অনলাইন ডেস্ক
চিটাগং কিংস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে বিপিএল শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে বাংলাদেশের ক্রিকেটারদের এখন ঝাঁপিয়ে পড়তে হবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। বিপিএল খেললেও তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের আইসিসির ইভেন্টের জন্য প্রস্তুতি ভালো হয়নি বলে মনে করেন ফিল সিমন্স।
চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এ বছরের ব্যস্ততা শুরু হবে এই টুর্নামেন্ট দিয়েই। আইসিসির ইভেন্ট সামনে রেখে মিরপুরে এরই মধ্যে শুরু হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন ক্যাম্প। ক্রিকেটারদের অনুশীলনের মাঝে আজ মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন সিমন্স।
২০ ওভারের ম্যাচ খেলে ৫০ ওভার ম্যাচের প্রস্তুতি পুরোপুরি হয় না, সিমন্স নিজেও মানেন এটা। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটি সেরা প্রস্তুতি নয়। তবে একটি বিষয় যোগ করব, তারা ক্রিকেট খেলেছে এবং সাদা বলের ক্রিকেট খেলেছে। যার অর্থ তাদের স্কিল ঠিকঠাক রয়েছে। আমার মনে হয়, আমাদের পরবর্তী ছয় বা সাত দিনে তাদের মনকে ৫০ ওভারের ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হবে। তাদের স্কিল তো ঠিকঠাকই আছে। আমরা তা পারফরম্যান্সে দেখেছি। এখন শুধু ৫০ ওভারের মানসিকতা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ।’
২০১৭-এর পর এবারই হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর আগের সেবার বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। অথচ এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে সংস্করণে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। গত বছর তিনটি ওয়ানডে সিরিজ খেলে জিতেছে কেবল একটি। বাংলাদেশ এবার চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারবে কি না, এই প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘আমি এখানে থাকতাম না যদি এটি বিশ্বাস না করতাম। আমি মনে করি, যখন আপনি একটি টুর্নামেন্টে যান, আপনি সর্বোত্তমভাবে চেষ্টা করেন এবং সেই দিনে সেরা খেলা খেলেন। আমি মনে করি, আমরা ক্যারিবিয়ানে অনেক অগ্রগতি করেছি, বিশেষ করে সফরের দিক থেকে, কারণ আমি জানি যে সাম্প্রতিক সফরগুলো কিছুটা শক্তিশালী ছিল না, কিন্তু আমি মনে করি, আমরা যদি আমাদের সেরাটা খেলি, তবে আমাদের একটি খুব ভালো সুযোগ থাকবে।’
তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল টানা দুই বার জিতল বিপিএল শিরোপা। ক্যারিয়ারের প্রথম বিপিএল শিরোপা শান্ত জিতেছেন এবারই। অথচ সদ্য শেষ হওয়া বিপিএলে ফরচুন বরিশালের ১৪ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন কেবল ৫ ম্যাচ। যদিও এই শান্তর নেতৃত্বে কদিন পর চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের প্রসঙ্গ আসতেই সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘একটি বিষয় আমি বলব যে, যখন সে খেলেনি বা ম্যাচের বাইরে ছিল, তখনো সে কঠোর পরিশ্রম করেছে। আসলে এখানে মানসিক মনোভাবটা ভালো থাকা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে সে অনেক পরিশ্রম করেছে। সে মানসিকভাবে ঠিকই আছে। আমি আশাবাদী যে সে তার পরিশ্রম চালিয়ে যাবে।’
শান্তর বরিশালের একাদশে সুযোগ না পাওয়ার কারণ হিসেবে তামিম ফর্ম ইস্যু এড়িয়ে গিয়েছিলেন ঠিকই। তবে শান্ত যে ৫ ম্যাচে সুযোগ পেয়েছেন, বলার মতো কিছু করতে পারেননি। ১১৯.১৪ স্ট্রাইকরেটে করেছিলেন ৫৬ রান। গড় ছিল ১১.২।
চিটাগং কিংস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে বিপিএল শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষে বাংলাদেশের ক্রিকেটারদের এখন ঝাঁপিয়ে পড়তে হবে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। বিপিএল খেললেও তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের আইসিসির ইভেন্টের জন্য প্রস্তুতি ভালো হয়নি বলে মনে করেন ফিল সিমন্স।
চ্যাম্পিয়নস ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এ বছরের ব্যস্ততা শুরু হবে এই টুর্নামেন্ট দিয়েই। আইসিসির ইভেন্ট সামনে রেখে মিরপুরে এরই মধ্যে শুরু হয়েছে রুদ্ধদ্বার অনুশীলন ক্যাম্প। ক্রিকেটারদের অনুশীলনের মাঝে আজ মিরপুরে সংবাদ সম্মেলন করেছেন সিমন্স।
২০ ওভারের ম্যাচ খেলে ৫০ ওভার ম্যাচের প্রস্তুতি পুরোপুরি হয় না, সিমন্স নিজেও মানেন এটা। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটি সেরা প্রস্তুতি নয়। তবে একটি বিষয় যোগ করব, তারা ক্রিকেট খেলেছে এবং সাদা বলের ক্রিকেট খেলেছে। যার অর্থ তাদের স্কিল ঠিকঠাক রয়েছে। আমার মনে হয়, আমাদের পরবর্তী ছয় বা সাত দিনে তাদের মনকে ৫০ ওভারের ক্রিকেটের জন্য প্রস্তুত করতে হবে। তাদের স্কিল তো ঠিকঠাকই আছে। আমরা তা পারফরম্যান্সে দেখেছি। এখন শুধু ৫০ ওভারের মানসিকতা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ।’
২০১৭-এর পর এবারই হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আট বছর আগের সেবার বাংলাদেশ খেলেছিল সেমিফাইনাল। অথচ এবার চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডে সংস্করণে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। গত বছর তিনটি ওয়ানডে সিরিজ খেলে জিতেছে কেবল একটি। বাংলাদেশ এবার চ্যাম্পিয়নস ট্রফি জিততে পারবে কি না, এই প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘আমি এখানে থাকতাম না যদি এটি বিশ্বাস না করতাম। আমি মনে করি, যখন আপনি একটি টুর্নামেন্টে যান, আপনি সর্বোত্তমভাবে চেষ্টা করেন এবং সেই দিনে সেরা খেলা খেলেন। আমি মনে করি, আমরা ক্যারিবিয়ানে অনেক অগ্রগতি করেছি, বিশেষ করে সফরের দিক থেকে, কারণ আমি জানি যে সাম্প্রতিক সফরগুলো কিছুটা শক্তিশালী ছিল না, কিন্তু আমি মনে করি, আমরা যদি আমাদের সেরাটা খেলি, তবে আমাদের একটি খুব ভালো সুযোগ থাকবে।’
তামিম ইকবালের নেতৃত্বে ফরচুন বরিশাল টানা দুই বার জিতল বিপিএল শিরোপা। ক্যারিয়ারের প্রথম বিপিএল শিরোপা শান্ত জিতেছেন এবারই। অথচ সদ্য শেষ হওয়া বিপিএলে ফরচুন বরিশালের ১৪ ম্যাচের মধ্যে খেলতে পেরেছেন কেবল ৫ ম্যাচ। যদিও এই শান্তর নেতৃত্বে কদিন পর চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে বাংলাদেশ। নিয়মিত অধিনায়কের প্রসঙ্গ আসতেই সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘একটি বিষয় আমি বলব যে, যখন সে খেলেনি বা ম্যাচের বাইরে ছিল, তখনো সে কঠোর পরিশ্রম করেছে। আসলে এখানে মানসিক মনোভাবটা ভালো থাকা গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে সে অনেক পরিশ্রম করেছে। সে মানসিকভাবে ঠিকই আছে। আমি আশাবাদী যে সে তার পরিশ্রম চালিয়ে যাবে।’
শান্তর বরিশালের একাদশে সুযোগ না পাওয়ার কারণ হিসেবে তামিম ফর্ম ইস্যু এড়িয়ে গিয়েছিলেন ঠিকই। তবে শান্ত যে ৫ ম্যাচে সুযোগ পেয়েছেন, বলার মতো কিছু করতে পারেননি। ১১৯.১৪ স্ট্রাইকরেটে করেছিলেন ৫৬ রান। গড় ছিল ১১.২।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে