নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একটা সময় বাংলাদেশ টি–টোয়েন্টি দলের পেস আক্রমণের মূল ভরসা ছিলেন আল আমিন হোসেন। ফর্ম আর চোটের সঙ্গে সখ্য মিলিয়ে লম্বা সময় দলের বাইরে আছেন আল আমিন। চোটে পড়ে খেলতে পারেননি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ। ধীর ধীরে মাঠে ফিরলেও আগের ভালো স্মৃতিগুলোর কথা মনে পড়লে খারাপ লাগে আল আমিনের।
২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন আল আমিন। আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, জাতীয় দল থেকে অনেকটা দূরেই আছেন তিনি। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামেরা সেই জায়গাগুলো দখল করেছেন। চোটটাই বেশি পিছিয়ে দিয়েছে তাঁকে। চোটে পড়েই লম্বা সময় মাঠের বাইরে ছিলেন আল আমিন। পায়ে অপারেশন করাতে সেখানেও ৪–৫ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে।
এখন অবশ্য বোলিং করতে শুরু করেছেন আল আমিন। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই পেসার। জাতীয় দলের সঙ্গে পুরোনো দিনের কথা বলতে গিয়ে বলেন, ‘এটা তো অবশ্য পোড়ায়। দেখা যাচ্ছে, একটা প্লেয়ার জাতীয় দলে প্রাধান্য বিস্তার করে খেলছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। এই সংস্করণ আসলেই প্রথম পছন্দ ছিলাম। এখন যে কোনো কারণে দলের সঙ্গে নেই। চেষ্টা করছি কি হতে পারত বা কি পারত না এসব চিন্তা বাদ দিয়ে কীভাবে আরও সামনে এগিয়ে যাওয়া যায়।’
২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আল আমিন। এই মুহূর্তে জাতীয় দলে ফিরতে হলে আল আমিনের সামনে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এখন বোলিং বিভাগটা আগের থেকে বেশ সমৃদ্ধও। তবুও জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন আল আমিন। এ নিয়ে বলেছেন, ‘যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম, আমাদের সামনে জাতীয় লিগের খেলা আছে। এখন মূল লক্ষ্য এই লিগে ভালো খেলা। ফিটনেস টেস্ট আছে। ফিটনেসে আরও এগিয়ে থেকে কীভাবে জাতীয় লিগ দিয়ে ভালো কামব্যাক করা যায় সেই চেষ্টার করছি।’
একটা সময় বাংলাদেশ টি–টোয়েন্টি দলের পেস আক্রমণের মূল ভরসা ছিলেন আল আমিন হোসেন। ফর্ম আর চোটের সঙ্গে সখ্য মিলিয়ে লম্বা সময় দলের বাইরে আছেন আল আমিন। চোটে পড়ে খেলতে পারেননি সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ। ধীর ধীরে মাঠে ফিরলেও আগের ভালো স্মৃতিগুলোর কথা মনে পড়লে খারাপ লাগে আল আমিনের।
২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন আল আমিন। আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, জাতীয় দল থেকে অনেকটা দূরেই আছেন তিনি। তাসকিন আহমেদ-শরীফুল ইসলামেরা সেই জায়গাগুলো দখল করেছেন। চোটটাই বেশি পিছিয়ে দিয়েছে তাঁকে। চোটে পড়েই লম্বা সময় মাঠের বাইরে ছিলেন আল আমিন। পায়ে অপারেশন করাতে সেখানেও ৪–৫ মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে।
এখন অবশ্য বোলিং করতে শুরু করেছেন আল আমিন। আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই পেসার। জাতীয় দলের সঙ্গে পুরোনো দিনের কথা বলতে গিয়ে বলেন, ‘এটা তো অবশ্য পোড়ায়। দেখা যাচ্ছে, একটা প্লেয়ার জাতীয় দলে প্রাধান্য বিস্তার করে খেলছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে। এই সংস্করণ আসলেই প্রথম পছন্দ ছিলাম। এখন যে কোনো কারণে দলের সঙ্গে নেই। চেষ্টা করছি কি হতে পারত বা কি পারত না এসব চিন্তা বাদ দিয়ে কীভাবে আরও সামনে এগিয়ে যাওয়া যায়।’
২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর থেকেই জাতীয় দলের বাইরে আল আমিন। এই মুহূর্তে জাতীয় দলে ফিরতে হলে আল আমিনের সামনে বড় চ্যালেঞ্জই অপেক্ষা করছে। এখন বোলিং বিভাগটা আগের থেকে বেশ সমৃদ্ধও। তবুও জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন আল আমিন। এ নিয়ে বলেছেন, ‘যেহেতু ৪-৫ মাস ক্রিকেটের বাইরে ছিলাম, আমাদের সামনে জাতীয় লিগের খেলা আছে। এখন মূল লক্ষ্য এই লিগে ভালো খেলা। ফিটনেস টেস্ট আছে। ফিটনেসে আরও এগিয়ে থেকে কীভাবে জাতীয় লিগ দিয়ে ভালো কামব্যাক করা যায় সেই চেষ্টার করছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫