নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৬৭ রানে পড়েছিল বাংলাদেশের পঞ্চম উইকেট। অ্যাডাম জাম্পার বলে ম্যাথু ওয়েডের স্টাম্পিংয়ের শিকার মেহেদী হাসান। ম্যাচ জিততে তখনো প্রয়োজন ৫৫ রান। বল ছিল ৫২টি। স্বাভাবিকভাবে চাপে ছিল বাংলাদেশের ড্রেসিংরুম।
দারুণ এক জুটিতে সেই চাপ সরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দলের ড্রেসিংরুম ‘ঠান্ডা’ তো তাঁরাই রেখেছেন। ম্যাচ জেতার পর তাই দুই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১.২ ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে ফিরে গেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রানের জুটিতে আর চাপ বাড়তে দেননি আফিফ ও সোহান। দলকে ম্যাচ জিতিয়ে ফিরিয়েছেন ৮ বল বাকি থাকতেই।
৩১ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন আফিফ। কালকের ৩ রানের ব্যর্থতা পেছনে রেখে ২১ বলে ২২ রানের ইনিংসে অপরাজিত ছিলেন সোহান। ম্যাচ শেষে দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ, ‘খুবই ভালো লেগেছে যে আফিফ ও সোহান লড়াই করে গেছে, আমাদের শেষ পর্যন্ত নিয়ে গেছে। শুরুতে কয়েক উইকেট পড়ায় ড্রেসিংরুমে খানিকটা চাপ তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে সেটাই ছিল স্বস্তির।’
অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে পারায় বোলারদেরও প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ১২১ রানের মধ্যে আটকে রেখেছে। এ ধরনের কন্ডিশনে মোস্তাফিজ সব সময়ই কার্যকরী। শরিফুলও খুবই ভালো বোলিং করেছে, অন্য বোলাররাও রান দিয়েছে কম। বাকি ম্যাচগুলোতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
৪ ওভারে ২২ রানে ১ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ১৭ বলে করেছেন ২৬ রান। দলের সেরা তারকাকেও প্রশংসার ভাগ দিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘সাকিব ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আবার বুঝিয়ে দিয়েছে আমাদের জন্য তার গুরুত্ব কতটা।’
৬৭ রানে পড়েছিল বাংলাদেশের পঞ্চম উইকেট। অ্যাডাম জাম্পার বলে ম্যাথু ওয়েডের স্টাম্পিংয়ের শিকার মেহেদী হাসান। ম্যাচ জিততে তখনো প্রয়োজন ৫৫ রান। বল ছিল ৫২টি। স্বাভাবিকভাবে চাপে ছিল বাংলাদেশের ড্রেসিংরুম।
দারুণ এক জুটিতে সেই চাপ সরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান। দলের ড্রেসিংরুম ‘ঠান্ডা’ তো তাঁরাই রেখেছেন। ম্যাচ জেতার পর তাই দুই ব্যাটসম্যানের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার দেওয়া ১২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১.২ ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। এর আগে ফিরে গেছেন সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান। ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রানের জুটিতে আর চাপ বাড়তে দেননি আফিফ ও সোহান। দলকে ম্যাচ জিতিয়ে ফিরিয়েছেন ৮ বল বাকি থাকতেই।
৩১ বলে ৫ চার ও এক ছক্কায় অপরাজিত ৩৭ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন আফিফ। কালকের ৩ রানের ব্যর্থতা পেছনে রেখে ২১ বলে ২২ রানের ইনিংসে অপরাজিত ছিলেন সোহান। ম্যাচ শেষে দুজনকেই প্রশংসায় ভাসিয়েছেন মাহমুদউল্লাহ, ‘খুবই ভালো লেগেছে যে আফিফ ও সোহান লড়াই করে গেছে, আমাদের শেষ পর্যন্ত নিয়ে গেছে। শুরুতে কয়েক উইকেট পড়ায় ড্রেসিংরুমে খানিকটা চাপ তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু আফিফ ও সোহান যেভাবে ব্যাটিং করেছে সেটাই ছিল স্বস্তির।’
অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রাখতে পারায় বোলারদেরও প্রশংসা করেছেন মাহমুদউল্লাহ, ‘আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে ১২১ রানের মধ্যে আটকে রেখেছে। এ ধরনের কন্ডিশনে মোস্তাফিজ সব সময়ই কার্যকরী। শরিফুলও খুবই ভালো বোলিং করেছে, অন্য বোলাররাও রান দিয়েছে কম। বাকি ম্যাচগুলোতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
৪ ওভারে ২২ রানে ১ উইকেট নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ১৭ বলে করেছেন ২৬ রান। দলের সেরা তারকাকেও প্রশংসার ভাগ দিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘সাকিব ব্যাটিং-বোলিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, আবার বুঝিয়ে দিয়েছে আমাদের জন্য তার গুরুত্ব কতটা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫