টেস্ট ম্যাচ জয় দূরে থাক, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশের কোনো জয়ই ছিল না। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এবার সেই ডেডলক ভেঙেছে। পাকিস্তানকে তাদের মাঠে বাংলাদেশ করেছে ধবলধোলাইও। তামিম ইকবালের কাছে এটাই বাংলাদেশের সেরা অর্জন।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিই হয়েছে রাওয়ালপিন্ডিতে। রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ নিয়েছে ১১৭ রানের লিড। পাকিস্তানের বিপক্ষে ৫৬৫ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল, সেটা তো পরে বোঝাই গেল। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ক্রিকইনফোতে তামিম বলেন, ‘টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এটা। দল যেভাবে খেলেছে, সত্যিই দুর্দান্ত ছিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৮০ (৬ উইকেটে ৪৪৮ রানের ইনিংস ঘোষণা) করল মনে হয়। তারপর বাংলাদেশ যেভাবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল, বোলিং করল। দুই বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ।’
প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্ট জিততে স্বাভাবিকভাবেই মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। স্বাগতিকদের আগুনে বোলিংয়ে ২৬ রানে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেট নিয়েছেন। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের প্রশংসা করে তামিম বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো সেটা আমরা জানি। বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ মুহূর্ত। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সেখান থেকে এসে ম্যাচ জিতলাম। এটা অবশ্যই অনেকে দীর্ঘদিন মনে রাখবেন।’
তামিম আরও বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টির ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছিলেন। টেস্ট ক্রিকেটাররা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে ক্যাম্প করছিল। এটা বিসিবির নতুন উদ্যোগ। ক্যাম্প হয়েছে দেড় মাসের মতো। মুশফিক, মুমিনুল, মেহেদীরা সেখানে ছিল। স্থানীয় কোচদের অনেক কৃতিত্ব রয়েছে। তারা সেই ক্যাম্পে কাজ করছিল। জয়ের পর লোকে এমন জিনিসও অনেক সময় ভুলে যায়।’
আরও পড়ুন—
টেস্ট ম্যাচ জয় দূরে থাক, পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশের কোনো জয়ই ছিল না। নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ এবার সেই ডেডলক ভেঙেছে। পাকিস্তানকে তাদের মাঠে বাংলাদেশ করেছে ধবলধোলাইও। তামিম ইকবালের কাছে এটাই বাংলাদেশের সেরা অর্জন।
বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিই হয়েছে রাওয়ালপিন্ডিতে। রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে বাংলাদেশ। যেখানে প্রথম টেস্টে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর বাংলাদেশ নিয়েছে ১১৭ রানের লিড। পাকিস্তানের বিপক্ষে ৫৬৫ রান বাংলাদেশের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান। পাকিস্তান অধিনায়ক শান মাসুদের ইনিংস ঘোষণার সিদ্ধান্ত যে কত বড় ভুল ছিল, সেটা তো পরে বোঝাই গেল। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ক্রিকইনফোতে তামিম বলেন, ‘টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন এটা। দল যেভাবে খেলেছে, সত্যিই দুর্দান্ত ছিল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান ৪৮০ (৬ উইকেটে ৪৪৮ রানের ইনিংস ঘোষণা) করল মনে হয়। তারপর বাংলাদেশ যেভাবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল, বোলিং করল। দুই বিভাগেই দারুণ করেছে বাংলাদেশ।’
প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্ট জিততে স্বাভাবিকভাবেই মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। স্বাগতিকদের আগুনে বোলিংয়ে ২৬ রানে ৬ উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের ১৬৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ১০ উইকেট নিয়ে বাংলাদেশের পেসাররা প্রথমবারের মতো টেস্টে ১০ উইকেট নিয়েছেন। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের প্রশংসা করে তামিম বলেন, ‘রাওয়ালপিন্ডির উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো সেটা আমরা জানি। বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছে। বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ মুহূর্ত। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর সেখান থেকে এসে ম্যাচ জিতলাম। এটা অবশ্যই অনেকে দীর্ঘদিন মনে রাখবেন।’
তামিম আরও বলেন, ‘ওয়ানডে, টি-টোয়েন্টির ক্রিকেটাররা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছিলেন। টেস্ট ক্রিকেটাররা বাংলাদেশ টাইগার্সের সঙ্গে ক্যাম্প করছিল। এটা বিসিবির নতুন উদ্যোগ। ক্যাম্প হয়েছে দেড় মাসের মতো। মুশফিক, মুমিনুল, মেহেদীরা সেখানে ছিল। স্থানীয় কোচদের অনেক কৃতিত্ব রয়েছে। তারা সেই ক্যাম্পে কাজ করছিল। জয়ের পর লোকে এমন জিনিসও অনেক সময় ভুলে যায়।’
আরও পড়ুন—
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫