরে। তবে জিমি নিশামের মতে, সাকিবের কাছে এটা কোনো বাধাই নয়।
ডাক্তার দেখিয়েও যে চোখের সমস্যার সমাধান হয়নি সাকিবের। রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেননি এক ম্যাচ। এমনকি দুই ম্যাচ রংপুর পেয়েছে ‘অর্ধেক’ সাকিবকে। একাদশে থাকলেও ব্যাটিংয়ে তাঁর নামা হয়নি। রংপুরের ৯ ম্যাচের মধ্যে যে ৮ ম্যাচ তিনি খেলেছেন, প্রতিটিতেই বোলিং করেছেন। ৬.২৩ ইকোনমিতে নিয়েছেন ১৩ উইকেট। এখনো পর্যন্ত বিপিএলে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সাকিব যৌথভাবে দ্বিতীয় তাঁরই রংপুর সতীর্থ শেখ মেহেদী হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। ম্যাচের আগে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন রংপুরের জিমি নিশাম। সেখানে নিশামকে প্রশ্ন করা হয়েছিল যে এক চোখে খেলা সাকিবের জন্য সহজ কি না। কিউই অলরাউন্ডার তখন বলেন, ‘সম্ভবত তাই। যদি সে অন্ধও হয় ও চোখে দেখতেও না পায়, তবু বোলিং করতে পারবে।’
এবারের বিপিএলে নিজে প্রথম তিন ম্যাচে সাকিব যে ব্যাটিং করেন, তখন সব মিলে তাঁর রান ছিল ৪। যার মধ্যে একটা গোল্ডেন ডাকও রয়েছে। এরপরই তিনি ঘুরে দাড়িয়েছেন দুর্দান্তভাবে। দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্সের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে সাকিব করেন ৩৪,২৭ ও ৬৯ রান। যার মধ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনার বিপক্ষে ৩১ বলে করেন ৬৯ রান। ৬টি করে চার ও ছক্কা মারেন। নিশাম বলেন, ‘আমার মনে হয়, এক চোখে সাকিবের পারফরম্যান্স করাটা আরও সহজ হবে। সে একচোখেও ভালো খেলবে। সে সবসময় একজন দারুণ ক্রিকেটার। আমি আসলে জানি না, ওর চোখে কী হয়েছে। তবে সে দারুণ পারফর্ম করছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫