নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এনামুল হক বিজয়ের কাছে অনেকটা মরীচিকার মতো। যতটা না সুযোগ পেয়েছেন, তার চেয়ে বেশি সময় বাইরে থাকতে হয়েছে তাঁকে। এমনকি কোনো সিরিজের দলে সুযোগ পেলেও একাদশে থাকবেন কি না, সেই নিশ্চয়তা থাকে না।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে যান বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি—সব মিলিয়ে ৫১ সেঞ্চুরি করেছেন তিনি। গত পরশু মিরপুরে স্বীকৃত ক্রিকেটে ৫১তম সেঞ্চুরির দিনে বিজয় আজকের পত্রিকার সঙ্গে যখন কথা বলছিলেন, তখনো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেনি।
সিলেটে পরশু বাংলাদেশ হেরে যাওয়ার দিন বিজয়কে নিয়েই শেষমেশ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। তবে চট্টগ্রাম টেস্টে একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করে বলার উপায় নেই। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছি। কখনো বুঝতে পারিনি, একাদশে থাকছি না কেন; আবার হঠাৎ দলে ডাকও পাচ্ছি। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। জাতীয় দলে রাখা, না-রাখা সম্পূর্ণ বিসিবির বিষয়। শুধু এটুকু বলতে পারি, নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। আমি সঠিক ছিলাম। নিজেকে পূর্ণ প্রস্তুত মনে হয়েছে।’
দলে হঠাৎ ডাক পেলেও একাদশে সুযোগ না পাওয়ার ঘটনা বিজয়ের সঙ্গে ঘটেছে। আঙুলের চোটে সাকিব আল হাসানের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিজয়কে নেওয়া হয় বিশ্বকাপ দলে। তবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বিজয়ের সময় কাটে বেঞ্চে বসে। আরও একটু সুযোগ পেলে ক্যারিয়ারটা অন্য রকম হতে পারত বলে মনে করেন তিনি। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘বিসিবির সবাইকে আমি শ্রদ্ধা করি। আমার পক্ষে বা বিপক্ষে যে অবস্থানেই থাকুন না কেন। আমি কখনো কাউকে দোষ দিতে চাইনি। জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টাও তাঁদের সিদ্ধান্ত। আমাকে নিয়ে তাঁরা কী ভেবেছেন, সেটি তাঁরাই ভালো জানেন। তবে আমার মনে হয়েছে, যতটুকু সুযোগ পেয়েছি, সেটিকে যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করেছি। যদি আরও ধারাবাহিক সুযোগ পেতাম, হয়তো ছবিটা ভিন্ন হতে পারত।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ বিজয় খেলেছেন ২০২৪-এর মার্চে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২২ বলে ১২ রান করেছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন এবারের ডিপিএলে। ৮৭৪ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলা এনামুল হক বিজয়ের কাছে অনেকটা মরীচিকার মতো। যতটা না সুযোগ পেয়েছেন, তার চেয়ে বেশি সময় বাইরে থাকতে হয়েছে তাঁকে। এমনকি কোনো সিরিজের দলে সুযোগ পেলেও একাদশে থাকবেন কি না, সেই নিশ্চয়তা থাকে না।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে যান বিজয়। প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’, টি-টোয়েন্টি—সব মিলিয়ে ৫১ সেঞ্চুরি করেছেন তিনি। গত পরশু মিরপুরে স্বীকৃত ক্রিকেটে ৫১তম সেঞ্চুরির দিনে বিজয় আজকের পত্রিকার সঙ্গে যখন কথা বলছিলেন, তখনো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেনি।
সিলেটে পরশু বাংলাদেশ হেরে যাওয়ার দিন বিজয়কে নিয়েই শেষমেশ দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। তবে চট্টগ্রাম টেস্টে একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করে বলার উপায় নেই। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ৩২ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছি। কখনো বুঝতে পারিনি, একাদশে থাকছি না কেন; আবার হঠাৎ দলে ডাকও পাচ্ছি। আমি কারও বিরুদ্ধে কথা বলতে চাই না। জাতীয় দলে রাখা, না-রাখা সম্পূর্ণ বিসিবির বিষয়। শুধু এটুকু বলতে পারি, নিজের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখিনি। আমি সঠিক ছিলাম। নিজেকে পূর্ণ প্রস্তুত মনে হয়েছে।’
দলে হঠাৎ ডাক পেলেও একাদশে সুযোগ না পাওয়ার ঘটনা বিজয়ের সঙ্গে ঘটেছে। আঙুলের চোটে সাকিব আল হাসানের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পর বিজয়কে নেওয়া হয় বিশ্বকাপ দলে। তবে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচে বিজয়ের সময় কাটে বেঞ্চে বসে। আরও একটু সুযোগ পেলে ক্যারিয়ারটা অন্য রকম হতে পারত বলে মনে করেন তিনি। বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘বিসিবির সবাইকে আমি শ্রদ্ধা করি। আমার পক্ষে বা বিপক্ষে যে অবস্থানেই থাকুন না কেন। আমি কখনো কাউকে দোষ দিতে চাইনি। জাতীয় দলে পর্যাপ্ত সুযোগ না পাওয়ার বিষয়টাও তাঁদের সিদ্ধান্ত। আমাকে নিয়ে তাঁরা কী ভেবেছেন, সেটি তাঁরাই ভালো জানেন। তবে আমার মনে হয়েছে, যতটুকু সুযোগ পেয়েছি, সেটিকে যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করেছি। যদি আরও ধারাবাহিক সুযোগ পেতাম, হয়তো ছবিটা ভিন্ন হতে পারত।’
বাংলাদেশের জার্সিতে সবশেষ ম্যাচ বিজয় খেলেছেন ২০২৪-এর মার্চে। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২২ বলে ১২ রান করেছিলেন তিনি। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন এবারের ডিপিএলে। ৮৭৪ রান করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে চারটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫