Ajker Patrika

সাকিবকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের রহস্যময় পোস্ট

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৮: ০২
সাকিবকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের রহস্যময় পোস্ট

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) সাকিব আল হাসান আলো ছড়াতে পারছেন না। ব্যাটিং কিংবা বোলিং—লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স তাঁর থেকে কোনো বিভাগ থেকেই আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে ফর্মে ফেরাতে যেন অভিনব এক পন্থা বেছে নিল ফ্র্যাঞ্চাইজিটি। 

বাংলাদেশ সময় আজ বেলা ১টা ৩৯ মিনিটে সাকিবকে নিয়ে নিজেদের ফেসবুক পেজে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স একটি পোস্ট করেছে। ৩ সেকেন্ডের ছোট্ট এক ভিডিওতে ক্যাপশন দিয়েছে, ‘তাঁর ছায়া দেখে আপনি কোনো বোলারকে চিনতে পারবেন না। ছায়াটা দেখুন।’ ছায়াতে সাকিবের মতো বাঁহাতি স্পিনারের অ্যাকশনে বোলিং করতে দেখা গেছে। পোস্টে ক্যাপশন দিয়েছে, ‘বাঘ যখন হাঁটে, জঙ্গল বোঝে।’ পোস্টের পর বাঘের ইমোজি ক্যাপশন দিয়েছে। সাকিব আল হাসানের নাম উল্লেখ করেছে। হ্যাশট্যাগ দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের নাম উল্লেখ করেছে। লস অ্যাঞ্জেলেস পোস্টটি করার দুই ঘণ্টা না পেরোতেই প্রায় আড়াই হাজার রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য হয়েছে সাড়ে তিন শতাধিক। কমেন্ট বক্সে লস অ্যাঞ্জেলেসের মতো বাংলাদেশের অনেকে সাকিবকে বাঘ বলে উল্লেখ করেছেন।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ খেলবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ১টায় মরিসভিলের চার্চ স্ট্রিট পার্কে শুরু হবে ম্যাচটি। সাকিবের বোলিং নিয়ে যে পোস্ট করেছে লস অ্যাঞ্জেলেস, বাংলাদেশের তারকা অলরাউন্ডার ভুগছেন সেই বিভাগেই। ৩ ম্যাচে ৭ ওভার বোলিং করেছেন। ১১.৭১ ইকোনমিতে ৮২ রান খরচ করে নিয়েছেন ১ উইকেট। ১৩০.৪৩ স্ট্রাইকরেটে করেছেন ৬০ রান। গড় ২০। এমনকি জার্সি কামড়ে ব্যাটিং করতে দেখা গেছে তাঁকে। 

এমএলসির পয়েন্ট তালিকায় চারে রয়েছে লস অ্যাঞ্জেলেস। ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে তাদের পয়েন্ট ২। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ওয়াশিংটন ফ্রিডম, টেক্সাস সুপার কিংস, এমআই নিউইয়র্কের পয়েন্ট ৫, ৪ ও ৩। যার মধ্যে টেক্সাস খেলেছে চার ম্যাচ। বাকি তিন দল খেলেছে তিনটি করে ম্যাচ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত