ক্রীড়া ডেস্ক
এক ম্যাচ ভালো করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে ঝলক দেখা যায় ‘হ্যালির ধূমকেতু’র মতো দীর্ঘদিন পরপর। গলে দারুণ খেলার পর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়।
বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক আয়োজন করেছে। মিরপুরে উৎসবের মুহূর্তে সুদূর কলম্বোতে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের দিন কেটেছে হতাশার মধ্যে। বাংলাদেশের বাজে পারফরম্যান্স আরও প্রকট হয়ে দেখা দেয় আজ তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শান্তর দল। হাতে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে এখনো করতে হবে ৯৬ রান।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। ২৫ বছরে বাংলাদেশের টেস্ট কত দূর এগিয়েছে—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘আপনি দেখবেন, যখন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, আমরা প্রথমে হয়তো বা ৯ বা দশে ছিলাম। এ বছর আমরা সাত নম্বরে আছি। ২৫ বছরে আমাদের ক্রিকেট অবকাঠামো কেমন ছিল, আপনারা জানেন। আপনারা শুধু ক্রিকেটারদের দোষ দেবেন, আমি মানতে নারাজ। যখন একটা দল খারাপ করে, এখানে অনেক কিছুই যুক্ত থাকে।’
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে এসে চোখে সর্ষে ফুল দেখেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই টেস্টে ৪ ইনিংস মিলিয়ে তিনি করেন ২৩ রান। যার মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে। এ ছাড়া মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেভাবে বারবার আউট হচ্ছেন, সেগুলো দৃষ্টিকটু। তাইজুল বলেন, ‘আমাদের ক্রিকেটাররা অনেক চেষ্টা করছে। আমাদের এই অবকাঠামোগুলো যেন আরও ভালো হয়। আমরা আস্তে আস্তে একটা ভালো অবস্থায় আসব। আমাদের যাঁরা কিংবদন্তি ছিলেন, তাঁরাও ভালো কিছু করেছেন। সব মিলিয়ে পাঁচ বা ছয়ে থাকা উচিত ছিল। একটু পিছিয়ে আছি।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ইনিংসের মধ্যে দুবারই ৪০০ পেরিয়েছে শ্রীলঙ্কা। গলে নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রান করার পর কলম্বোতে প্রথম ইনিংসে ৪৫৫ রান করেছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ শুধু একবারই ৪০০ করতে পেরেছে (গলে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান)। আর কলম্বোতে তো তারা ব্যাটিংয়ে শুধু হতাশাই উপহার দিচ্ছে।
তাইজুলের মতে শ্রীলঙ্কার মতো ব্যাটিংবান্ধব উইকেটে খেলার সুযোগ-সুবিধার অভাব বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটে সুযোগ-সুবিধা দেখে নিজেদের নিয়ে হতাশা কাজ করে। এরা কোন ধরনের উইকেটে প্রস্তুতি নেয় বা কী হচ্ছে এখানে। আমরাও এমন সুযোগ সুবিধা চাই। যেখানে অনেক ক্রিকেটার প্রস্তুতি নেবে। তাতে করে প্রতিযোগিতা বাড়বে।’
কলম্বোতে বাজে পারফরম্যান্সে বাংলাদেশেরই দায় বেশি মনে করছেন তাইজুল। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘এখানে সত্যি বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম, তাহলে ভালো জায়গায় থাকতাম। এখানে কারণ বড় করার কিছু নাই। আমরা দল হিসেবে বড় কিছু করতে পারিনি।’
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র চলছে। প্রতিবারই ৯ দল অংশ নিয়েছে। ২০১৯-২১, ২০২১-২৩—এই দুই চক্র বাংলাদেশ শেষ করেছে ৯ নম্বরে। সবশেষ ২০২৩-২৫ চক্র বাংলাদেশ শেষ করেছে সাত নম্বরে থেকে।
এক ম্যাচ ভালো করলে দীর্ঘদিন ঘুমিয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটারদের পারফরম্যান্সে ঝলক দেখা যায় ‘হ্যালির ধূমকেতু’র মতো দীর্ঘদিন পরপর। গলে দারুণ খেলার পর কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়।
বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক আয়োজন করেছে। মিরপুরে উৎসবের মুহূর্তে সুদূর কলম্বোতে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের দিন কেটেছে হতাশার মধ্যে। বাংলাদেশের বাজে পারফরম্যান্স আরও প্রকট হয়ে দেখা দেয় আজ তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে শান্তর দল। হাতে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশকে এখনো করতে হবে ৯৬ রান।
তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। ২৫ বছরে বাংলাদেশের টেস্ট কত দূর এগিয়েছে—সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘আপনি দেখবেন, যখন থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, আমরা প্রথমে হয়তো বা ৯ বা দশে ছিলাম। এ বছর আমরা সাত নম্বরে আছি। ২৫ বছরে আমাদের ক্রিকেট অবকাঠামো কেমন ছিল, আপনারা জানেন। আপনারা শুধু ক্রিকেটারদের দোষ দেবেন, আমি মানতে নারাজ। যখন একটা দল খারাপ করে, এখানে অনেক কিছুই যুক্ত থাকে।’
ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে দেওয়া এনামুল হক বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে এসে চোখে সর্ষে ফুল দেখেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দুই টেস্টে ৪ ইনিংস মিলিয়ে তিনি করেন ২৩ রান। যার মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে। এ ছাড়া মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা যেভাবে বারবার আউট হচ্ছেন, সেগুলো দৃষ্টিকটু। তাইজুল বলেন, ‘আমাদের ক্রিকেটাররা অনেক চেষ্টা করছে। আমাদের এই অবকাঠামোগুলো যেন আরও ভালো হয়। আমরা আস্তে আস্তে একটা ভালো অবস্থায় আসব। আমাদের যাঁরা কিংবদন্তি ছিলেন, তাঁরাও ভালো কিছু করেছেন। সব মিলিয়ে পাঁচ বা ছয়ে থাকা উচিত ছিল। একটু পিছিয়ে আছি।’
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তিন ইনিংসের মধ্যে দুবারই ৪০০ পেরিয়েছে শ্রীলঙ্কা। গলে নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রান করার পর কলম্বোতে প্রথম ইনিংসে ৪৫৫ রান করেছে লঙ্কানরা। অন্যদিকে বাংলাদেশ শুধু একবারই ৪০০ করতে পেরেছে (গলে নিজেদের প্রথম ইনিংসে ৪৯৫ রান)। আর কলম্বোতে তো তারা ব্যাটিংয়ে শুধু হতাশাই উপহার দিচ্ছে।
তাইজুলের মতে শ্রীলঙ্কার মতো ব্যাটিংবান্ধব উইকেটে খেলার সুযোগ-সুবিধার অভাব বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটে সুযোগ-সুবিধা দেখে নিজেদের নিয়ে হতাশা কাজ করে। এরা কোন ধরনের উইকেটে প্রস্তুতি নেয় বা কী হচ্ছে এখানে। আমরাও এমন সুযোগ সুবিধা চাই। যেখানে অনেক ক্রিকেটার প্রস্তুতি নেবে। তাতে করে প্রতিযোগিতা বাড়বে।’
কলম্বোতে বাজে পারফরম্যান্সে বাংলাদেশেরই দায় বেশি মনে করছেন তাইজুল। তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি স্পিনার বলেন, ‘এখানে সত্যি বলতে আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমরা যদি ভালো ক্রিকেট খেলতাম, তাহলে ভালো জায়গায় থাকতাম। এখানে কারণ বড় করার কিছু নাই। আমরা দল হিসেবে বড় কিছু করতে পারিনি।’
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র চলছে। প্রতিবারই ৯ দল অংশ নিয়েছে। ২০১৯-২১, ২০২১-২৩—এই দুই চক্র বাংলাদেশ শেষ করেছে ৯ নম্বরে। সবশেষ ২০২৩-২৫ চক্র বাংলাদেশ শেষ করেছে সাত নম্বরে থেকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে