অনলাইন ডেস্ক
২০২৩ থেকে ২০২৫—বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা তিন আসর হচ্ছে সাত দল নিয়ে। দল বাড়লে স্বাভাবিকভাবেই দেশীয় ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন বেশি। তবে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, দলের সংখ্যা কম হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে আসেন তামিম। বিপিএলে দল সংখ্যা কেন কম হওয়া উচিত, সেই ব্যাখ্যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কথা উল্লেখ করেছেন। কয়েক মাস পর শুরু হতে যাওয়া পিএসএল হচ্ছে ৬ দল নিয়ে।
তামিমের মতে পিএসএলের মান ভালো হওয়ায় সেই টুর্নামেন্টের প্রতি বিদেশিদের আগ্রহ বেশি থাকে। বরিশাল অধিনায়ক বলেন, ‘সেখানে (পিএসএল) ক্রিকেটের মান অনেক ভালো। আমরা ৭-৮ দল নিয়ে শুরু করি। ক্রিকেটাররা বলতে পারে দল বেশি থাকলে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়ে। তবে দল কমলে প্রতিযোগিতাও তো বাড়ে। এনসিএল, ঘরোয়া ক্রিকেটে ভালো করার ক্ষুধাটা তখন বাড়বে। আমি মনে করি ৬ দলের বেশি হওয়া উচিত নয়। ৫ দলের টুর্নামেন্ট হলে ভালো হয়।’ সবশেষ ২০২২ সালে ৬ দল নিয়ে হয়েছিল বিপিএল।
বিশ্বের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো বিপিএলেও সাধারণত একাদশে চার বিদেশি ক্রিকেটার থাকেন। তবে গত রাতে সংবাদ সম্মেলনে যখন বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমিয়ে দুইয়ে আনার কথা বলা হলো, তামিম সেখানে সহমত পোষণ করেননি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘দুই বিদেশি না। চার বিদেশিই ঠিক মনে করি। আমাদের চেয়ে অনেক বেশি বিদেশি পিএসএলে খেলে। অথচ পিএসএল এক সময় পাঁচ দল নিয়ে হয়েছিল।’ তামিমের মতে অক্টোবর-নভেম্বরের দিকে বিপিএল হলে ভালো হয়। কারণ, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বিপিএল আয়োজন করা হলে এসএ টোয়েন্টি, বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি—এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়।
ক্রিকেটারদের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে দুর্বার রাজশাহী কম সমালোচিত হচ্ছে না। দেশি-বিদেশি সব ক্রিকেটারদেরই পারিশ্রমিক দিতে না পারার অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে। তাঁর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের বিপিএল সম্পৃক্ততার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই। খেলা মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না হওয়া--ইত্যকার অভিযোগ শফিকের বিরুদ্ধে।
পারিশ্রমিক বিতর্কের প্রসঙ্গ যখন এল, তামিম তখন ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) কাঠগড়ায় তুলেছেন। বরিশালের অধিনায়ক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় অনেক সতর্ক হওয়া উচিত। দিন শেষে একটা দল যদি ক্রিকেটারদের পারিশ্রমিক না দিতে পারে...আগে এমন হয়েছে ৫০ শতাংশ টাকা বাকি। দর-কষাকষি করে ২৫ শতাংশ দেওয়ার পর ক্রিকেটাররা খুশি হয়ে চলে যায়। ক্রিকেটারদের কোনো দোষ নেই। ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির দোষ। তারা এমন দর-কষাকষি কেন ক্রিকেটারদের সঙ্গে করে?’
২০২৩ থেকে ২০২৫—বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা তিন আসর হচ্ছে সাত দল নিয়ে। দল বাড়লে স্বাভাবিকভাবেই দেশীয় ক্রিকেটাররা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন বেশি। তবে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, দলের সংখ্যা কম হলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত রাতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফরচুন বরিশালের প্রতিনিধি হয়ে আসেন তামিম। বিপিএলে দল সংখ্যা কেন কম হওয়া উচিত, সেই ব্যাখ্যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কথা উল্লেখ করেছেন। কয়েক মাস পর শুরু হতে যাওয়া পিএসএল হচ্ছে ৬ দল নিয়ে।
তামিমের মতে পিএসএলের মান ভালো হওয়ায় সেই টুর্নামেন্টের প্রতি বিদেশিদের আগ্রহ বেশি থাকে। বরিশাল অধিনায়ক বলেন, ‘সেখানে (পিএসএল) ক্রিকেটের মান অনেক ভালো। আমরা ৭-৮ দল নিয়ে শুরু করি। ক্রিকেটাররা বলতে পারে দল বেশি থাকলে স্থানীয় ক্রিকেটারদের খেলার সুযোগ বাড়ে। তবে দল কমলে প্রতিযোগিতাও তো বাড়ে। এনসিএল, ঘরোয়া ক্রিকেটে ভালো করার ক্ষুধাটা তখন বাড়বে। আমি মনে করি ৬ দলের বেশি হওয়া উচিত নয়। ৫ দলের টুর্নামেন্ট হলে ভালো হয়।’ সবশেষ ২০২২ সালে ৬ দল নিয়ে হয়েছিল বিপিএল।
বিশ্বের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো বিপিএলেও সাধারণত একাদশে চার বিদেশি ক্রিকেটার থাকেন। তবে গত রাতে সংবাদ সম্মেলনে যখন বিদেশি ক্রিকেটারের সংখ্যা কমিয়ে দুইয়ে আনার কথা বলা হলো, তামিম সেখানে সহমত পোষণ করেননি। বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘দুই বিদেশি না। চার বিদেশিই ঠিক মনে করি। আমাদের চেয়ে অনেক বেশি বিদেশি পিএসএলে খেলে। অথচ পিএসএল এক সময় পাঁচ দল নিয়ে হয়েছিল।’ তামিমের মতে অক্টোবর-নভেম্বরের দিকে বিপিএল হলে ভালো হয়। কারণ, জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে বিপিএল আয়োজন করা হলে এসএ টোয়েন্টি, বিগ ব্যাশ, আইএল টি-টোয়েন্টি—এই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যায়।
ক্রিকেটারদের পারিশ্রমিক-বিতর্ক নিয়ে দুর্বার রাজশাহী কম সমালোচিত হচ্ছে না। দেশি-বিদেশি সব ক্রিকেটারদেরই পারিশ্রমিক দিতে না পারার অভিযোগ ওঠে ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানের বিরুদ্ধে। তাঁর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভ্যালেন্টাইন গ্রুপের বিপিএল সম্পৃক্ততার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে টুর্নামেন্ট শুরুর আগেই। খেলা মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না হওয়া--ইত্যকার অভিযোগ শফিকের বিরুদ্ধে।
পারিশ্রমিক বিতর্কের প্রসঙ্গ যখন এল, তামিম তখন ফ্র্যাঞ্চাইজির পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) কাঠগড়ায় তুলেছেন। বরিশালের অধিনায়ক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় অনেক সতর্ক হওয়া উচিত। দিন শেষে একটা দল যদি ক্রিকেটারদের পারিশ্রমিক না দিতে পারে...আগে এমন হয়েছে ৫০ শতাংশ টাকা বাকি। দর-কষাকষি করে ২৫ শতাংশ দেওয়ার পর ক্রিকেটাররা খুশি হয়ে চলে যায়। ক্রিকেটারদের কোনো দোষ নেই। ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির দোষ। তারা এমন দর-কষাকষি কেন ক্রিকেটারদের সঙ্গে করে?’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে