নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
সাকিব-তামিম ইকবালের দ্বন্দ্ব, বাংলাদেশের বিশ্বকাপ-ব্যর্থতার তদন্ত সিলেটে এসে সম্পন্ন করেছে বিসিবির বিশেষ কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে আজ সাকিবের রংপুর রাইডার্স এবং তামিমের ফরচুন বরিশালের খেলা ছিল না। তাই ফাঁকা দিনটা বেছে নিয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিব-তামিমের সঙ্গে বসার ব্যাপারটি। যদিও তদন্ত ফলপ্রসূ এবং কী আলোচনা হয়েছে, সেটি এখনই প্রকাশ করতে চাননি তিনি। ক্রিকেট বোর্ডের এই পরিচালক বলেছেন, ‘এটা তো মিডিয়ায় বলার মতো ব্যাখ্যা না। কারণ, এটা খুবই গোপনীয়ভাবে করা হয়েছে। এটা যখন আসবে সামনে, তখন সবাই দেখতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবেন। দুজনের (সাকিব-তামিম) সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে তামিমের নেতৃত্ব ছেড়ে দেওয়া এবং বিশ্বকাপ দলে তাঁর জায়গা না পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভে ভক্তদের উদ্দেশে দলে সুযোগ না হওয়ার কিছু ব্যাপার ব্যাখ্যাও করেছিলেন তিনি। পরবর্তীকালে একটি টেলিভিশনে সাকিব দিয়েছেন বিস্ফোরক এক সাক্ষাৎকার। যেখানে তামিমকে নিয়ে অনেক বিষোদ্গার করেছিলেন তিনি।
সব মিলিয়ে অস্বস্তিকর এক আবহে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপেও পড়েছিল এর নেতিবাচক প্রভাব। রীতিমতো বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছিল সাকিবের দল। তামিম-সাকিব ইস্যুর পাশাপাশি কোচ-টিম ম্যানেজমেন্টের সদস্যদেরও তদন্ত করেছেন সিরাজ-আকরাম খান-মাহবুব আনামের তদন্ত কমিটি।
তবে সাকিব-তামিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, এ ব্যাপারে আপাতত নীরবই থাকলেন সিরাজ, ‘আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে, ফলপ্রসূ কী হয়েছে—এ মুহূর্তে বলতে পারব না। বললাম তো আলোচনা গতিশীল হয়েছে। দুজনকে নিয়ে আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশা আল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।’
সাকিব-তামিম ইকবালের দ্বন্দ্ব, বাংলাদেশের বিশ্বকাপ-ব্যর্থতার তদন্ত সিলেটে এসে সম্পন্ন করেছে বিসিবির বিশেষ কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে আজ সাকিবের রংপুর রাইডার্স এবং তামিমের ফরচুন বরিশালের খেলা ছিল না। তাই ফাঁকা দিনটা বেছে নিয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সাকিব-তামিমের সঙ্গে বসার ব্যাপারটি। যদিও তদন্ত ফলপ্রসূ এবং কী আলোচনা হয়েছে, সেটি এখনই প্রকাশ করতে চাননি তিনি। ক্রিকেট বোর্ডের এই পরিচালক বলেছেন, ‘এটা তো মিডিয়ায় বলার মতো ব্যাখ্যা না। কারণ, এটা খুবই গোপনীয়ভাবে করা হয়েছে। এটা যখন আসবে সামনে, তখন সবাই দেখতে পারবেন। একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবেন। দুজনের (সাকিব-তামিম) সঙ্গেই আলাদাভাবে কথা বলেছি।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে তামিমের নেতৃত্ব ছেড়ে দেওয়া এবং বিশ্বকাপ দলে তাঁর জায়গা না পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ। তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক লাইভে ভক্তদের উদ্দেশে দলে সুযোগ না হওয়ার কিছু ব্যাপার ব্যাখ্যাও করেছিলেন তিনি। পরবর্তীকালে একটি টেলিভিশনে সাকিব দিয়েছেন বিস্ফোরক এক সাক্ষাৎকার। যেখানে তামিমকে নিয়ে অনেক বিষোদ্গার করেছিলেন তিনি।
সব মিলিয়ে অস্বস্তিকর এক আবহে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপেও পড়েছিল এর নেতিবাচক প্রভাব। রীতিমতো বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছিল সাকিবের দল। তামিম-সাকিব ইস্যুর পাশাপাশি কোচ-টিম ম্যানেজমেন্টের সদস্যদেরও তদন্ত করেছেন সিরাজ-আকরাম খান-মাহবুব আনামের তদন্ত কমিটি।
তবে সাকিব-তামিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে কি না, এ ব্যাপারে আপাতত নীরবই থাকলেন সিরাজ, ‘আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে, ফলপ্রসূ কী হয়েছে—এ মুহূর্তে বলতে পারব না। বললাম তো আলোচনা গতিশীল হয়েছে। দুজনকে নিয়ে আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দেব, সব শেষ হয়ে গিয়েছে (কথা বলা) ইনশা আল্লাহ। বোর্ড মিটিংয়ে জানা যাবে সব।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫