জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় দশ মাস পর ফেরেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংটা ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে এখন হাসারাঙ্গা। হাসারাঙ্গা ও সাকিব দুজনেরই রেটিং পয়েন্ট ২২৮। একারণে দুজনেই যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছেন। দুই ম্যাচ খেলে ৫.৭৩ ইকোনমিতে নেন ৫ উইকেট। যেখানে মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন। একই মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৯ রান খরচ করে নেন ১ উইকেট। দুই ম্যাচ মিলে ব্যাটিংয়ে করেছেন ২২ রান। হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভার বোলিংয়ে ৩২ রান খরচ করে নেন ২ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৩২.৮৫ স্ট্রাইকরেটে সিকান্দার রাজা করেছেন ৯৩ রান। প্রথম চার ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে জিম্বাবুয়েকে সান্ত্বনার জয় এনে দিয়েছেন। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করেছেন রাজা। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন রাজা। জিম্বাবুয়ে অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১০। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে মোহাম্মদ নবী।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৬। জিম্বাবুয়ে সিরিজের পর উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদেরও। তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজে ৪.৫৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্বেও থাকছেন তিনি। মোস্তাফিজুর রহমান পাঁচ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রশিদ। দুই ও তিনে আছেন হাসারাঙ্গা ও আকিল হোসেন।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সূর্যকুমার যাদব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে কোনো অবস্থান পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮১।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় দশ মাস পর ফেরেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংটা ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে এখন হাসারাঙ্গা। হাসারাঙ্গা ও সাকিব দুজনেরই রেটিং পয়েন্ট ২২৮। একারণে দুজনেই যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছেন। দুই ম্যাচ খেলে ৫.৭৩ ইকোনমিতে নেন ৫ উইকেট। যেখানে মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন। একই মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৯ রান খরচ করে নেন ১ উইকেট। দুই ম্যাচ মিলে ব্যাটিংয়ে করেছেন ২২ রান। হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভার বোলিংয়ে ৩২ রান খরচ করে নেন ২ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৩২.৮৫ স্ট্রাইকরেটে সিকান্দার রাজা করেছেন ৯৩ রান। প্রথম চার ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে জিম্বাবুয়েকে সান্ত্বনার জয় এনে দিয়েছেন। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করেছেন রাজা। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন রাজা। জিম্বাবুয়ে অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১০। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে মোহাম্মদ নবী।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৬। জিম্বাবুয়ে সিরিজের পর উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদেরও। তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজে ৪.৫৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্বেও থাকছেন তিনি। মোস্তাফিজুর রহমান পাঁচ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রশিদ। দুই ও তিনে আছেন হাসারাঙ্গা ও আকিল হোসেন।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সূর্যকুমার যাদব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে কোনো অবস্থান পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮১।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫