কিংসটন ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া এই জয়ে বাংলাদেশকেও একটা বার্তা দিয়ে রাখলেন মিচেল স্টার্ক-ম্যাথু ওয়েডরা।
আগস্টের প্রথম সপ্তাহে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে পরশু বিকেলে। একের পর এক চোট সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়ার জন্য ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজ জয় একদিক দিয়ে দারুণ স্বস্তির। এই স্বস্তি তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে কাজে লাগাতে চাইবে। যদিও বাংলাদেশের সঙ্গে ওয়ানডে নয়, অস্ট্রেলিয়া খেলবে টি-টোয়েন্টি। তবে সংস্করণ যেটাই হোক, জয় যেকোনো দলকেই দেয় বাড়তি আত্মবিশ্বাস।
ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফরে থাকবেন না আগেই জানা ছিল। হাঁটুর চোটে বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের। অ্যাঙ্কেলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন তিনি। চোট আর দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড় ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাজেভাবে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিয়ে রাখল অস্ট্রেলিয়া।
আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১৫২ রানেই অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান এভিন লুইস। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্টার্ক ৪৩ রানে তিন উইকেট নিয়েছেন। পেসার জস হ্যাজেলউড, বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগার ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নিয়েছেন।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। যদিও অধিনায়ক অ্যালেক্স ক্যারির (৩৫), মিচেল মার্শের (২৯) ও বাঁহাতি ব্যাটসম্যান ওয়েডের অপরাজিত ৫১ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ম্যাচে দুই উইকেট আর শেষ দিকে ১৯ রানের অপরাজিত ইনিংসের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন আগার। তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্টার্ক।
কিংসটন ওভালে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া এই জয়ে বাংলাদেশকেও একটা বার্তা দিয়ে রাখলেন মিচেল স্টার্ক-ম্যাথু ওয়েডরা।
আগস্টের প্রথম সপ্তাহে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে পরশু বিকেলে। একের পর এক চোট সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়ার জন্য ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজ জয় একদিক দিয়ে দারুণ স্বস্তির। এই স্বস্তি তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজে কাজে লাগাতে চাইবে। যদিও বাংলাদেশের সঙ্গে ওয়ানডে নয়, অস্ট্রেলিয়া খেলবে টি-টোয়েন্টি। তবে সংস্করণ যেটাই হোক, জয় যেকোনো দলকেই দেয় বাড়তি আত্মবিশ্বাস।
ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফরে থাকবেন না আগেই জানা ছিল। হাঁটুর চোটে বাংলাদেশ সফর শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চের। অ্যাঙ্কেলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি ব্যাটসম্যান বেন ম্যাকডারমট। দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়েছিলেন তিনি। চোট আর দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড় ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাজেভাবে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ওয়ানডে সিরিজ জিতে বাংলাদেশকে পরিষ্কার বার্তা দিয়ে রাখল অস্ট্রেলিয়া।
আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বোলিং তোপে ১৫২ রানেই অলআউট হয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান এভিন লুইস। অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্টার্ক ৪৩ রানে তিন উইকেট নিয়েছেন। পেসার জস হ্যাজেলউড, বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগার ও লেগ স্পিনার অ্যাডাম জাম্পা দুটি করে উইকেট নিয়েছেন।
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ রানে দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া। যদিও অধিনায়ক অ্যালেক্স ক্যারির (৩৫), মিচেল মার্শের (২৯) ও বাঁহাতি ব্যাটসম্যান ওয়েডের অপরাজিত ৫১ রানের ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ম্যাচে দুই উইকেট আর শেষ দিকে ১৯ রানের অপরাজিত ইনিংসের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়েছেন আগার। তিন ম্যাচে ১১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্টার্ক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫