৯ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পাননি মুশফিকুর রহিমের। তবু রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের যে ইনিংসটি খেলেছেন, তাতে অনেক রেকর্ড ভেঙেছেন তিনি। র্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রোববার বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের ঐতিহাসিক জয়। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, সাত ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৬৮৪। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করে বিদেশের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে যান মুশফিক। তাতে পেছনে ফেলেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিক বিদেশে করেছেন ৫ সেঞ্চুরি। তামিম বিদেশে করেছেন ৪ সেঞ্চুরি।
মুশফিকের সতীর্থদেরও রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬২৭। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৭৮ বলে করেছেন ৫৬ রান। ৩০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টে নেন ৪ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৩ উইকেট। সাকিবের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ৫ উইকেট ও ৭৭ রানের ইনিংস খেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ।২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দশে মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি ব্যাটারদেরও। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের সেরা ১৭১ রানের ইনিংস খেলেন রিজওয়ান। যেখানে পাকিস্তানের ১৪৬ রানের মধ্যে রিজওয়ান একাই করেন ৫১ রান। রিজওয়ানের সমান ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১০ নম্বরে আছেন উসমান খাজা। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে খাজা এগিয়েছেন এক ধাপ। এক ধাপ এগিয়ে টেস্টে র্যাঙ্কিংয়ে ১৩তম ব্যাটার সৌদ শাকিল।রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলেন শাকিল। জো রুট, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক, দুই ও তিনে।
আরও পড়ুন:
৯ রানের জন্য টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পাননি মুশফিকুর রহিমের। তবু রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের যে ইনিংসটি খেলেছেন, তাতে অনেক রেকর্ড ভেঙেছেন তিনি। র্যাঙ্কিংয়েও লাফ দিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটার।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রোববার বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের ঐতিহাসিক জয়। বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে দেখা গেছে, সাত ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ১৭ নম্বরে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশের এই অভিজ্ঞ ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৬৮৪। পাকিস্তানের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করে বিদেশের মাঠে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান বনে যান মুশফিক। তাতে পেছনে ফেলেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুশফিক বিদেশে করেছেন ৫ সেঞ্চুরি। তামিম বিদেশে করেছেন ৪ সেঞ্চুরি।
মুশফিকের সতীর্থদেরও রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬২৭। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ৭৮ বলে করেছেন ৫৬ রান। ৩০৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে সাকিব আল হাসান। রাওয়ালপিন্ডি টেস্টে নেন ৪ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে তিনি নিয়েছেন ৩ উইকেট। সাকিবের পাশাপাশি মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। ৫ উইকেট ও ৭৭ রানের ইনিংস খেলে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন মিরাজ।২৩৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দশে মিরাজ। টেস্টে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক ও দুইয়ে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানি ব্যাটারদেরও। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন মোহাম্মদ রিজওয়ান। রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে টেস্ট ক্যারিয়ারের সেরা ১৭১ রানের ইনিংস খেলেন রিজওয়ান। যেখানে পাকিস্তানের ১৪৬ রানের মধ্যে রিজওয়ান একাই করেন ৫১ রান। রিজওয়ানের সমান ৭২৮ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১০ নম্বরে আছেন উসমান খাজা। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে খাজা এগিয়েছেন এক ধাপ। এক ধাপ এগিয়ে টেস্টে র্যাঙ্কিংয়ে ১৩তম ব্যাটার সৌদ শাকিল।রাওয়ালপিন্ডিতে প্রথম ইনিংসে ১৪১ রানের ইনিংস খেলেন শাকিল। জো রুট, কেইন উইলিয়ামসন, ড্যারিল মিচেল টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই এক, দুই ও তিনে।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে