রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দিনটা পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ। এই ভেন্যুতে দ্বিতীয় দিনে ভুলে যাওয়ার মতো দিন কাটিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং কোচ মনে করছেন, খেলা এখনো অনেক বাকি।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। উইকেটের জন্য এদিন হাপিত্যেশ করতে থাকেন বাংলাদেশের বোলাররা। শরীফুল ইসলাম-হাসান মাহমুদদের ব্যর্থতার দিনে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে টেস্টে দিনের শুরু এবং শেষ এ দুই সেশনে বাংলাদেশের উইকেট হারানোর প্রবণতা বেশি। এটাই যেন গতকাল সংবাদ সম্মেলনে মনে করালেন হেম্প। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘এখনো অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। যদি আমরা আগামীকাল (আজ) পুরোটা দিন ব্যাটিং করতে পারি, তাহলে দেখতে পারব কোথায় আমরা আছি।’
রাওয়ালপিন্ডিতে পেস নির্ভর একাদশ সাজিয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী—পাকিস্তানের এই চার পেসার তাঁদের কন্ডিশনে ভয়ংকর হয়ে উঠতে পারেন। সালমান আলী আগার মতো খণ্ডকালীন স্পিনারও দারুণ কার্যকরী। তাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হেম্প। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘পাকিস্তানের চারজন দারুণ পেসার এবং একজন নির্ভরযোগ্য স্পিনার আছেন। বোলিংয়েও তাদের বিকল্প আছে। তাদের আক্রমণ খুব ভালো। এটা চ্যালেঞ্জিং হবে। প্রধান লক্ষ্য থাকবে পুরোটা সময় ব্যাটিং করা। প্রত্যেক সেশন কাজে লাগাতে হবে এবং তারপর দেখব কোথায় আমরা আছি।’
রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দিনটা পাকিস্তানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করেছিল বাংলাদেশ। এই ভেন্যুতে দ্বিতীয় দিনে ভুলে যাওয়ার মতো দিন কাটিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটিং কোচ মনে করছেন, খেলা এখনো অনেক বাকি।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ১৫৮ রানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। উইকেটের জন্য এদিন হাপিত্যেশ করতে থাকেন বাংলাদেশের বোলাররা। শরীফুল ইসলাম-হাসান মাহমুদদের ব্যর্থতার দিনে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। তবে টেস্টে দিনের শুরু এবং শেষ এ দুই সেশনে বাংলাদেশের উইকেট হারানোর প্রবণতা বেশি। এটাই যেন গতকাল সংবাদ সম্মেলনে মনে করালেন হেম্প। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘এখনো অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। যদি আমরা আগামীকাল (আজ) পুরোটা দিন ব্যাটিং করতে পারি, তাহলে দেখতে পারব কোথায় আমরা আছি।’
রাওয়ালপিন্ডিতে পেস নির্ভর একাদশ সাজিয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শেহজাদ, মোহাম্মদ আলী—পাকিস্তানের এই চার পেসার তাঁদের কন্ডিশনে ভয়ংকর হয়ে উঠতে পারেন। সালমান আলী আগার মতো খণ্ডকালীন স্পিনারও দারুণ কার্যকরী। তাদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং করা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হেম্প। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘পাকিস্তানের চারজন দারুণ পেসার এবং একজন নির্ভরযোগ্য স্পিনার আছেন। বোলিংয়েও তাদের বিকল্প আছে। তাদের আক্রমণ খুব ভালো। এটা চ্যালেঞ্জিং হবে। প্রধান লক্ষ্য থাকবে পুরোটা সময় ব্যাটিং করা। প্রত্যেক সেশন কাজে লাগাতে হবে এবং তারপর দেখব কোথায় আমরা আছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫