আঙুলের চোটে পড়ে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন নাঈম হাসানও। চট্টগ্রাম টেস্টে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের মধ্যমায় চোট পেয়েছেন ২২ বছর বয়সী এই স্পিনার। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র আজকের পত্রিকাকে নাঈমের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর জায়গায় কে দলে ঢুকবেন সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানা যায়নি।
এর আগে ১৫ মাস পর চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন নাঈম। প্রত্যাবর্তনের ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে খবরের শিরোনাম হয়েছিলেন চট্টগ্রামের এই ‘লোকাল বয়’। প্রথম ইনিংসে ১০৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেটশূন্য থেকেছেন।
এমন একটা শুরুর পর দ্রুতই যেন ভালো সময় ফুরিয়ে গেল নাঈমের! চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের শট থামাতে গিয়ে এই চোট পান নাঈম। ব্যথা নিয়ে খেলে গেছেন পঞ্চম দিন। আজ এক্স-রে করানোর পর জানা গেছে তাঁর ডান হাতের মধ্যমা ভেঙে গেছে।
আঙুলের চোটে পড়ে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন নাঈম হাসানও। চট্টগ্রাম টেস্টে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের মধ্যমায় চোট পেয়েছেন ২২ বছর বয়সী এই স্পিনার। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র আজকের পত্রিকাকে নাঈমের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর জায়গায় কে দলে ঢুকবেন সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানা যায়নি।
এর আগে ১৫ মাস পর চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন নাঈম। প্রত্যাবর্তনের ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে খবরের শিরোনাম হয়েছিলেন চট্টগ্রামের এই ‘লোকাল বয়’। প্রথম ইনিংসে ১০৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেটশূন্য থেকেছেন।
এমন একটা শুরুর পর দ্রুতই যেন ভালো সময় ফুরিয়ে গেল নাঈমের! চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের শট থামাতে গিয়ে এই চোট পান নাঈম। ব্যথা নিয়ে খেলে গেছেন পঞ্চম দিন। আজ এক্স-রে করানোর পর জানা গেছে তাঁর ডান হাতের মধ্যমা ভেঙে গেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫