এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ভারতীয় হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এবার সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড গড়তে নামবেন সাকিব আল হাসান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ‘সেঞ্চুরির’ মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের অধিনায়ক।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব। রাতে আফগানদের বিপক্ষে টস করতে নামলেই নতুন রেকর্ড গড়বেন বাংলাদেশের অলরাউন্ডার। রেকর্ডটি হচ্ছে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার রেকর্ড। বাংলাদেশের হয়ে সাকিবের আগে এই রেকর্ড গড়েছেন আরও দুজন। তাঁরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে রিয়াদ খেলেছেন সর্বোচ্চ ১১৯ ম্যাচ। আর ১০০ ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। আন্তর্জাতিক অঙ্গনে ১৫তম ক্রিকেটার হিসেবে ‘সেঞ্চুরির’ রেকর্ড গড়বেন সাকিব। সব মিলিয়ে সর্বোচ্চ ১৩৩ ম্যাচ খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
২০০৬ সালে ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাংলাদেশের। সেই ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার সাকিবেরও। এখন পর্যন্ত ৯৯ ম্যাচ খেলে ২০১০ রানের সঙ্গে নিয়েছেন ১২১ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিকও তিনি। নিজের মাইলফলকের ম্যাচটি নিশ্চিতভাবে স্মরণীয় করে রাখতে চাইবেন বাংলাদেশের অধিনায়ক। এর সঙ্গে তাঁর লক্ষ্য থাকবে মোহাম্মদ নবী-রশিদ খানদের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা। আর নিশ্চিতভাবে দলের জয়ে আক্রমণের অগ্রভাগে নেতৃত্ব দিতে চাইবেন সাকিব।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ভারতীয় হিসেবে ১০০ টি-টোয়েন্টি খেলার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। এবার সংক্ষিপ্ত সংস্করণে এই রেকর্ড গড়তে নামবেন সাকিব আল হাসান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ‘সেঞ্চুরির’ মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের অধিনায়ক।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এশিয়া কাপের টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাকিব। রাতে আফগানদের বিপক্ষে টস করতে নামলেই নতুন রেকর্ড গড়বেন বাংলাদেশের অলরাউন্ডার। রেকর্ডটি হচ্ছে টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচ খেলার রেকর্ড। বাংলাদেশের হয়ে সাকিবের আগে এই রেকর্ড গড়েছেন আরও দুজন। তাঁরা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে রিয়াদ খেলেছেন সর্বোচ্চ ১১৯ ম্যাচ। আর ১০০ ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিক। আন্তর্জাতিক অঙ্গনে ১৫তম ক্রিকেটার হিসেবে ‘সেঞ্চুরির’ রেকর্ড গড়বেন সাকিব। সব মিলিয়ে সর্বোচ্চ ১৩৩ ম্যাচ খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
২০০৬ সালে ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় বাংলাদেশের। সেই ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার সাকিবেরও। এখন পর্যন্ত ৯৯ ম্যাচ খেলে ২০১০ রানের সঙ্গে নিয়েছেন ১২১ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিকও তিনি। নিজের মাইলফলকের ম্যাচটি নিশ্চিতভাবে স্মরণীয় করে রাখতে চাইবেন বাংলাদেশের অধিনায়ক। এর সঙ্গে তাঁর লক্ষ্য থাকবে মোহাম্মদ নবী-রশিদ খানদের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করা। আর নিশ্চিতভাবে দলের জয়ে আক্রমণের অগ্রভাগে নেতৃত্ব দিতে চাইবেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫